নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে যেহেতু আছি , ভাবনা গুলো রেখে যাই...

একটা গাড়ী খুজছি , ব্যাক টু দ্য ফিউচারে যাওয়ার গাড়ীটা খুজছি / তথ্যের অংক , যুক্তির জ্যামিতি

দাসত্ব

১৯৭৬ প্রেসিডেন্ট জিয়া এ দেশটার জনসংখ্যা বিস্ফোরন নিয়ে যেভাবে ভেবেছেন বাকি এতগুলো বছর ধরে সেভাবে আর ভাবা হয়নি.......এখনো ভাবছেনা কেউ........ ডুবন্ত টাইটানিকের দশা হচ্ছে........ ডিসক্লেইমার : এই ব্লগের কোন প্রকার লেখালেখিতে কেউ

দাসত্ব › বিস্তারিত পোস্টঃ

সাঈদির রায় নামের প্যান্ডোরার বাক্স : পানি নয় , রক্ত গড়াবে....যতদুর , যতদিন....

০১ লা মার্চ, ২০১৩ রাত ২:২৯





ব্লগে ফেসবুকে অনেকে বলছেন আর্মি আসছে।

মানুষ যা দেখে তার পেছনেও দেখা যায়।

আমি সেটাই দেখার চেষ্টা করি বরাবর।

সেটা করতে গিয়ে আমার আশেপাশের স্বদেশীরা যা করেন তাতে উৎসাহি হইনা।

নিজের মত করে সিদ্ধান্ত নেই।

এতে অনেকে আমাকে স্বার্থপর , সুবিধাবাদি ভাবেন।

কথা মিথ্যা নয়।

আমি সেই রকম ই , আমার প্রোফাইল ট্যাগেই সেই ডিসক্লেইমার দেয়া আছে।



তো যা বলছিলাম - এখন সবাই বলছেন আর্মি আসবে।

এটাই এখন সবার চোখের সামনের পর্দা।

আমি এই পর্দার পেছনেও কিছু দেখতে পাই।



আমার ইউনিভার্সিটির একটা শিখ ছেলে , সার নাম সিং , জন্ম ৮৯ তে।

এই ছেলে ভারতের রাজনীতি নিয়ে যখনই কথা বলে তখনি খুব হিংস্র চেহারা নিয়ে চোয়াল শক্ত করে বলে ওঠে-

"গান্ধি পরিবার কোনদিন এদেশে প্রধানমন্ত্রি হতে পারবেনা"



আমি জিজ্ঞেস করলাম - কেন ?

ওর উত্তর - "হলেই আমরা মেরে ফেলবো"

ওর কথার সাথে মনমোহন সিং কে প্রধানমন্ত্রি বানানোর একটা কানেকশন খুজে পেলাম।



ইন্দিরা গান্ধিকে নির্মম ভাবে মারার পরও স্বর্নমন্দিরের ঘটনার সেই প্রতিশোধের আগুন নিভে যায়নি।



প্রজন্মের পর প্রজন্ম ওদের রক্তের ভেতরে সেই প্রতিশোধ জমে আছে।

সম্ভবত রাহুল গান্ধিও ভবিষ্যতে কংগ্রেস প্রধান হলেও সরকার প্রধান হবেন না মা কে অনুসরন করে।





এই ছোট্ট ঘটনাটা তুলে আনলাম এ কারনে যে - অনেকে বলে থাকেন জামাত হলো ইহুদিদের বাংলাদেশী ভার্সন।



আমি দ্বিমত করলাম।

জামাত হলো ভারতের শিখদের বাংলাদেশী ভার্সন।



সাঈদী এক্সিকিউটেড হলে শেখ পরিবার বাকি জীবনের জন্য জেনারেশন আফটার জেনারেশন জামাতের হিটলিস্টে যাবে।



প্রয়োজনে ওরা ওপেন পলিটিক্স থেকে আন্ডার গ্রাউন্ড পলিটিক্সে যাবে।

তাও শেখ পরিবারের উপর ওদের প্রতিশোধ স্পৃহা প্রজন্মের পর প্রজন্ম রক্তের ভেতরে জমে থাকবে।



এবার রায় প্রসংগে -



বিচারপতি নাসিমের সাথে আইনজীবি জিয়াউদ্দিনের স্কাইপি চ্যাট যখন ফাঁস হয় তখন সেখানে অনেক গুলো বাক্যের মধ্যে একটা বাক্যই আমার কাছে গুরুত্বপূর্ন ছিলো।



এবং আমি ফেসবুকে হিয়ার গোজ দা ভারডিক্ট নামে যে স্ট্যাটাসটি দিয়েছিলাম মৃত্যুদন্ড অনুমান করে সেটার কারনও ছিলও ঐ বাক্যটি।



অন্যদিকে বিচারপতি ফজলে কবীর তার প্যানেল নিয়ে যে রায়টি দিয়েছেন সেটি একদম উল্টো হয়েছে যেটা হওয়া উচিত ছিলো।



তাদের মত উল্টো করে রায়টি দেবার সাহস হয়নি বলেই বোধহয় বিচারপতি নাসিম সাহেব কৌশলে পালিয়েছেন।



যাইহোক- স্কাইপি চ্যাটে নাসিম সাহেব জিয়াউদ্দিনকে যেটি বলেছেন :



"সাইদির মামলাটা হইলো আমগো দেশী দরবারের মত"



কথাটা বলার কারন -



সাইদির বিরুদ্ধে যে অভিযোগ গুলো আনা হয়েছে সেগুলোর সবগুলোই সত্য ঘটনা এবং প্রত্যেকটা ঘটনার সংগে দেলোয়ার শিকদার নামে একজন ওয়ার ক্রিমিনাল জড়িত ছিলো।



অপরাধ গুলো আসলেই ঘটেছিলো কিনা এবং ঘটে থাকলে দেলু শিকদার সেটার সংগে জড়িত ছিলো কিনা - এগুলোর কিছুই এই মামলার ফোকাস ছিলোনা।



এই মামলার ফোকাস ছিলো -

আজকের দেলোয়ার সাঈদীই ৭১'র দেলু শিকদার কিনা।

যদি হয় "হ্যা" তাহলে নিশ্চিত মৃত্যুদন্ড

যদি নয় "না" তাহলে সম্পুর্ন নির্দোষ অবস্থায় খালাস।



কাদের মোল্লার মত মাঝামাঝি কিছু হবেনা লঘু শাস্তির মত।

এই ধরনের যুক্তি দেখানোর কোন সুযোগ নেই যে তাকে অমুক স্থানে রাইফেল হাতে দাড়িয়ে থাকতে দেখেছে , কিন্তু খুন করতে দেখেনি।



সুতরাং সাঈদীর মামলার রায়ের প্যাটার্ন হওয়া উচিত ছিলো -



১৯৭১ সালে অভিযোগ ক , খ , গ , ঘ বিবৃত যুদ্ধাপরাধ সন্দেহাতীত ভাবে ঘটেছিলো এবং সন্দেহাতীত ভাবে এরসংগে দেলু শিকদার যুক্ত ছিলো।



আমাদের রায়ে বিবেচ্য বিষয় ছিলো - এই দেলোয়ার সাঈদীই ১৯৭১'র দেলু শিকদার কিনা।



যথেষ্ট স্বাক্ষ্য-প্রমান সাপেক্ষে সন্দেহাতীতভাবে প্রমানিত হয়েছে যে এই সাঈদীই সেদিনের সেই দেলু শিকদার।



এর ভিত্তিতে যুদ্ধাপরাধের দায় সন্দেহাতীতভাবে তার উপর বর্তায়।

সুতরাং - অমুক অপরাধের জন্য এই ধারায় মৃত্যুদন্ড ধার্য করা হলো এবং সেটি ফাঁসির মাধ্যমে কার্যকর করা হবে।






কিন্তু বিচারপতি ফজলে কবীরের বেন্চ্ঞ পুরোই উল্টোটা করলেন রায়ে যেটা হওয়ার কথা ছিলোনা।



বিচারপতি ফজলে কবীর সুচনা মন্তব্যে / অভিমতে বললেন - এই সাঈদীই সেই দেলু শিকদার।



সেকারনেই ইমিডিয়েটলী ফেসবুকে বলতে পেরেছিলাম - হিয়ার গোজ দা ভারডিক্ট যদিও তখনো রায়ের ১ম অংশও পড়া শুরু হয়নি।



বিচারপতি বলতে চেয়েছেন - এই সাঈদীই সেই দেলু শিকদার , তারা বিবেচনা করেছেন দেলু শিকদার উত্থাপিত অভিযোগ বিবৃত অপরাধগুলো করেছে কিনা।



কিন্তু সাড়ে ৩ বছর কিন্তু সাঈদির মামলাটি সেই রাস্তায় চলেনি।

মামলাটি চলেছে এইভাবে - দেলু শিকদার বিয়ন্ড ডাউট ওয়ার ক্রিমিনাল , এই সাঈদিই সেদিনের দেলু শিকদার কিনা।



এরকম ধাপ্পা দিলেন কেন সেটা বুঝতে পারি কাদের মোল্লার রায় থেকে।

কাদের মোল্লার রায়ে বিচারকরা মুখে বলেছেন অভিযোগ প্রমানিত , বিস্তারিত রায়ে বলেছেন অভিযোগ ভালোমত প্রমান হয়নি ।



মাঝখান দিয়ে পাবলিক খেপেছে - অভিযোগ প্রমান হলে শাস্তি লঘু কেন ?

এবার যেহেতু ফাঁসি দিতেই হবে সেহেতু রায়টা ইচ্ছা করেই উল্টো করে পড়তে হবে।



নইলে দেলু শিকদার আর দেলোয়ার সাঈদী এক ব্যক্তি - এর ভিত্তিতে রায় দিতে গেলে রায়ের জোর কমে যাবে।



আপিলে প্রসিকিউশন হেরে যাবার সম্ভাবনা অনেক বেশী।





এর জের ধরে কি ঘটতে পারে :



আমার ধারনা ছিলো ২০১৩ পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির একটা উন্নতি ঘটবে।

অন্তত সরাসরি খুনাখুনি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার মত কিছু ঘটবে না।

যা ঘটবে আইন আদালতের মাধ্যমে।



কিন্তু এখন মনে হচ্ছে পানি নয় , রক্ত গড়াবে অনেকদুর।

সাঈদীর মামলার রায়টা একটা প্যান্ডোরার বাক্সের মত বিষয় ছিলো।

এর কারন - জামাতের অন্য রাজাকার নেতাদের ৭১ 'র ভূমিকা সম্পর্কে শিবির চুপ থাকে , গালি হজম করে।

কিন্তু সাঈদীকে তারা সম্পুর্ন নির্দোষ বলে বিশ্বাস করে।

এটার একটা কারন ১৯৭১ সাঈদির রাজনীতির রেকর্ড না থাকা।



বিচারপতি ফজলে কবীরও সেটাই বলেছেন- সাঈদী মাদ্রাসার ছাত্র বিধায় আরবী - উর্দু ভালো পারতো , সেকারনে পাকিস্তান আর্মির সাথে কোলাবোরেট করেছিলো। কোন রাজনৈতিক চ্যানেলে সে রিক্রুট হয়নি পিস কমিটিতে।



সেকারনে সাঈদীর এক্সিকিউশন তাদের কাছে জুডিশিয়াল মার্ডার।

মার্ডার মানে - খুন , হত্যা , পেনাল্টি নয়।



এর জের ধরে যেটা ঘটতে পারে -

তারা হিট লিস্ট করবে।

এই হিট লিস্টে যারা সম্ভাব্য থাকতে পারে :

[১] আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের নেতা

[২] মিডিয়া - প্রথম আলো , সমকাল , কালের কন্ঠ , সবগুলো আওয়ামী টিভি চ্যানেল

[৩] অনলাইনে যারা জামাত শিবির বিরোধিতা নিয়ে সবচেয়ে বেশী ভোকাল ছিলেন এবং শাহবাগ আন্দোলনের অর্গানাইজাররা।

[৪] জামাত শিবির বিরোধী বুদ্ধিজীবিরা

[৫] বিচারক , ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশন প্যানেল



যদি বিএনপি ক্ষমতায় আসে ২০১৩ 'র পর তাহলে ওপেন পলিটিক্সে থেকেই তারা হিট লিস্ট অ্যাকটিভেট করবে।



যদি আওয়ামী লীগ আবার জোর জবর দস্তি করে ক্ষমতায় আসে তাহলে ওরা আন্ডার গ্রাউন্ড পলিটিক্সে চলে যাবে , সেখান থেকে হিট করবে।



আওয়ামী লীগ এবং ওদের ইন্টেলেকচুয়াল এনিমি অ্যানিহিলেট না করা পর্যন্ত ওরা ওপেন পলিটিক্সে আসবে না।



জিজ্ঞেস করতে পারেন - ওরা যে হিট যে করবেই সেটা কিভাবে বলতে পারেন....



গত ৪ বছরে জামাত শিবির তাদের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে।

নিহতের সংখ্যা ২০০+ হতে পারে।

আহত বেশুমার।

অনলাইনে এরা সারাক্ষন গালাগালি শুনেছে , নিজেরে বাবা-মাকে গালাগালি শুনিয়ে বেহায়ার মত তাদের প্রোপাগান্ডা চালিয়েছে।



এ সবের একটাই কারন - সাঈদীর মামলার রায় মূলত।

অন্যগুলোর ব্যাপারে ওরা যাবজ্জীবন মেনে নিবে কমপক্ষে।



যখন দেখবে ওদের সব মার খাওয়া ব্যর্থ , ওদের রিভেন্জ্ঞ ইনস্টিংক্ট কে চ্যালেন্জ্ঞ করার মত সাহসের রাজা গ্ল্যাডিয়েটর কিংবা শক্তির রাজা হারকিউলিস আমি নই।



গত আমলের চাল অনুযায়ি নিখুতভাবে এদের লোক বসে আছে সব জায়গায় - আর্মি- বিজিবি-পুলিশ- প্রশাসন ।



যারা অনলাইনে এইসব ব্যাপারে হ্যাডম দেখিয়ে বেড়ান এটা তাদের ব্যক্তিগত ব্যাপার।



মিলিয়ে দেখুন......



মুজিব যেদিন মারা যায় সেদিন কয়জন আওয়ামী লীগার- ছাত্রলীগার পুলিশের গুলি খেয়ে মরে ছিলো ?



জিয়া যেদিন মারা যায় সেদিন কয়জন বিএনপিওয়ালা- ছাত্রদলের ছেলে পুলিশের গুলি খেয়ে মরে ছিলো ?



সাঈদী এখনো এক্সিকিউটেড হয়নি , এখনো আপিল বাকী আছে , বিচারকরা রায় দিয়েছেন উলটা করে যেটা আপিলে খুব শক্তিশালীভাবে ডিফেন্স ধরে বসবে......



এর ভেতরে ৭০ জনের বেশী মারা গিয়েছে একদিনে।



ভারতের শিখদের বাংলাদেশী ভার্সন জামাত শিবির এর শোধ নেবেই...

এই জেনারেশন না পারলে অতি সম্ভবত পরের জেনারেশন নেবে...









মন্তব্য ১৯২ টি রেটিং +৬২/-১

মন্তব্য (১৯২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৩৯

অশান্ত পৃথিবী বলেছেন: :( B:-)

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১০

দাসত্ব বলেছেন: :(

২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৪৪

ভুল উচ্ছাস বলেছেন: ভয় পাচ্ছি, অনেক ভয় পাচ্ছি। বুঝতে পারছি না কি করা উচিত, কি ভাবা উচিত। কেউ বলে এই সাঈদী সেই সাঈদী নয় আবার এদিকে আদালতে প্রমানিত হয়েছে এটাই, তাছাড়া আজকে ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম) দাবী করেছেন ৭১ সালে রাজনীতি কিংবা স্বাধীনতাবিরোধী কর্মকান্ডের সাথে সাঈদীর কোন রকম সম্পৃক্ততা ছিল না বাংলা ভিশনের ১২ টার সময়ের টক শোতে উনি এই কথা বলেছেন।

পুরোপুরী বিভ্রান্ত, আর সময়পোযোগী এই পোষ্টের জন্যে অনেক ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১১

দাসত্ব বলেছেন: জানিনা আমি নিজেও।
এই খেলায় এখন আর রেফারি নাই - এটা জানি

৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৪৪

আমি আহমাদ বলেছেন: পুরোটা পড়লাম।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১২

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৪৫

ছন্ন ছাড়া০০০১ বলেছেন: ++

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১২

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৪৮

সাইফ বাঙ্‌গালী বলেছেন: কেউ একজন আসুক, এই প্রলয় বন্ধ করুক.....

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১৩

দাসত্ব বলেছেন: দেশে একটা ভূমিকম্প দরকার।
দেশে মানুষের ভেতরে রাজনৈতিক চরমপন্থা বেড়ে গেসে।
টলারেন্স বলে কিসু নাই

৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৪৮

দর্পন বলেছেন: আমাদের কোন সমস্যা নাই । এই মেয়াদে রাজাকারগুলো ঝুলে গেল বাঁচা যায় , তখন ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কয়েক জনকে ঝুলালেই হলো ।

আর আমার মনে হয় আর কোন রাজনৈতিক হত্যাকান্ড এদেশে হবে বড় জোর ফিল্ডে পর্যায়ের আওয়ামী কিছু ক্যাডার খুন হতে পারে ।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:০৯

দাসত্ব বলেছেন: আপনার ব্যক্তিগত মতামত। আমার সাথে মিলছেনা

৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৪৯

সাধারণমানুষ বলেছেন: গান্ধি পরিবারের করা আঘাত টা ছিলো একটা জাতির উপরে তাদের তীর্থস্ত্থানে কিছু বিচ্ছিন্তাবাদির উপরে।

শিখদের রাগ বেসিক্যালি অপেক্ষা না করে তাড়াহুড়া করে অপারেশেন ব্লু স্টারে যাবার কারনে। আর অনুরোধ করবো খোজ নিন আপনার ঐ বন্ধুর পরিবারের কেউ মাষ্ট অপারেশেন ব্লু স্টারে প্রান হারিয়েছিলো অথবা জড়িত ছিল কিনা ।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:০৭

দাসত্ব বলেছেন: আজকে থেকে ৩ বছর আগে যখন ব্লগিং শুরু করি তখন থেকেই এই কথাটা বলে আসছি -

"জামাত একটি পলিটি-থিয়ো উপজাতি"

৮| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৫১

পিওর গাধা বলেছেন: মন দিয়ে পড়লাম, কিন্তু ভালমত বুঝিনায়, তাই পরে আবার পড়ার জন্য পিডিএফ আকারে সংরক্ষন করলাম।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১৫

দাসত্ব বলেছেন: ওকে

৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৫৫

ব্লগার ইমরান বলেছেন: সুন্দর বিশ্লেষন। ভালো লাগলো।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১৫

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

১০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ২:৫৯

আশিকুর রহমান অমিত বলেছেন: সাইদীর কিছু হলে জামায়াত শিবিরের রি অ্যাক্ট হবে সবচেয়ে ভয়ংকর এটা অনুমান করা যায়। এই রি অ্যাক্ট এর জবাব কি?

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:০৯

দাসত্ব বলেছেন: জবাব জানিনা।
আন্ডার গ্রাউন্ড পলিটিক্সে গেলে ওরা চাপদাড়ি ছেটে ফেলবে - এটা বলতে পারি।

১১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক কিছুই লিখেছেন, কিন্তু এদের বিচার ঠিকমতো করে দিতে পারলে আওয়ামীলীগই আসবে। এবং এটি এখন খুবই দরকারি। আওয়ামীলীগ না এলে সম্ভাব্য পরিনতি হতে পারে জামায়াত এর আবারও শক্ত অবস্থান এবং ধরে ধরে আওয়ামীলীগ এর সবাইকে এবং ব্লগারদের মেরে ফেলা!

সমীকরণ সহজ, বিএনপি জামায়াতকে প্রতাখ্যান না করলে এবং আওয়ামীলীগ ফাঁশি দিতে সক্ষম হলে ভোট আওয়ামীলীগই পাবে। এবং এতে যা হবে, জামায়াত চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে মাঠ থেকে। এবং ধজবং সাংগঠনিক কাঠামোর বিএনপি একেবারেই ধ্বসে যাবে।

কিন্তু এটি কাম্য নয়, মানুষের সামনে তাদের ভাবমূর্তি উন্নয়নে আশা করি বিম্পি জামায়াতকে ছেঁড়ে দিবে(দূরতম কল্পনা) এবং আওয়ামীলীগকে মনপলি করতে দিবেনা। অন্যথায় আওয়ামীলীগ অন্তত আরও পাঁচ বছর এর জন্যে আসছে।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১৮

দাসত্ব বলেছেন: যেমন আপনি বোঝেন , আমার কিছু বলার নাই

১২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:০১

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: বুঝতে পারছিনা আসলেই দেশে কি ঘটতে যাচ্ছে ,,, এই ভাবে চলতে পারে না , একটা স্থাই সমাধান আশা করি ,,, তবে এটাও সত্য যে আওয়ামিলীগের চ্যালা চমুন্ডারা অনেক বেশি বাড়ছিল , তাদের জন্য একটা ঝড় দরকার ছিল ,

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:২০

দাসত্ব বলেছেন: ইয়া নফসে

১৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:০২

বৈরাম খাঁ বলেছেন: বড় চিন্তার বিষয় আল্লাহ ই জানে কি হয় ভবিষ্যতে?

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:২০

দাসত্ব বলেছেন: ইয়া নফসে

১৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১০

দুরন্ত-পথিক বলেছেন: @দিকভ্রান্ত পথিক কি আওয়ামীলীগ এর সকল অপকরম ভুলে গেলেন রাজাকারদের ফাসি দেয়ার কারণে?কল্পনার রাজ্যে বাস করছেন ধরা যায়।

১৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১০

সক্রিয় বলেছেন: * মুজিব যেদিন মারা যায়, সেদিন কয়জন
আওয়ামী লীগার- ছাত্রলীগার পুলিশের
গুলি খেয়ে মরে ছিলো ?
* জিয়া যেদিন মারা যায়, সেদিন কয়জন
বিএনপিওয়ালা- ছাত্রদলের ছেলে পুলিশের
গুলি খেয়ে মরে ছিলো ?
* সাঈদী এখনো এক্সিকিউটেড হয়নি , এখনো আপিল
বাকী আছে, এর ভেতরে তার জন্যে ৭০ জনের
বেশী মারা গিয়েছে একদিনে।
>>সেই রকম একটা ফাইন্ডিংস.....

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:২০

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

১৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: স্কাইপি কেলেংকারীর আগে আমি এই ICT নিয়ে তেমন কিছুই বলিনি। যদি ২০০৯এ ক্ষমতায় নিয়ে হাসিনা স্পেশাল ট্রাইবুনালে এই বিচার করত তাহলে কিছুই বলার ছিল না। রায় সহ ফাসী কার্যকরও হয়ে যেত ২০১১র মধ্যেই। কিন্তু হাসিনা মার্কিনিদের সহ অন্য বিদেশী রাষ্ট্রের কাছে ও দেশের মানুষের কাছে বললেন এটা হবে রাজনীতি নিরপেক্ষ, সুষ্ঠ এবং আন্তর্জাতিক মানদন্ডে;

Click This Link

কিন্তু পরে দেখলাম দেশীয় ফৌজদারী ষ্টাইলে বিচার করা হবে। ভাল কথা। দেশী ফৌজদারী আইনে একমাত্র চাক্ষুস স্বাক্ষী ও শক্ত প্রমাণ ব্যাতীত কাউকে মৃত্যুদন্ড দেওয়া যায় না। দোষী হইলে ফাসী নতুবা খালাস। আর কেউ মিথ্যা স্বাক্ষী দিলে তারও শাস্তির বিধান থাকলেও ICTতে রাখা হয়নি। বলা হয়েছিল বিদেশী উকিল আনতে হলে বার কাউন্সিলের অনুমোদন লাগবে। এখন যখন বিএনপির আইনজীবিরা জয়ী হল তখন সংসদে আইনটাই পরিবর্তন করলে যে সরকারের অনুমতি ছাড়া বিদেশী উকিল আনা যাবে না। তাই পরবর্তীতে রায় গুলিতে (কাদের ও সাঈদী)তে দেখা যায় অনেক বিতর্ক আছে যা যুক্তিযুক্ত হয় না। রায়ে এই ধরণের দূর্বলতা থাকলে সেটা ন্যায্য হয় না। স্পষ্টতই রাজনৈতিক রায়। এই নোংরা খেলা খেলে হাসিনা এখন পরবর্তী নির্বাচনে জিতার পরিকল্পনা করছে। র্দূনীতি-লুটপাট, জুলুম ও ভারতের দালালী করে হাসিনা সরকারের পায়ের নীচে মাটি নাই। এখন সে এই ICTকে বর্ম বানাতে চাচ্ছে। ঐ দিকে অবশ্য ভারতের সামরিক হস্তক্ষেপও উড়িয়ে দিচ্ছি না। তারাও অবস্থা বেগতিক দেখলে হাসিনাকে সমর্থনের জন্য এগিয়ে আসবে।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:২৩

দাসত্ব বলেছেন: বলা হয়েছিল বিদেশী উকিল আনতে হলে বার কাউন্সিলের অনুমোদন লাগবে। এখন যখন বিএনপির আইনজীবিরা জয়ী হল তখন সংসদে আইনটাই পরিবর্তন করলে যে সরকারের অনুমতি ছাড়া বিদেশী উকিল আনা যাবে না।---------------- এইটাতো খেয়াল করি নাই।

শুধু বার কাউন্সিলের ক্ষমতা খর্ব করা হইতেসে আইন করে এটা জানতাম।
এই পয়েন্টটা জানতাম না।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:২৪

দাসত্ব বলেছেন: ভারত আগায়া আসলে তো ভালো , আর জুজু দেখাইতে হবেনা , জুজু নিজেই আইসা হাজির হইলো।

১৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১২

মুনিম বলেছেন: :( :( B:-) B:-)

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:২৫

দাসত্ব বলেছেন: :(

১৮| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১৫

মিঠাপুর বলেছেন: রায়ে কিন্তু একটা কথা স্পষ্ট করে বলা হয়েছে,

" এ মামলায় স্বাক্ষী দিয়েছে গ্রামের সাধারণ জনগণ যারা ভুক্তভোগী বা প্রত্যক্ষদর্শী। "

তাই, কোন স্টাইলেই এখানে আপিলে মামলা হালকা হয়ে যাওয়ার কারণ নেই।

রংপুর, গাইবান্ধার, সিলেট, চিটাগাং - এর একটা তরুন রাজাকার দেল্লা রাজাকারকে ৩০ বছর বয়সে দেখে নাই।
তারা দেখছে, এ সময়ের আল্লামা দেলয়ার হোসেন সাইদী।

আমার কিতাবী নাম, আদিব রায়হান চৌধুরী হলেও, এলাকায় আমাকে সবাই রুদ্র নামেই চিনে।

এখন চিটাগাং এর এক বন্ধু যে আমাকে ভার্সিটি আমাকে রায়হান নামে চিনে, সে কিন্তু আমার রুদ্র নামের সাথে পরিচিত না। তার সাথে আমার দেখা হয়েছে, ভার্সিটিতে।

এখন যদি আমি এলাকায় কোন অপকর্ম করে থাকি, তারা কিন্তু ব্যাক্তি আমাকেই চিনে, আমার এলাকার মানুষ। এদের কাছে গিয়ে যদি আমি বলি আমার নাম- মাইকেল। এরা কি সেটা বিশ্বাস করবে ?


দেল্লা রাজাকার আর দেলয়ার হোসেন সাইদী, একই ব্যাক্তি কিনা, সেটা স্বাক্ষীরাই ভাল করে জানে, এবং তারা সেটা প্রমাণ করতে পেরেছে বলেই- রায় এমন হয়েছে।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১৯

দাসত্ব বলেছেন: রায়ে সেইভাবে বলা হয় নাই।
উলটা করে বলা হয়েছে।

১৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দুরন্ত-পথিক @

কিছু মনে নিয়েন না গোয়া নিজামি সাইদির সাথে চুম্মা চাট্টির কথাই বা ভুলি কি করে?
ভুলি কি করে আগের বারের অপশাসন? সে শাসন এর আড়ালে বেড়ে উঠেছিল অনেক জঙ্গি সংগঠন! যাদের মদদে আজ পেশি দেখাচ্ছে কুত্তার বাচ্চা শিবির জামাত। বিএনপিকে থুঃ দেই, যতদিন না এরা জামাত এর সাথে এই অবৈধ দৈহিক সম্পর্ক বাদ না দেয়।
আওয়ামীলীগ কোন তুলসী পাতা না, তবে দেশের এই বিষাক্ত অংশ জাশি আর রাজাকার উৎখাত করলে আমার কথায় কিচ্ছু আসবে যাবে না, বিএনপিকে মানুষ থুঃও দিবেনা। ঠিক একাত্তুরের আলবদর রাজাকারদের ভুমিকা পালন করছে আজকে তের সালের বিএনপি

২০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:২০

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: খুবই সংকটাপন্ন অবস্থার দিকে আমরা এগোচ্ছি্‌,,,
আপনার চুলচেরা বিশ্লেষণ আরও বেশি ভাবিয়ে তুলেছে , পোষ্টে প্লাস দাসত্ব ভাই

০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:২৫

দাসত্ব বলেছেন: অনেক ধন্যবাদ

২১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:২৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "মুজিব যেদিন মারা যায় সেদিন কয়জন আওয়ামী লীগার- ছাত্রলীগার পুলিশের গুলি খেয়ে মরে ছিলো ?

জিয়া যেদিন মারা যায় সেদিন কয়জন বিএনপিওয়ালা- ছাত্রদলের ছেলে পুলিশের গুলি খেয়ে মরে ছিলো ? "

@দাসত্ব দারুন একটা প্রশ্ন করেছ।


আজ রায়ের পর থেকেই আমি নিজেকে এই প্রশ্নটা করতেছি। মুজিব বা জিয়ার চেয়ে সাঈদি তার দের কর্মিদের কাছে জনপ্রীয় কি না?

আজ পর্যন্ত কোথাও কোন তথ্য পেলাম না যে মুজিব মারা জাবার পরে দেশের কোথাও আওয়ামীলীগের সমর্থক ও কর্মিরা মাঠে নেমেছিল এবং পুলিশের গুলিতে একের পর এক মারা যাবার পরেও পিছু হাটতেছে না?


০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:২৭

দাসত্ব বলেছেন: "জামাত একটি পলিটি-থিয়ো উপজাতি"

ভারতের শিখদের বাংলাদেশী ভার্সন জামাত শিবির এর শোধ নেবেই...
এই জেনারেশন না পারলে পরের জেনারেশন নেবে...

২২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:২৮

দিগন্ত বলেছেন: আপনি যেহেতু ভারত নিয়ে লিখেছেন সুতরাং আপনাকে জানিয়ে রাখি - ইন্দিরা গান্ধি সরাসরি শিখ ধর্মস্থানে আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন যা কোনোভাবেই জামাতের একজন নেতার বিচারে ফাঁসি হওয়ার সাথে তুলনীয় না। তাও বলে রাখা ভাল, শিখেরা আদৌ পরবর্তী রাজীব গান্ধীকে আক্রমণ করেনি। ভারতীয় সেনাবাহিনীতে অসংখ্য শিখ নেতা ছিলেন - কেউই গৃহযুদ্ধের কোনো আগ্রহ দেখাননি।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৩৭

দাসত্ব বলেছেন: জগজিত সিং অরোরার কথা ভুলে গেছেন নাকি ?

শিখদের কাছে স্বর্ন মন্দির যা , জামাতের কাছে সাইদি তা।
রাজিব গান্ধির বিষয়টা নলেজে ছিলো।

এটা পড়েন কেন রাজিব গান্ধিকে ওরা হিট করে নাই -
Click This Link

মনমোহন সিং কে প্রাইম মিনিস্টার বানানো হইসে ঠিক একই কারনে।

২৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:৩১

দর্পন বলেছেন: @দিকভ্রান্ত*পথিক ভাই ক্ষমতা ঠিক করে ৪০% সোয়িং ভোট , এখানে যুদ্ধপরাধের ইস্যুর চেয়ে রূটি-রুজি মূখ্য , আর আওয়ামী রাজাকারদের জন্য বিএনপি সামনের বার ইস্তিহার দিবে , তাই আওয়ামী লীগ বিচার দুই একটা হাতে নিয়া নির্বাচন করবে । আর একথা যুদ্ধাপাধ বিচার যারা চায় সব পোলারাইজ ভোটার ।

২৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:৩২

শিরোনাম বলেছেন: আপনার অভজারবেশন ঠিক আছে।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৩৮

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

২৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:৩৩

টয় বয় বলেছেন: -

দিগ ভ্রান্ত নামক আওয়ামী ভক্ত দেখি জামাতের চাইতে বিএনপিরে বেশী যুদ্বাপরাধী মনে করে !!

২৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:৪০

শিবলী১২৩ বলেছেন: ভয়াবহ ঝড় আসছে মনে হচ্ছে। জানিনা এদেশের ভাগ্যে কি আছে সামনে। যে কোন সময়ই মনে হচ্ছে সবকিছু ওলট পালট হয়ে যাবে।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৩৯

দাসত্ব বলেছেন: পরিস্থিতি কোন ফর্মুলা মানতেসেনা।

২৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:৪১

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: @ টয় বয় ভাই, দিগন্ত দাদা পশ্চিমবঙ্গের লোক। সো নরমালই তিনি আলীগের ফেভারে। সে যাই হৌক উনি তত খারাপ লোক নন। আশা করি আমরা কেউই উনার সাথে ব্যাক্তি আক্রমণে যাব না।

২৮| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:৪৬

শিরিষ গাছ বলেছেন: অত্যন্ত সময়োপযোগী পোস্ট। দারূণ বিশ্লেষণ।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৪০

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

২৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:৪৭

টয় বয় বলেছেন:
-

@দিগভ্রান্ত:

জামাতীদের ফাঁসি দিতে পারলেই আগামী ইলেকশনে আম্লীগ আবারো ক্ষমতায় আসবে, এই স্বপ্ন দেখার আগে, আওয়ামী তাবেদার প্রথম আলোতে জরিপের দিকে একটু চোখ বুলান!!


বিএনপি গণতন্ত্র মঞ্চ তৈরি করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে পারবে বলে মনে করেন কি?

ভোট দিয়েছেন ৪৩৭৪ জন| হ্যাঁ (২৪৮৯), না (১৮৩৮), মন্তব্য নেই (৪৭)

হ্যাঁ ৫৬.৯% না

৩০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:৫৭

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: নিরোপেক্ষ নির্বাচনে আগামি বার আওয়ামিলীগ ক্ষমতয় আসার কল্পনা করা আর গাঁজা খেয়ে ভবের রাজ্যে নিজে কে রাজা ভাবা একই কথা ,,,, কিছু কিছু ভুদাই দালাল ভুলে যাই ,
*** শেয়ার মার্কেটের কথা ,
*** কুইক রেন্টালের কথা ,
*** পদ্মা সেতুর কথা ,
*** সাগর - রুনির কথা ,
*** হলমার্কের কথা ,
*** টাকার বস্তা নিয়ে ধরা পরা চুরোন্জিতের এপিএস এর কথা ,
*** বিশ্বজিত কে প্রকাশ্য দিবালকে হত্যার কথা ,
*** বাংলাদেশের বন্দর , রাস্তাঘাট , নদি ভারতকে উজাড় করে দেবার কথা ,
*** দশ টাকার চাল ও ফ্রিতে সার তো আমরা পাচ্ছি ?????
*** গুম খুনের মহা উৎসবে দেশ কে পরিনত করা ,,
*** জিনিস পত্রের দামের কথা না হয় বাদই দিলান
*******. লিখে শেষ করা যাবে না আওয়ামিলীগের সাফল্যের কথা (!) ,,
দালাল গুলার উদ্দেশে বলছি অন্ধ দালালি বাদ দিয়ে যুক্তি যুক্ত কথা বলুন , নিজের সম্মান বাচবে ,,,,,,,

দুঃখ্যিত দাসত্ব ভাই টপিকসের বাইরে কমেন্টস করলাম

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৪১

দাসত্ব বলেছেন: আরে মিয়া - এরা তো ইলেকশনের আগ পর্যন্ত টারময়েল কন্টিনিউ করবে পাবলিককে এইসব ভুলায়া রাখার জন্য।

আফসোস- এদের গর্দভ সমর্থকরা দলের চালাকী বুঝেনা।
এরা এগুলা হা করে বিশ্বাস করে।

৩১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:৫৭

আমি কবি নই বলেছেন: ভালো লিখেছেন। খুব কষ্ট লাগছে দেখে যে এত গুলো প্রান ঝরে গেলো। যদি দেলু রাজাকার আর সাইদী যদি একই ব্যক্তি হয় তাহলে এই রায়ে আলহামদুলিল্লাহ। যদি নাহয়ে থাকে তাইলে এটা আওয়ামী লীগ উৎপাদিত রায়। হয়ত দূরের গালগল্প মনে হতে পারে কিন্তু এইধরনের একটা সেটআপ উড়িয়ে দেয়া যায়না- বর্তমান পরিস্তীথি-> ইসলামী এক্সট্রিমিজম-> রায়ট/ বর্তমান অবস্থা-> নির্বাচন -> আওয়ামী লীগ-> চিটাগং গভীর সমুদ্র বন্দর ভারতকে প্রদান ( কারন এটা চীনের হাতে গেলে ভারত চীন দ্বারা পরিবেষ্টিত হয়ে যাবে, যেখানে পাকিরা তাদের গোয়াদর ইতিমধ্যে চিন কে হস্তান্তর করেছে ) অনেক গুলো কালো নকশার একটা হতে পারে এটি। তানাহলে কাদের মোল্লার মত প্রমানিত রাজাকারের ফাঁসী কেনো হলোনা ???

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৪২

দাসত্ব বলেছেন: চরমপন্থা বেড়ে গেসে ওপেন পলিটিক্সে

৩২| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:০৪

লিন্‌কিন পার্ক বলেছেন:

দেখি কি হয় !

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৪৩

দাসত্ব বলেছেন: হুম

৩৩| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:০৫

কামরুল হাসান শািহ বলেছেন: কই অভয় বাণী শুনাবেন তা না আরও ভয় ডুকিয়ে দিলেন :P
যাইহোক কথাগুলা ঠিকই বলছেন

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৪৪

দাসত্ব বলেছেন: অভয় - ভয়ের আমি কে ?

ডানে বামে সামনে পেছনে তাকায় যা বুঝি সেটাই লিখি।

৩৪| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:০৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: ওরা প্রতিশোধ নেবে ! আমরা কি বসে থাকব?

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৪৫

দাসত্ব বলেছেন: এই টাইপ কমেন্ট যারা করে তাদের দৌড় কতটুকু আমার জানা আছে

৩৫| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:১২

ইকবাল পারভেজ বলেছেন: ভাই শিখ আর জামাতের মধ্যে তুলনা করাটা মনে হয় পুরাপুরি ঠিক হল না। শিখ একটি ধর্ম, আর জামাত হচ্ছে একটি ধর্ম নিয়ে ব্যবসা করা একটি রাজনৈতিক দল। জামাতের মেরুদণ্ড ভেঙে দিলে সে দলটি আন্ডার গ্রাউন্ডেই আবার কতখানি আগের অবস্থায় ফিরতে পারবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। শিখদের সাথে তুলনা করা দূরে থাক, জামাতের ভারতের শিবসেনাদের মত সবদিক থেকে শক্ত অবস্থানও নেই।
জামাত এখন যা দেওয়ার চেষ্টা করছে তা হচ্ছে মরণ ছোবল। কিন্তু শিখদের ক্ষেত্রে এরকম হলে সেটা হত অনেক বেশী ভয়ঙ্কর; ধর্মের ব্যাপার বলে স্বাভাবিকভাবেই আসত সাম্রদায়িক দাঙ্গা। আর এমনিতে শান্তশিষ্ট কিন্তু প্রচণ্ড রকম একরোখা শিখ রেগে গেলে যে কি করতে পারে, সেটা যে দেখেছে সেই জানে। প্রত্যেক শিখের কাছেই একটা করে ছুরি থাকে তাদের ধর্মের নিয়ম অনুযায়ী। রেগে গেলে কোন কিছুর ভয় দেখিয়েই তাকে তার ছুরির ব্যাবহার করা থেকে আটকানো যায় না। এরকম একটা ধর্মের লোকদের সাথে জামাতের তুলনাটা ঠিক খাপ খায় না।

তারপরেও বলছি আপনি যে কথাগুলা বলেছেন, তার কোন প্রত্যেকটাই চিন্তা করার মত। ভারতের শিখদের মত না হলেও বাংলাদেশে জামাত ভয়ঙ্কর একটি দল। আপনি যেসব বললেল সেগুলা তাদের পক্ষে করা খুবই সম্ভব; আজকে সারাদেশে যা ঘটল সেগুলা সেরকম কিছুর দিকেই ইঙ্গিত দিচ্ছে।

০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:০৬

দাসত্ব বলেছেন: যার যেমন ভাবনা ।
সবাই খালি ইনসিস্ট করে আমি তাদের মত ভাবিনা কেন ?
আরে আজব !

এইটা কি খুব গুরুত্বপূর্ণ।
আমি আমার মত ভাবি।

আপনারাই আমাকে ফলো করেন।

৩৬| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

বাংগাল গাজী বলেছেন: তাহলে কি বলতে চান ন্যায় বিচার হয় নি ??? দেল্লা রাজাকার ই আজ দেলোয়ার হোসেন সাইদী এতে সন্দেহ নাই !!! কিছু দিন আগেই তার সনদ জালিয়াতির একটা ঘটনা পত্র পত্রিকায় এসে ছিল। এতে কোন সন্দেহ নাই যে সরকার এই বিচারে ভড় করে নির্বাচনের তরী পাড় হইতে চায়। কিন্তু, বিচার হওয়া টা নৈতিকতার পর্যায়ে পড়ে এবং দেশে যা কিছুই হউক বিচারের রায় কার্যকর হইতেই হবে। আমি বুঝতে পারিনা দেল্লার জন্য যুবক, কিশোর গুলান জীবন দিচ্ছে কেন ????

০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:০৪

দাসত্ব বলেছেন: বিচার কি হইসে না হইসে সেটা নিয়ে আমার আগ্রহ নাই।
সাঈদী যেমন আমার কাছে ম্যাটার অফ নো ইন্টেরেস্ট তেমনি একই সংগে আমি দেশপ্রেমিক ও না।

যুদ্ধাপরাধ বিচার নিয়ে অনেকে ইমোশনাল হলেও আমি নই , আমি শুধু এখনকার এবং আপকামিং ভবিষ্যতের বিপদ নিয়ে ভাবিত হই।

জীবনটা সারাক্ষন হুজ্জত হাংগামা করার জন্য না।
জীবনটা শান্তিতে কাটানোর জন্য।
আই অ্যাম ড্যাম সেলফিশ !

৩৭| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:১৯

ওবায়েদুল আকবর বলেছেন: ভারতের শিখদের বাংলাদেশী ভার্সন জামাত শিবির এর শোধ নেবেই...
এই জেনারেশন না পারলে পরের জেনারেশন নেবে..


দাসত্ব একধরণের চাপা থ্রেটের লক্ষণ দেখতে পাচ্ছি মনে হয়।

প্লীজ ব্রো কিছু অশিক্ষিত যতই উল্টাপাল্টা বুঝুক না কেন আপনাদের মত শিক্ষিতদের কাছ থেকে জাতি এইসব আশা করেনা। আপনি, নাহিয়ান এদের মত জাতিয়য়তাবাদীদের উচিৎ বিএনপিকে ঠিক পথে রাখা। জামাতের সব গুলোর দল বেধে আগুনে ঝাপ দেয়ার উইপোকা মার্কা আচরণই বলে দেয় এইগুলা কোন স্বাভাবিক দল না। এদের আগুনে বিএনপি খুব ভালোভাবেই পুড়বে এবং জাতিকেও পোড়াবে যদিনা জামাতকে না ছাড়ে। পার্সোনালি আমার অপিনিয়ন বলি এইবার বিএনপি জামাতকে তালাক দিলে আমার ভোট আমি বিএনপির বাক্সেই দিতাম।

০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:০১

দাসত্ব বলেছেন: দাসত্ব একধরণের চাপা থ্রেটের লক্ষণ দেখতে পাচ্ছি মনে হয়।

আপনি এখানে টাইটানিক সিনেমা দেখতে পাইলেও আমার কিসু যায় আসেনা।

আমি কখনোই মানুষের তালে নাচি না।
পছন্দ না হলে পোস্ট পড়বেন না , সমালোচনা করে চলে যাবেন।
ধন্যবাদ।

৩৮| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:২৫

নিশাচর নাইম বলেছেন: বড়ই চিন্তা হয় দেশ নিয়ে... আগে এইগুলা মাথায় আসতো না এখন দেশের চিন্তায় ঘুম আসেনা। :((

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৪৬

দাসত্ব বলেছেন: দেশের মেইন স্ট্রিম রাজনীতি এবং মেইনস্ট্রিম মিডিয়ায় চরমপন্থা ঢুকে গেসে।
ঝড় একটা আসতেসে বাংলাদেশে।

৩৯| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:৩১

ভুল উচ্ছাস বলেছেন: উপ্রে একজন আবার সতর্কতামূলক পুস্টে থ্রেট দেখতে পাইছে, কিছু পাবলিক সব জায়গায় থাকে যাহারা বাচ্চা বয়স হইতেই বাপের আগে হাটে।


ইহাদের উপযুক্ত জায়গা হইলো কচু ক্ষেত। X(

৪০| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:৫৩

ওবায়েদুল আকবর বলেছেন: ভুল উচ্ছাস বলেছেন: উপ্রে একজন আবার সতর্কতামূলক পুস্টে থ্রেট দেখতে পাইছে, কিছু পাবলিক সব জায়গায় থাকে যাহারা বাচ্চা বয়স হইতেই বাপের আগে হাটে।


ইহাদের উপযুক্ত জায়গা হইলো কচু ক্ষেত


বাহ ভূল উচ্ছাস আপনারে খুব ওজনদার মানুষ মনে হচ্ছে। রূপকের আড়ালে খুব জ্ঞানী কথা বলে বসলেন। ব্রাভো চালাইয়া যান।

সরি পোস্টে আমি কোন সতর্কতা দেখতে পাইনাই। তবে যদি লেখকের সেইরকম ইচ্ছা থাকে তাহলে সে যেন সেইটা প্রকাশ করে। জামাতের রিভেন্জকে গ্লোরিফাই করার চেষ্টাকে আমার খুব একটা ভালো লাগেনাই। এটা আমার সরল অভিব্যাক্তি।

আর একটা কথা আমি লীগের সাপোর্টার না এইটা খেয়াল রাখবেন আর ফাকু বা ইন্ডুয়ারে ধোয়ার ব্যাপারেও আমি সসময়ই রেডিই থাকি। সো তাৎক্ষণিক ডিসিশন নেয়ার আগে একটু ভাববার অনুরোধ করব। হেপি ব্লগিং।

৪১| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:০৭

শিপন মোল্লা বলেছেন: খুবই সংকটাপন্ন অবস্থার দিকে আমরা এগোচ্ছি্‌,,,
আপনার চুলচেরা বিশ্লেষণ আরও বেশি ভাবিয়ে তুলেছে , পোষ্টে প্লাস দাসত্ব ভাই, সহমত

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৪৬

দাসত্ব বলেছেন: হুম , ধন্যবাদ

৪২| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:১৩

কমল ২০১০ বলেছেন: "আগে কি সুন্দর দিন কাটাইতাম" - এই গানটা আরো গাইতে হবে ...

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৪৬

দাসত্ব বলেছেন: হ

৪৩| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:১৭

কমল ২০১০ বলেছেন: "আগে কি সুন্দর দিন কাটাইতাম" - এই গানটা আরো গাইতে হবে ...

৪৪| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:২৫

ওবায়েদুল আকবর বলেছেন: লেখক বলেছেন: দাসত্ব একধরণের চাপা থ্রেটের লক্ষণ দেখতে পাচ্ছি মনে হয়।

আপনি এখানে টাইটানিক সিনেমা দেখতে পাইলেও আমার কিসু যায় আসেনা।

আমি কখনোই মানুষের তালে নাচি না।
পছন্দ না হলে পোস্ট পড়বেন না , সমালোচনা করে চলে যাবেন।
ধন্যবাদ।


রিয়েলি কমেন্ট অফ দ্যা ইয়ার। বান্ধায়া রাখার মত।

বস আপনার লেখা প্রায়ই পড়ি এখন এই পড়াটা কি অপরাধ? সরাসরি পোস্ট না পড়ার অফার কইরা বসলেন :( :( :( ? কোন গালি দিলামনা, তেমন খারাপ কিছু কইলামনা অথচ এমন আপ্যায়ন!!!! বেইমান আমি বা এস্কিমো বা হাসান কালবৈশাখীরাও মনে হয় আপনার কাছে সমাদর পাওয়া থেকে বন্চিত হতনা!!! যাই হোক পোস্ট পড়বনা সেই প্রতিজ্ঞা করতে পারছিনা তবে সমালোচনা না আমার মতামত জানানোর অঙ্গীকার করতে পারি। হ্যাপি ব্লগিং ব্রো।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৫৪

দাসত্ব বলেছেন: মন্তব্যে আঘাত করলে দুঃখিত।

আমার অ্যান্টেনায় যা আসে তাই লিখি , পাবলিক ইনসিস্ট করে এমনে লিখলেন কেন ?

মানুষরে খুশী করে লিখলে লাভ ?

হারিকেন আসলে আমি যদি বলি - কোন ব্যাপার না , বিপদ সংকেত ২ নাম্বার দেখাইলেই হবে - ক্যান কেউ রেসিস্ট ইট।


আপনি ভুলে গেসেন- যেই ৭০ টা মারা গেলো শিবির - পুলিশ-আওয়ামী লীগ মিলে এখানে ২ টা পয়েন্ট আছে।

[১] এই রেসিসটেন্সটা ওরা দেখাইসে তাৎক্ষনিক , সারাদেশে ফেসবুক নিয়ে সরকার ঝামেলা বাধানোর পরও , বিদ্যুত - ডিশ সংযোগ কাটার পরও।

[২] এই রেসিসটেন্সটা ওরা দেখাইসে "খালি হাতে"

আই রিপিট - "খালি হাতে"

ঠোলা আর ছাত্রলীগ যা করতেসে ফায়ার আর্মস দিয়ে।

ইলেকশন + ৪২ বছরের পুরোনো দুর্নাম + ওপেন পলিটিক্স মিলায়া ওরা এখনো খালি হাতে ফাইট করতেসে।

এরা যদি ফায়ার আর্মস হাতে নেয় - গ্যারান্টি ঠোলা আর লীগ ২ টাই গর্তে ঢুকবে।

আর্মি ছাড়া কেউ সামলাতে পারবেনা।

আই রিপিট - ওরা যা করতেসে খালি হাতে , ফায়ার আর্মস এখনো ব্যবহার করে নাই।

৪৫| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:২৮

গ্যাম্বলার বলেছেন: সাঈদির রায় নামের প্যান্ডোরার বাক্স : পানি নয় , রক্ত গড়াবে....যতদুর , যতদিন.....


নো ব্রাদার, তেমন টি হবে না, কিছুদিন পঙ্গপালের মত শিবিরের পোলারা মরবে আর মারবে, পরে রনে ভঙ্গ দেবে।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯

দাসত্ব বলেছেন: উপরের উত্তরে শেষ ২ টা পয়েন্ট দেখেন।

এরা রণে ভংগে দেয় না।
প্রমান চান ?

৪২ বছর এত ঝড় ঝাপ্টা - লাথি উষ্ঠা খেলে আর মিডিয়ার কাছে গালি শুনলে বিএনপি- আওয়ামী লীগ ২ দলই খড়কুটোর মত উড়ে যেতো।

এরা উড়ে যায় নাই । এত ছোট একটা দল হয়েও উড়ে যায় নাই।

এদের ধর্মীয় এবং রাজনৈতিক ডক্ট্রিন সবচেয়ে শক্তিশালী নেশা বাংলাদেশের প্রেক্ষাপটে।




৪৬| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:৩৫

ইকবাল পারভেজ বলেছেন: অদ্ভুত!!!!
আপনাকে আমার মত ভাবতে কে বলল????
আপনি পোস্ট দিয়েছেন; আর আমি জাস্ট পোস্ট ভাল লেগেছে বলে কমেন্ট করে নিজের মতামতটা দিয়েছি।
এর মধ্যে আজব আর আপনি আপনার মত ভাবেন কিনা কথাগুলা কোথা থেকে আসছে তাই তো বুঝলাম না!!!!

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:০১

দাসত্ব বলেছেন: বোঝাবুঝিতে ভুল থাকলে দুঃখিত

৪৭| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৬:০৭

আপনার পাসওয়ার্ড ভুল বলেছেন: নো ব্রো, আপনার মতের সাথে একমত হইতে পারলাম না,

আপনি শিখ আর জামাত গুলায়া ফেলছেন। শিখ হচ্ছে একটি ধর্ম, আর জামাত হচ্ছে একটি নোংরা পলিটিস্ক। কোন ধর্মের মানুষই তার নিজের ধর্মের অবমাননা মেনে নিবে না।

হিটলিস্টে যাদের কথা বললেন তারা অনেক আগেই হিটলিস্টে আছেন, আর শেখের পরিবাররে জামাত যদি দুই বছর/পাচ বছর আগে উন্মুক্ত পাইতো তবে কি জামাই আদর করত? জীবনেও না

জামাতের মুল শক্তি হচ্ছে তাদের অর্থনীতি, তাদের এই টাকার পাইপলাইন কাটলেই তারা খতমে জালালি হয়ে যাবে।

আজ যারা মারা গেছে তার আর কিছুই না, এতো দিন জামাতের নুন খাইসে তার প্রতিদান দিয়া গেলো। এই নুন অফ হইয়া গেলেই আর তাদের পাওয়া যাবে না বস। ধইরা রাখেন নুন শেস হইল বইলা।
:P

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:০২

দাসত্ব বলেছেন: ৪৪ আর ৪৫ এর উত্তর ফলো করেন।
আপনার বোঝায় বেশ বড় ভুল আছে।
এই বিষয় নিয়েই অনেক বড় একটা ব্লগ লেখা যায়।

৪৮| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৬:১১

রামন বলেছেন:
ভাই শোধ নিতে হলে জামাতকে আগে বি এন পির উপর নিতে বলবেন। এতোদিন এক পাতে খেয়ে হেগে উঠবস করেছে যাদের সাথে সেই বি এন পি দেইল্লা রেজাকারের ফাসির রায় শুনে কানে তুলা লাগিয়ে বসে আছে। একজনকেও দেখলাম না দেইল্লার জন্য বুকের রক্ত দিতে। ভাই প্রথম বোমটা বি এন পির দরজায় ফাটান।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:০৩

দাসত্ব বলেছেন: হাহাহা , বিএনপি এখন গ্যালারীতে নিরাপদে আছে দেখে আপনার বেশ খারাপ লাগতেসে ?
চুক চুক চুক

৪৯| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৬:১১

হাসান আব্দুল্লাহ বলেছেন: 1971 সালের মুক্তিযুদ্ব বিরোধীতার কারনে এতো মূল্য দিতে হবে জানলে জামায়াতী রাজননীতি হয়তো করতো না.71 সালে অনেক দালাল শ্রেণীর সৃষ্টি করেছিলো পাকিস্হান বাহিনী.ভীতি থেকে সরকারে থেকেছিলো অনেকেই. রাজাকার শ্রেণীর মাঝে রাজনৈতিক দর্শন জামাতি খুব কম ছিলো. কেন্দ্রীয় ভাবে জামাতের সমর্থন ছিলো সরকারকে -বিষয়টা স্বাভাবিক ভাবলে কেমন হয়? ঐ দেশটা ও স্বাধীন ছিলো, কিন্ত দালালী করে হত্যায্গ্গের সাথে জড়িত থাকা সদস্যদের বেশিরভাগই জামাতি ছিলো না. সে ক্কেত্রে দালালদের মূল প্রতিষ্টান ছিলো মুসলিম লীগ. আজ মুসলিমলীগের অস্হিত্ব নেই বলে তারা এ দ্বায় থেকে প্রায় মুক্ত. যুদ্ব পরবর্তি তত্কালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান
জাতি কে বিবেদে ঠেলে দেয় নি -সাধারণৃ ক্কমা দিয়ে মোটামুটি দেশকে গৃহযুদ্ব থেকে বাচাতেঁ সক্কম ছিলেন উপড়ুন্তু ১৯৩ পাকিস্হান সেনাবাহিনীর যুদ্বঅপরাধ সদস্যকে হস্হান্তরের পর নিজ দেশের আবাল বলদদের কে বিচার করে অবিচার তিনি করেননি শান্তীর জন্যেই !প্রশ্ন হলো শান্তী
দেলু রাজাকার বলে ফিরোজপুরের যুদ্বঅপরাধে সংশ্লিষ্ট ব্যাক্তিটি বেচেঁ নেই ১৯৭৩ ৭৪ সালের পর. রাজনৈতিক কারনে আজকের সাঈদীকে ঐ দেলু বলে যে রায় দেওয়া হলো সেটা একান্তই সরকারের রাজনৈতিক জিগাংসা তার বাস্তবায়ন. সাঈদী প্রশংগে যথেষ্ট আগ্রহ থেকে এখানে থাকা পিরোজপুরের ১জন মানুষের সাথে খাতির করি. প্রায় ১পেশে যোগাযোগের কারনেই বন্ধুত্ব হয়ে যায় গত ৩ বছর থেকে. তার বাপ দাদা থেকে শুনা কথাগুলি থেকে যা বুঝা গেলো রাজাকার ১জন ছিলো ঐ এলাকায়. সে ১৯৭৩ ৭৪ সালে অক্কা পায় রক্কী বাহিনীর হাতে. ট্রাইবুনাল যেখানে ১৪ স্বাক্কীকে ধারার মধ্যে ফেলে স্বাক্কী নেওয়া হয়েছে বলে গ্রহন করলো সেখানে দেলু রাজাকার মৃত প্রমাণে ডিফেন্সের চেষ্টাতো বিফল হবেই ! তাছাড়া রায় যেহেতু লিখা হয় বেলজিয়াম থেকে সেখানে অত প্রমাণের গুরত্বই বা কতটুকু! নানান অসংগতির কারনেই এ ট্রাইবুনাল বিতর্কিত. স্যো বিতর্কিত ট্রাইবুনালের রায় খুশিতে আটকানা নাস্তিকআড্ডা শাহবাগ কাম আওলরা !
দ্বাসত্বে ভাইকে ধন্যবাদ-- রায় এর ভবিষ্যত বর্ণনায় তার মতামত কে সম্পূর্ণ অস্বীকার করা কারোই সম্ভব নয়. কিন্ত ভারতীয় শিখ বলাতে কিছুটা ভাবতে হচ্ছে. দেখি. প্রায় শতাধিক নিহতের পর বুঝা যাচ্ছে বাংলাদেশের গন্তব্য কি আজকের পাকিস্হান ? (যে দেশে প্রত্যহ মরে শত শত) --নোট সামু বিনা কারনে ব্যন করলো বিধায় মনের কথাগুলো দাসত্বের লেখায় ছেড়ে দিলাম

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:০৯

দাসত্ব বলেছেন: হুম , এই প্রশ্নটা আমাকে একজন ফেসবুকে ইনবক্সে করসিলো-
সাঈদী দেলু শিকদার না হইলে - আসল দেলু শিকদার ট্রেস করা গেলোনা কেন ?

কোন উত্তর দিতে পারি নাই।

৫০| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৬:৪০

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: গুরুগম্ভীর বিশ্লেষণ, পুরাই একখান পুষ্টিকর পোস্ট।
তাই ২৩নাম্বার পিলাচ। ;) ;) ;)

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:০৬

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৫১| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৬:৪৬

প্রকৌশলী আতিক বলেছেন: চমৎকার বিশ্লেষন।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:০৬

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৫২| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:১৯

সিড বলেছেন: +

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:০৬

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৫৩| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৩০

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: প্রকৌশলী আতিক বলেছেন: চমৎকার বিশ্লেষন।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:০৫

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৫৪| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৩৯

সিদ্ধার্থ. বলেছেন: জামাত হলো ভারতের শিখদের বাংলাদেশী ভার্সন।
কিসের সাথে কিসের তুলনা ।আমাদের শিখ রা আর যাই হোক দেশ প্রেমিক ।"ওয়া গুরুজি কি ফতে "বলে দেশের জন্য মরতে ওদের এক মিনিট ও সময় লাগে না ।ইন্ডিয়ান আর্মি তেও তাই শিখ দের খুবই কদর ।

এটা আপনার ভুল ধারণা ভাই ।ইন্দিরা গান্ধী মরে যাবার পরে সারা দেশে শিখ দের কচু কাটা করা হয়েছিল ।এর জন্য তাদের রাগ থাকা স্বাভাবিক ।কিন্তু আজকের দিনে দাড়িয়ে ওই সব পড়ুন কথা স্থিমিত হয়ে গেছে ।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:০৫

দাসত্ব বলেছেন: হেহেহে , ওদের সাথে তো রিকনসিলিয়েশন করা হইসে।
যুদ্ধ বাধানো হয় নাই।

জামাতের সাথে তো যুদ্ধ বাধানো হইসে।

কেসতো পুরা উল্টা এখানে।

৫৫| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৪৯

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: সাঈদী এক্সিকিউটেড হলে শেখ পরিবার বাকি জীবনের জন্য জেনারেশন আফটার জেনারেশন জামাতের হিটলিস্টে চলে যাবে

এটা তখনই সম্ভব যদি জামাতকে এ টার্মে নিষিদ্ধ করা না হয় পাকাপোক্ত ভাবে আর তার সব প্র‌তিষ্ঠান গুলোকে মাটিতে গুড়ো করা না হয়।

অপরাধ গুলো আসলেই ঘটেছিলো কিনা এবং ঘটে থাকলে দেলু শিকদার সেটার সংগে জড়িত ছিলো কিনা - এগুলোর কিছুই এই মামলার ফোকাস ছিলোনা।


এটা নিয়ে জামাতের কোনো পত্রিকা বা আমারদেশ কোনো সম্পাদকীয় প্রমান স হকারে ছাপালো না, ধরে নিলাম আদালত আমলে নেয়নি সেক্ষেত্রে আমার দেশ কি প্রমান গুলো পাবলিকলি উম্মুক্ত করতে পারতো না। দেখা যাক আপনারা সুপ্রিম কোর্টের রায় মেনে নেন কি না যদি আপনাদের পক্ষে না যায় (যদিও খালেদার নিজের কিছু ঘিলু আছে কিনা সন্দেহ)

আমার ধারনা ছিলো ২০১৩ পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির একটা উন্নতি ঘটবে।
অন্তত সরাসরি খুনাখুনি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার মত কিছু ঘটবে না।
যা ঘটবে আইন আদালতের মাধ্যমে।

কিন্তু এখন মনে হচ্ছে পানি নয় , রক্ত গড়াবে অনেকদুর।


এই দোষটাও বিএনপির। কারন জামাত শিবিরে রাজাকার আছে এটা সত্য, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সন্দেহ প্রবন দলকে দলে রাখার কি দরকার? নিজেদের শুদ্ধি ঘোষনা করলেই তো হয়ে যায়। জামাত ছাড়া গাটছড়া না বাধলে আওয়ামী আমলের সীমাহীন দুর্নীতির কারনেই বিএনপি এবার নিরন্কুশ ক্ষমতা পেতো। এটা দিনের আলোর মতোই কিন্তু পরিষ্কার ছিলো।


আপনারা বিএনপি সমর্থকরাই দেশকে এমন পরিস্হিতির দিকে ঠেলে দিয়েছেন। এ পর্যন্ত শাহবাগীরা কোনো অহিংস কাজে লিপ্ত হয়নি। আপনারা এবং সরকারী দলেরাই এর জন্য দায়ী। এক শয়তানকে বাচাতে আপনারা পুরো জন গনের বিরুদ্ধে্ চলছেন।

তবু আপনারা ভোটে অংশগ্রহন করবেন নির্লজ্জের মতো। ৯৬ এর মতো আন্দোলন বিএনপির কোনো ক্ষমতা নাই

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:১৫

দাসত্ব বলেছেন: [১] Click This Link

[২]
রায় নিয়ে , সাঈদী নিয়ে আমার কোন ইন্টেরেস্ট নাই।
আমার ইন্টারেস্ট সিচুয়েশন নিয়ে।
তাও আপনার কমেন্টের ঠিক উপরের উত্তরটা দেখতে পারেন

[৩]
আপনারে আমি মন থেকে বলি - এখন যা হইতেসে বিএনপি যদি জামাতের সাথে সিনক্রোনাইজ করে চলতো - ১৪ মাস আগেই সেটা হইতো।

বিএনপির এই টার্মের রাজনীতি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নন-ডেসট্রাকটিভ অপোজিশন পার্টি রাজনীতি।

দেশে যত অস্থিরতা দেখবেন এটা আওয়ামী লীগের।
কারন অস্থিরতা থাকলে পেপারে সেগুলা নিয়ে হেড লাইন থাকে।
আদার ওয়াইজ - আওয়ামী লীগের সব কেলেংকারীর হেডলাইন একটার পর একটা পেপার গুলাতে আসতেসেই।

দালালী করেও মিডিয়া গুলা ধামা চাপা দিতে পারতেসেনা।

আওয়ামী লীগ এখনো যা করতেসে - পুরাটাই হেডলাইন মেকিং এর জন্য , ওরা এইভাবেই সময় পার করতে চায়।

ট্রাস্ট মী।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:১৮

দাসত্ব বলেছেন: দুঃখিত , [২] নাম্বার পয়েন্টে আমি আসলে ৪৯ নাম্বার কমেন্টের উত্তর ফলো করতে বলসিলাম

৫৬| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:১৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: বরাবরের মত সুন্দর আপনার বিশ্লেষন। আইন আদালতের উপর থেকে আমার আস্থা উঠে যাচ্ছে। আপনি দেখবেন আওয়ামী লীগের সবগুলো কাজ হয়েছে আদালতের মাধ্যমে: সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দেয়া, মুসলিম দেশগুলোর সাথে সুসম্পর্কের ক্লস বাতিল, তত্বাবধায়ক বাতিল, খালেদা জিয়ার বাড়ী দখল ।

যে অরাজক অবস্থা চলছে, তাতে মনে হয় না বিএনপি আবার আসবে। তৃতীয় পক্ষ আসার সম্ভাবনা রয়েছে। হয়ত আওয়ামী লীগ এটাই চায়। তবে আওয়ামী লীগ তাদের মাশুল গুনবেনা - এটাও বিশ্বাস হতে চায় না।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:২২

দাসত্ব বলেছেন: আদালত - পুলিশ - মিডিয়া সব যখন সরকারের ইয়েস ম্যান হয়ে যায় , অপ্রেশন ডিভাইস হিসাবে কাজ করে তখনই ওপেন পলিটিক্সের ইউটিলিটি নষ্ট হয়ে যায়।

এটা হয়ে যায় মাফিয়া স্টেট , সরকার একটা মাফিয়ার মত কাজ করে।
আওয়ামী লীগ সেইদিকে গেলে অ্যান্টি মাফিয়া গ্যাং তৈরী হবে যেটাকে বলে আন্ডার গ্রাউন্ড পলিটিক্স।

৩য় পক্ষ যদি আসে - এসে আওয়ামী লীগকে ছ্যাচা দিয়ে বিএনপি কে বসাবে।

আগের ১/১১ এ যা হইসিলো।

৫৭| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:১২

নাঈম আহমেদ বলেছেন: চমৎকার বিশ্লেষণ গতকাল রাতেই পড়েছি...
জামাত হলো ভারতের শিখদের বাংলাদেশী ভার্সন কথাটা জটিল বলেছেন ... জামাত এখন পাগলা কুকুরের মত হিংস্র হয়ে যাবে এতে প্রান হারাতে পারে যে কেউ... এর দায় হাসিনা এরাতে পারবেনা। বিদেশে বসেও অনুভব করছি দেশ আজ কঠিন সময় পার করছে।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১২

দাসত্ব বলেছেন: গ্যালারীতে থাকেন।
এইটা সব সময় ভালো

৫৮| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮

পলক শাহরিয়ার বলেছেন: জামাতের হিংস্রতার দায়ভার অনেকটাই সরকারের।প্রতিপক্ষের চাল দেবার সুযোগ বন্ধ করে/না দিয়ে একটার পর একটা চাল দিয়ে যাচ্ছে।এদের কুটচাল ক্ষেত্র তৈরী করছে সংঘর্ষের।ভীষনভাবে উদ্বিগ্ন ভাই,দেশ নিয়ে।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১৩

দাসত্ব বলেছেন: দে নীড হেড লাইন , অ্যাট অ্যানি কস্ট

৫৯| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

বেবি বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম..............ভয় লগাছে

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১৩

দাসত্ব বলেছেন: হ

৬০| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

পাব্লিক বলেছেন: পোস্টে যদি অগনিত প্লাস দেবার সুযোগ থাকতো-তাহলে একদিন শুধু এই পোস্টে প্লাস দিয়েই ব্যয় করতাম।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১৮

দাসত্ব বলেছেন: অগনিত ধন্যবাদ

৬১| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪

বেবি বলেছেন: পলক শাহরিয়ার বলেছেন: জামাতের হিংস্রতার দায়ভার অনেকটাই সরকারের।প্রতিপক্ষের চাল দেবার সুযোগ বন্ধ করে/না দিয়ে একটার পর একটা চাল দিয়ে যাচ্ছে।এদের কুটচাল ক্ষেত্র তৈরী করছে সংঘর্ষের।ভীষনভাবে উদ্বিগ্ন ভাই,দেশ নিয়ে।
:)

৬২| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১২

অথৈ সাগর বলেছেন:
পোস্ট এবং পোস্টের মন্তব্য / উত্তর গুলো ভাল ভাবে পড়লাম । অনেকই মন্তব্য করেছেন যারা কোন দিন রাজনীতি সরাসরি করে নাই । তাই জামাত কি জিনিস জানে না। কিছুদিন আগে আমি বলে ছিলাম “ জাশিকে দুর্বল ভেবে প্রতিরোধের আশা যারা করছে তারা বোকা”

কিন্তু আমার দ্বিমত অন্য জায়গায় । জামাতি হিট লিস্টের ভঁয়ে যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে না এটা হবে না। বিচার ন্যায় সম্মত হয়েছে না হয় নাই সেই বিতর্কে এখন যাব না। জামাত এখন সবচেয়ে বেশি যাকে রেজিস্ট করবে সে হল সাইদি। অন্যান্য যারা জেলে আছে তাদের যুদ্ধাপরাধ সম্পর্কে জামাতিদেরও সন্দেহ নাই। কিন্তু সেই রকম একজন লোকের ফাঁসীর রায়ের পর যে ধরনের প্রিকশন দরকার ছিল সরকার তা নেয় নাই।

গতকালের হত্যাকাণ্ডের পর অনেক এই জন্য বিরোধী দলকে দায়ী করছে । এটাও হাস্যকর । তবে এটাও ঠিক বিএনপি এখানে রাজনৈতিক ভাবে সম্পূর্ণ ব্যর্থ ।শাহবাগের গণজাগরণকে ঠিকমত জাজ করতে পারে নাই ।

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:৩০

দাসত্ব বলেছেন: আমি অলরেডি একটা কমেন্টে বলসি যে অনেকের এই বিচার নিয়ে ইমোশন থাকলেও আমার নাই।

আমি স্বার্থপর ধাচের ভবিষ্যতমুখী মানুষ।
যেই জিনিস নিয়ে হাংগামা হয় সেইটা নিয়ে আমি ইন্টারেস্ট হারায়া ফেলি।

আর বিচারটা আসলে আজকে এই জায়গায় আসার জন্য বিএনপির একটা ব্যর্থতা আছে , ভুল আছে।

এই ফেসবুক নোটটা পড়েন - Click This Link

৬৩| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮

আহমাদ জাদীদ বলেছেন: ভয় ধরে যাচ্ছে, সামনে দেশের যে কি হয় আল্লাহ মালু্ম :(

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

দাসত্ব বলেছেন: জামাত নির্বাচন চিন্তা , ৪২ বছরের দুর্নামের চিন্তা সব বাদ দিয়ে অল আউট ওয়ারে যাবে।

আওয়ামী লীগ বিষয়ে ওদের একটাই চিন্তা দাড়াবে - "মার শালারে"
আওয়ামী মিডিয়াও মার খাবে।
এই ২ টাই হিটলিস্টে আগে থাকবে।

এই বাংলাদেশে একদিনে ৭০ জন দলের একজন নেতার জন্য মরতে পারে- এটা আর কোন দলে সম্ভব না।

সব আবাল ফেসবুকে কামান দাগাইতেসে।
দাগাও কামান , গ্যালারিতে থাকাই ভালো।

৬৪| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

সেভেজ বলেছেন: সহমত

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৬৫| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯

নুসরাতসুলতানা বলেছেন: ধন্যবাদ । লেখাটাতে নিরপেক্ষতা আছে কিনা তা নিয়ে পাঠকদের ভিন্নমত থাকতে পারে। তবে আপনার বিশ্লেষন ভাল লাগলো।সংগ্রহে রাখলাম।এ দেশ আমাদের।তাই এদেশ ভাল থাক-এটাই একমাত্র কাম্য।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৪

দাসত্ব বলেছেন: আপনার মন্তব্য ভালো লাগসে।
ধন্যবাদ

৬৬| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:১০

ফাহাদরক্স বলেছেন: গতকাল বার বার মনে হয়েছে দেশের ৬৪ জেলা মনে হয় সোয়াত উপত্যকা- বা কান্দাহার কিংবা গাজা শহরে পরিনত হয়েছে। শেখ হাসিনা তার জিঘাংসা চরিতার্থ করার জন্য বাংলাদেশের এত বড় ক্ষতি না করলেও পারত। আমি নিশ্চিত ইতিহাস হাসিনা কে ছাড়বেনা। অস্রহীন সাধারন মানুষ দেরকে সাধারন বলছি এ জন্য যে কারো বিরুদ্ধে নুন্যতম জিডি ও কোন থানায় ছিলনা। শত মামলার আসামিরও বিচার পাওয়ার অধিকার রয়েছে।আর নিরস্র গরিব মানুসগুলোকে তাদের পয়সায় লালন পালন করা বাহিনীর মাধ্যমে হত্যা করা হলো। শেখ হাসিনা তার জিঘাংসা চরিতার্থ করার জন্য বাংলাদেশের এত বড় ক্ষতি না করলেও পারত।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৬

দাসত্ব বলেছেন: সবকিছুর ই একটা শেষ আছে।
এখনকার পরিস্থিতিও শেষ হবে , কিভাবে হবে সেটা দেখার জন্যই গ্যালারীতে আছি

৬৭| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫

২০১৩ বলেছেন: আপনি একটা ভাল পর্যবেক্ষন মূলক কথা বলেছেন , কিন্তু আমার ধারনা ভিন্ন, জামাত কিম্বা শিবির মনে হয়না কিছু করতে পারবে অকাতরে প্রান দেয়া ছাড়া, আর তাতে যদি দেশ বাসি জাগে সেটা ভিন্ন, দেশের মিডিয়ার মাধ্যমে দেশ বাসি সাহবাগের শক্তি দেখেছে কিন্তু এই শক্তি কিন্তু তাদের প্রতিশক্তির কাছে কিছুই না, শাহবাগের গুটি কয়েক লোক ফুতকারে উড়ে যাবে, শুধু শান্তি প্রিয় জনগণ সহ্যের ক্ষমতা হারিয়ে ফেললে। মুল কথা হচ্ছে বাংলাদেশ নিতান্ত একটা ছোট দেশ এ দেশে বড় শিল্প যেমন নেই, বড় সন্ত্রাস ও নেই, এদেশে জে এম বি রা বোমা হামলা করে ছিল ফসফরাস বোমা এটা আসলে পটকা , আমার ধারনা শিবিরের কাছে নাশকতা করার মত বড় কিছুই নেই থাকলে গতকাল ই তার প্রয়োগ দেখা যেত।

তবে শিবিরের অরগানাইজড ফোর্স খুব শীঘ্রই এগুলো জোগাড় করে ফেলবে আর ভারত মনে প্রানে সেটাই চাচ্ছে তাতে আম্লিগের নেতা মারা যাবে কিনা জানিনা তবে সাধারন জনগণ কোলাটরেল ড্যামেজ এর শিকার হবে, এবং বাংলাদেশ সিকিম, ভুটানের পরিণতি পাবে।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৭

দাসত্ব বলেছেন: আপনি ঘোড়ার ডিম বুঝছেন।
ভালো থাকবেন

৬৮| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

ইউআরএল বলেছেন: হিন্দু বাড়ী পুরে দিছে , মন্দির এ অগ্নি সংযোগ করেছে , সংখানঘুদের হামলা করেছে । এদিকে চোখ নাই । বেশি বেশি....কথা

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৭

দাসত্ব বলেছেন: খালেদা জিয়া আজকে সেটা নিয়েও বলসেন

৬৯| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

নিয়েল ( হিমু ) বলেছেন:
বাংলাদেশ জিন্দাবাদ :-< :-< :-<

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৯

দাসত্ব বলেছেন: কথাতো ভালো , মাওলানা ভাসানিও বলে গেসেন এই কথা।

৭০| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:০২

সেতু আমিন বলেছেন: টিভির টকশোর থেকে আপনার বিশ্লেষন খুবই ভালো। টেনশনে পড়ে গেলাম।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৪৯

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৭১| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

জাতি জানতে চায় বলেছেন: একপেশে অবস্থার ভেতর এরকম পোস্ট খুবই জরুরী। ইচ্ছের অধীন বিচার বিভাগ, আইন-শৃংখলা বিভাগ, মিডিয়া (হোক সেটা অফলাইন কি অনলাইন), প্রতিবেশী রাষ্ট্রের মদদ, এমনকি আন্দোলনের শুরুতেই পশ্চিম বাংলার কবির সুমনের তৈরি করা গান (নিজ দেশের চেয়ে কি পরদেশের রাজনৈতিক সমস্যা এতটা প্রকট মনে হলো যে সাথেই সাথেই একটা গান তৈরি করে ফেললেন!!), সবকিছুই বলছে পুরো প্রক্রিয়াটাই একটা সুপার-ডুপার প্রিপ্ল্যান্ড অপারেশন। কাদের মোল্লার লঘু রায়ের মাধ্যমে কথিত আন্দোলন তৈরি করে অপারেশন সফলের চেষ্টা। স্কাইপ কেলেঙ্কারী ফাঁস হবার পরেই আমার সন্দেহ হয় যে এটাকি আসলেই হ্যাক নাকি পিছুটানের উদ্দেশ্যে বিচারক নাসিম কর্তৃক ফাঁস।

বিচার-বিভাগ কুক্ষিগত করে তত্বাবধায়ক পদ্ধতি বাতিল করাটাও এই প্রিপ্ল্যানের অংশ।

পরিকল্প কতটা ধুরন্দর হতে পারে সেটা আরো খানিকটা আঁচ করা যায় ক্ষমতাসীন গোষ্ঠী কর্তৃক টিআইবির ব্যবহার। এরকম অরাজকতার মধ্যে সেনাক্ষমতায়নের আশংকা পাবলিক করছে ঠিক তখনই টিআইবির রিপোর্ট প্রকাশ করে যে, ১/১১ এর পর সেনাবাহিনীর সুনাম ক্ষুন্ন হয়েছে, এর মাধ্যমে সেনা বাহিনীকে অফ যেতে বলা হচ্ছে।

ব্লগার "২০১৩" এর মন্তব্যটাও যৌক্তিক মনে হয়েছে। সমস্যা আমাদের পাবলিক-সেন্স নির্ভরযোগ্য নয়, সূক্ষ্ম রাজনৈতিক কটুচাল এটাকে পরিবর্তন করতে সক্ষম।

ইউআরএল@ এই সরকারে মেয়াদের মধ্যেই সরকারী গোষ্ঠির সহযোগীতায় সংখ্যালঘুদের মন্দির লুট, ভাংচুর-অগ্নিসংযোগ-নির্যাতন হয়েছে, হচ্ছে। সরকার কেন এসবের তদন্ত করে না। আর সংখ্যালঘুরা কি এদেশের অধিবাসী না?! তাদের সমস্যাকে আলাদা করে দেখতে হবে কেন?! নাকি তারা কোন এলিট গোষ্ঠী বিশেষের সদস্য?!

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৫০

দাসত্ব বলেছেন: কেয়ারটেকার নিয়ে রংবাজি খাটবেনা।
মাইরেরে ভুতে ডরায় , আর আওয়ামী লীগ ক্যামনে ডরায় সেটা ইতিহাস বিখ্যাত।

৭২| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩

তৃষ্নার্থ বলেছেন: মুজিব যেদিন মারা যায় সেদিন কয়জন আওয়ামী লীগার- ছাত্রলীগার পুলিশের গুলি খেয়ে মরে ছিলো ?

জিয়া যেদিন মারা যায় সেদিন কয়জন বিএনপিওয়ালা- ছাত্রদলের ছেলে পুলিশের গুলি খেয়ে মরে ছিলো ?

এই কথাগুলোই কাল ভাবছিলাম। শেখ মুজিব হত্যার পর, ৪০ হাজার রক্ষী বাহিনীর কোন ইউনিট বিদ্রোহ করেছে বলে শুনিনি। সাঈদির রায়ের পরই যেভাবে ৭৫ জন লাশ হয়ে গেল তা নিয়ে আতঙ্কিত। ফাসি দিলে এর প্রতিক্রিয়া কি হতে পারে তা নিয়ে। :|

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৫১

দাসত্ব বলেছেন: গ্যালারীতে থাকেন।

৭৩| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

সাতরং বলেছেন: চমৎকার বিশ্লেষন,

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৫১

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৭৪| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

মুনতাশীর বলেছেন: চমৎকার বিশ্লেষণ। পোস্টে ৪০তম প্লাস।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৫১

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৭৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

একজন ঘূণপোকা বলেছেন: ৩৪. ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:০৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: ওরা প্রতিশোধ নেবে ! আমরা কি বসে থাকব?
০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৪৫
লেখক বলেছেন: এই টাইপ কমেন্ট যারা করে তাদের দৌড় কতটুকু আমার জানা আছে










:P :P :P :P

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৫২

দাসত্ব বলেছেন: :)

৭৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৫

মিতক্ষরা বলেছেন: খালেদার সংবাদ সম্মেলন দেখলাম। মোটামুটি সময়োপযোগী। কিন্তু বিএনপি কি পারবে আন্দোলনের নেতৃত্ব নিজেদের হাতে রাখতে?

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৫২

দাসত্ব বলেছেন: হেহেহে , নেতৃত্ব তো খালেদা জিয়ার কাছে নিজে থেকেই আসবে।

৭৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৭

মাজহারুল হুসাইন বলেছেন: আমি মনে করেছিলাম, বিএনপি গ্যালারীতে নিরাপদে থাকবে । কিন্তু তাদের এভাবে হরতাল দিয়ে মাঠে নামা, আমার মতে, ঠিক হয় নাই । আর একটু সময় অপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকারের জন্য নামলে মনে হয় ভাল ছিল ।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৫৩

দাসত্ব বলেছেন: আপনি ঘোড়ার ডিম বুঝছেন ।

আওয়ামী লীগ চিনেন নাই। চিনলে এই কথা বলতেন না

৭৮| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১০

মিতক্ষরা বলেছেন: @মাজহারুল, স্বাধীনতার পরে এরকম মানুষ খুন এই দেশে ৭২-৭৫ এও হয়েছিল কিনা সন্দেহ। দেশের এই অবস্থায় গ্যালারীতে থাকা ঠিক নয়। বরং আন্দোলনের নেতৃত্বে যাবার এখনই সময়।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৫৪

দাসত্ব বলেছেন: বিএনপি কিন্তু গ্যালারীতেই থাকবে।
বোঝেন নাই কিভাবে থাকবে।

আওয়ামী লীগ এর শক্তি শেষ হয়ে আসতেসে।

৭৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৩০

রবি_জল বলেছেন: আপনে সব জায়গায় উচিত কথা কইয়েন্না ! এতে অনেকের দিলে চুঁট লাগে ;)


শেসে বি এন পির দুষ খুঁজে।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৫৪

দাসত্ব বলেছেন: এতে অনেকের দিলে চুঁট লাগে
শেসে বি এন পির দুষ খুঁজে

:(( :(( :((

৮০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

সবুজ ভীমরুল বলেছেন: খুব ভয় লাগছে দাসত্ব ভাই, জানিনা ভবিষ্যতে কি আছে। আল্লাহ আমাদের রক্ষা করুন।



দেশের খদ্দরের চাদর পড়া টক-শো বুদ্ধি জীবিরা যতই চিল্লাক, দেশের গভীর সঙ্কটের সময় উনারা শীত নিদ্রায় চলে যান, আর আম জনতারই সকল ঝক্কি পোহাতে হয়।

আর একটা জিনিষ খেয়াল করসেন আজকে? ইমরান তার বক্তৃতাতে বি এন পিকে ইঙ্গিত করে বলল যে তারা যুদ্ধ অপরাধীদের সমর্থনে হরতাল ডেকেছে!! মানে হচ্ছে এই মঞ্চ থেকে ভবিষ্যতে বি এন পি'র বিরুদ্ধে তরুনদেরকে উস্কে দিয়ে সামনের নির্বাচনে সুবিধা নেয়ার চেষ্টা হবে।

তার উপর ওপারে দাদা বাবুদের দেশেও নাকি মঞ্চ তৈরী হইছে!! ব্যপারটা কি? দাদা বাবুদের এত আগ্রহ কেন??

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৫৯

দাসত্ব বলেছেন: হেহেহে , ওরা যে শুরুর দিকে চত্ত্বর গয়ুলা পপুলেট করতে পারসিলো সেটার কারন বিএনপির পোলাপাইন।

আমি শুরু থেকেই সাবধান থাকতে বলসিলাম।
কারন যেই ইমরান জিয়ার মাজার নিয়ে বাজে মন্তব্য করসে ফেসবুকে - একটু আগে আর পরে এরা এগুলা সরাসরি বলবে।

সাবাস !
বিএনপির পোলাপাইন একটাও আর কোন সাপোর্ট দিবেনা।

৮১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৫৩

মাজহারুল হুসাইন বলেছেন: তথাকথিত বিএনপি প্রেমী যারা আসলে বাকশালী মন-মানসিকতার, তারা কি শুধু একটি কথার নিশ্চয়তা দিতে পারবেন ? "কাল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে মাঠে নামলে তাদের হত্যা করা হবে না ?"


বিএনপি এ সরকারের আমলে ইলিয়াস আলী গুম হবার পর বড় আন্দোলন করতে চেয়েছিল আর তাতেই ইলিয়াস আলীর পিতৃভূমিতে ৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল । ভবিষ্যতেও যে করা হবে না তার নিশ্চয়তা কি আপনারা নিয়েছেন এই বাকশালী ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে ?

গত ১৯৯৬-২০০১ মেয়াদে বিএনপির উপর স্টিম রোলার চালানো হয়েছিল । খোকা সাহেবকে গুলি করে রক্তাক্ত করা হয়েছিল, আর সংসদে বলা হয়েছিল এগুলো গরুর রক্ত দিয়ে নাটক করে । আজ জামাতের উপর অত্যাচার করা হচ্ছে । আর তার কোল্যাটারাল ড্যামেজে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে । আপনারা কি নিশ্চয়তা দিতে পারে, জামাত নিশ্চিহ্ন হয়ে গেলে এরপর বিএনপি টার্গেট হবে না ?

বহু প্রশ্ন জাতীয়তাবাদীদের মনে জমা হয়ে আছে । তাদের ক্ষোভ প্রশমন না করে আওয়ামীলীগ আজ যখন ফাঁদে পড়ে ইয়া নফসি ইয়া নফসি করছে । তখন বিএনপির কথা মনে পড়ল ? প্রথম দিন থেকে বিএনপি সহ সকল দলকে সাথে নিয়ে অগ্রসর হলে আজকে এভাবে কথা বলতে হত না ।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৫৬

দাসত্ব বলেছেন: তথাকথিত বিএনপি প্রেমী যারা আসলে বাকশালী মন-মানসিকতার, তারা কি শুধু একটি কথার নিশ্চয়তা দিতে পারবেন ? "কাল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে মাঠে নামলে তাদের হত্যা করা হবে না ?"


এরা মোটেই বিএনপি প্রেমী না , এই সব ছুপা আওয়ামী দিন শেষে নৌকায় ভোট দিবে।
এগুলারে যেখানে পাবেন সেখানেই সম্পর্ক ছিন্ন করবেন।
অনলাইনে - অফলাইনে।

গ্যারান্টি দিয়ে বলতেসি - এরা না বিএনপির বন্ধু , না ভবিষ্যতেও হবেনা।
চরমপন্থী হয়ে যান।

৮২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:১২

দায়িত্ববান নাগরিক বলেছেন: গোলাপী বেগম আপনার আদর্শ ! দু:খজনক ! শিক্ষিত মানুষ, নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে মানুষ হোন।

৮৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪২

রাজন আল মাসুদ বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: গোলাপী বেগম আপনার আদর্শ ! দু:খজনক ! শিক্ষিত মানুষ, নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে মানুষ হোন।
উনার সাথে সহমত তবে মানুষ হবার দিন বোধহয় আপনি বহু আগেই পার করে ফেলছেন.........

চোখ দুইটা খুলেন।

৮৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৪১

অ্যামাটার বলেছেন: সাম্পতিক প্রেক্ষাপটে সবচেয়ে বিশ্লেষনধর্মী লেখা।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১৯

দাসত্ব বলেছেন: ধন্যবাদ অ্যামাটার

৮৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

মানব১১ বলেছেন: Good & Perfect Article . +++++

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:৩৫

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৮৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৫৫

আহমদ শরীফ বলেছেন: এই মুক্তিযোদ্ধার মতে সাঈদী কোন রাজাকার ছিলেন না ।
৭১ সালে রাজনীতি কিংবা স্বাধীনতাবিরোধী কর্মকান্ডের সাথে সাঈদীর কোন রকম সম্পৃক্ততা ছিল না: বাংলা ভিশনে

ভিডিও এর লিংক
Click This Link

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:৩৫

দাসত্ব বলেছেন: আগেই দেখসি।
তাতে আমার কিসু যায় আসেনা।

৮৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:০৫

prarthonad বলেছেন: অনেক দিন পরে কারো লেখা পরে......
পুরাটা না কয়েক প্যারা ...

সোজা সেকেন্ডের ভেতরে ফেবু তে যোগ করলাম ফ্রেন্ড লিস্ট এ ...

মজার ব্যাপার হল আপনার কমেন্ট থেকে ২ টা লাইন ...... ফেবু স্ট্যাটাস না দিয়ে চুপ থাকতে পারলাম না।...... গ্রেট......

দোয়া করি আরও এগিয়ে যাবেন......

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬

দাসত্ব বলেছেন: ধন্যবাদ , ভালো থাকবেন

৮৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:১০

কালবৈশাখীর ঝড় বলেছেন:
এই সাঈদীই সেই দেলু শিকদার।
এটা প্রমানিত হয়েছে।
তার ফ্যামেলি ফোরফাদার এবং জমির CS রেকর্ডে দাদার নামে শিকদার টাইটেল রেকর্ডেড। এটা কোন ভাবেই মোছা সম্ভব হয়নি। এটাই অকাট্ট প্রমান। পাপ বাপ কেও ছাড়েনা।

হাসিনা হিটলিস্টে যাবে এটা নিয়ে ভাবনার কিছু নেই। ৯৬ এর পর থেকে হাসিনা হিট লিস্টে আছে। সে কারনেই হাসিনা ওয়ার্ল্ড টপটেন হাই সিকুরিটি পারসন হিসেবে আছেন। ২০০৪ এ তার এক দেহরক্ষী পিঠ দিয়ে গ্রেনেড ব্লাস্ট ঠেকিয়ে দিয়েছেন নিজের জীবন বিসর্জন দিয়ে। হাসিনা বাকি জীবন একপাল বডিগার্ড নিয়ে কাটাতে হবেই।

শাহাবাগ আন্দলনের প্রথম দুইহপ্তা আন্দলনের মুল অর্জন টি হয়ে গেছে।

১। জয় বাংলা স্লোগান ব্যাপক গ্রহনযোগ্যতা পেয়ে প্রায় সার্বজনিন হয়ে গেছে।

২। শাহাবাগের জনমত তাজা থাকতেই দ্রুততার সাথে ৪টি আইন সংশোধন ও সংযোজন
করে ফেলে। এর মধ্যে অতি গুরুত্বপুর্ন আইনটি হচ্ছে - রায় ঘোষনার ২ মাসের ভেতর আপিল আবেদন ও নিস্পত্তি সারতে হবে। তার মানে খেলা ফাইনাল জুলাই-আগষ্টের ভেতরই।
বিচার চলাকালিন ভয়াবহ আইন পরিবর্তন হচ্ছে, তীব্র প্রতিবাদ হওয়ার কথা, কিছুই হয়নি কারন সাহাবাগ তখন তুঙ্গে।

এই হাঙ্গামা বেশীদিন চালানো সম্ভব হবে না। কারন ম্যাডাম অনেক লেট রেসপন্স। নৈরাজ্য আন্দলন ১৭ দিন পর ঘুরে দাঁড়ায় নাস্তিকতার ধুঁয়া তুলে। এটা দুদিন পর চুপসে যায় সুফিরা সরে আসাতে।
এর পর আবার নৈরাজ্য চাংগা করা হল একটা ফাউল বিষয় নিয়ে, সায়েদিকে চাঁদে দেখা গেছে। বগুড়া ও গোদাগাড়ীতে ব্যাপক ধ্বংশকান্ড চললো। কিন্তু সন্ধার পর ম্লান হয়ে আসে, সরকারি প্রপাগান্ডা মেসিন সাক্সেসফুলি সায়েদি-মুন ফোবিয়া কাউন্টার দিয়েছে।

আজ ধ্বংশকান্ড চালাতে সেই মনবল পাবে না, আমি নিশ্চিত। সাধারন পাবলিক এখোনো পুলিশ কে খুনি বলছে না, জাসিকেই বেশী দায়ী করছে।

নাস্তিকতা, চাঁদে সায়েদি, এর পর কি বানাবে?

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:৩৭

দাসত্ব বলেছেন: আল্টিমেটলী আপনি কি চান ?
নৌকা মার্কায় ভোট ?

৮৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:৩৮

মৃতস্বর বলেছেন: আজকে সকালেই আমার দেশের তরফ থেকে ডাঃ ইমরানের বস্ত্রহরণ দেখলাম। এর আগে বিশ্বব্যাংকে কাজ করে এমন পরিচিত একজনকে দেখলাম শাহাবাগ নিয়ে চরম পর্যায়ের মাতামাতি করছেন-যার বাবা কুখ্যাত রাজাকার ছিল। অবস্থা দেখে মনেহচ্ছে শাহাবাগে মুক্তিযোদ্ধা পরিবারজাত উত্তরসূরী খুঁজতেগেলে শাহাবাগ উজাড় হবে। এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে সেটা আগে অনুমান করেছিলাম এবং শিখদের মতো শিবিরের প্রতিশোধ স্পৃহা থাকা খুবই সম্ভব। সাঈদীর ইস্যুতে শিবির এমন করবে সেটা আগেই ধারণ করছিল অনেকে। আবার ডাঃ ইমরান গংদের পরিচয় প্রকাশ হলে এটা শতগুণে বাড়বে। পরিস্থিতি ভীতিকর, হতাশাজনক এবং নিয়ন্ত্রণের বাইরেই চলে যাবে। আওয়ামিলীগের চামড়া বাচানোর কূটচালে পড়ে বাংলাদেশ অনিরাপদ মধ্যপ্রাচ্যের কোন দেশ হতে উঠতে পারে।

আরেকটি বিষয় আপনার লেখাতে টাচ হিসেবে থাকলেও কোন উপসংহার আসেনি। বাংলাদেশে এই পরিস্থিতি মোকাবেলা করতে সেবাবাহিনী কখনোই ক্ষমতা নেবেনা। যেই সেনাবাহিনী অতোগুলো সেনা অফিসারের খুনের বিচারে চোরের শালিস মানছে তাদের কাছে এই পরিস্থিতি নস্যি হবার সম্ভাবনাই বেশী। ব্যাপারটি কতটা সত্য হলো মিলিয়ে নেবেন।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

দাসত্ব বলেছেন: ১ম প্যারায় খারাপ বলেন নাই।
২য় প্যারায় - দেখতে থাকেন।

৯০| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:৫৫

অপটিমাস প্রাইম বলেছেন: "বালের" এই আন্দোলন শুরুর সময় একটু খোজঁ খবর নিছিলাম। তখনই বুঝতে পারছিলাম কি হইতে যাচ্ছে। যাহাই হোউক পরিচিত সবাইরেই বলছিলাম, আর যাই করো নিজের আবেগ নিয়া কাউরে খেলা করতে দিওনা।

আমারে পুরা জামাত-শিবির ট্যাগ দিয়া দিছিল। :D

আর এহন ছ্যাকা খাইয়্যা আমারে দেখলে পলায়।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

দাসত্ব বলেছেন: বালের আন্দোলন ছিলোনা।
জেনুইন ম্যাংগো পাবলিকই ছিলো।
তখন বিএনপিরে একটা চাল চালতে কইসিলাম।

সেইভাবে হইলে এই আন্দোলন ম্যাংগো পাবলিকেরই থাকতো , আর যুঅবি'র সাথে এই সরকারের অন্য কেলেংকারী নিয়া আন্দোলনটা তাহরীর টাইপে জমে যাইতো।
কিন্তু টাইমিং মিস।

অ্যানি ওয়ে... সামনেও খবর আছে হাসিনার।

৯১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৮

সিদ্ধার্থ. বলেছেন: "হেহেহে , ওদের সাথে তো রিকনসিলিয়েশন করা হইসে।
যুদ্ধ বাধানো হয় নাই।"

কোনটারে আপনি যুদ্ধ বলছেন ?৮০ জন জামাত কর্মী মারা গেলে সেটা যুদ্ধ আর হাজার হাজার শিখ মারা গেলে সেটা যুদ্ধ নয় ?

আপনি বলছেন প্রজন্মের পর প্রজন্ম এরা রাগ পুষে রাখে ।বাজে কথা ।তাহলে সেনা বাহিনী তে এদের নিত না ।শুনুন "ছাগু " সব ধর্মেই আছে ।আপনি হয়ত কোনো শিখ ছাগুর সাথে কথা বলে এরকম একটা ভুল ধারণা করেছেন ।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

দাসত্ব বলেছেন: [১] হাজার হাজার শিখ মারা যাওয়ার সময় যুদ্ধ ছিলো। যুদ্ধ যেহেতু সারাক্ষন চালানো সম্ভব না সেহেতু ওদের কে খুশি করে রিকনসিলিয়েশন করা হইসে। সেটা বলসি।

[২] তারা প্রজন্মের পর প্রজন্ম রাগ পুষে গান্ধি পরিবারের প্রতি। ভারত মাতার প্রতি না।
ভারত মাতা তাদের দেশ , তাদের দেশপ্রেম সন্দেহাতীত। সুতরাং ভারত মাতার সেনাবাহিনিতে তারা থাকবে সেটা স্বাভাবিক।

কিন্তু গান্ধি পরিবারের কোন নিজস্ব গান্ধি আর্মি থাকলে সেখানে শিখদেরকে নিশ্চিত নেয়া হতোনা , এবং শিখরাও ঐ আর্মিতে যেতোনা , বরং ঘৃনা করতো।

আশাকরি ক্লীয়ার ?
আপনি গান্ধি পরিবার আর শিখদের ভারতমাতা কে এক করে ফেলসেন।
বাকীটা নিয়ে বলার কিসু নাই , আপনি আপনারটা বোঝেন , সমস্যা নাই।

[৩]
এবার এই কথাটার জবাব দেনতো দেখি -
আপানদের দেশের রাজনীতি নিয়ে আমাদের ন্যুনতম আগ্রহ নাই।
কেন্দ্রে কি কংগ্রেস আসলো না বিজেপি আসলো তাতে আমাদের কিসু যায় আসেনা।
এমন কি আপনাদের স্টেটে কি মমতা আসলো না কম্যুনিস্টরা আসলো তাতেও আমাদের কোন আগ্রহ নাই।

তাহলে আমাদের দেশের আভ্যন্তরীন রাজনীতি নিয়ে আপনাদের এত আগ্রহ কেন ?

৯২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৯

দন্ডিত বলেছেন: আমার অনেক কিছু বলার আছে । কিন্তু আপাতত একটা ভুল ধারনা ভেঙ্গে দিয়ে যাই।

ইমরান এইচ সরকআর রাজাকারের কবর সরানো নিয়ে ফেবুতে যেটা বলছিল ঐটার উদ্দেশ্য চিল খান এ সবুরের কবর , জিয়ার না।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

দাসত্ব বলেছেন: আমি একটা স্ক্রীন শট দেখসিলাম।
সেটা আমাকে আবার দেখতে হবে নিশ্চিত হওয়ার জন্য।

৯৩| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

দন্ডিত বলেছেন: এই খানেই টো ছাগুদের কারসাজি। তারা লিংক ব্যাতিত স্ক্রিনশট বিলিয়ে বেড়ায়। স্ট্যাটাসের বাকি মন্তব্য দেখলেই আপনার ক্লিয়ার হবে।

স্ট্যাটাসটা জানুয়ারির ২৮ তারিখে দিয়েছিলেন। ওনার টাইমলাইনে একটু খুঁজুন।

তারপরও আমি কিছু স্ক্রিনশট দিচ্ছি।




সমস্যাটা কোথায় আপনি কি বুঝতে পারছেন? বিএনপি যাতে শাহবাগ আন্দোলনের কাছে না যায় এই ব্যাপারটাতে ছাগুরা সবসময়ই খেয়াল রেখেছে। দুয়েকদিন আগই প্রজন্ম চত্বর নাম দিয়ে একটি ভুয়া পেজ খুলে বিএনপিকে গালাগালি করা হল।

বিএনপি সাপ পুষছে, এই সাপ তাদেরকেও একসময় কামড় দিবে। ওরা সংখ্যায় কম হলেও তাদের নিয়ত এত খারাপ যে ওদের সাথে পারা যায় না।

বাঁশেরকেল্লা পেইজটি স্পন্সর্ড পেইজ হিসেবে পার পোস্ট এড দিতে কত টাকা খরচ হচ্ছে চিন্তা করেন? একটি ফেইসবুক প্রোপাগান্ডা পেইজ চালাতে যারা এত টাকা খরচ করে তাদের সাথে পারা আসলেই কঠিন।

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭

দাসত্ব বলেছেন: হুম

৯৪| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মিতক্ষরা বলেছেন: আপনার ভবিষ্যৎ বানী সফল হয়েছে। এত রক্ত বাংলাদেশে বোধকরি আর হয় নি।

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৯৫| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

দন্ডিত বলেছেন: ছবি গুলো ছোট আসল কেন বুঝলাম না। আমি মন্তব্যগুলো পেস্ট করছি। আপনি তার টাইমলাইনে গিয়ে ভেরিফাই করে দেখতে পারেন।

এই লিংকে থাবা বাবারও কমেন্ট আছে। আজকাল লোকজন তও তাকে মানুষই মনে করে না।

থাবা বাবা খান এ সবুর!
January 28 at 5:13am · Like · 5
বাবু খোকন Khan A Sabur...
Mother fucker tar name akhono Road ar nam ache...khan A Sabur Road....
Shame for us....
January 28 at 5:20am via mobile · Like · 5
থাবা বাবা মইত্যা রাজাকার স্বাধীন বাংলার মন্ত্রী হয়ে গাড়িতে পতাকা নিয়া ঘুরতে পারলে খান এ সবুরের নামে রাস্তা থাকতে আর কী দোষ!
January 28 at 5:28am · Like · 6
Ahmed Towfiq এই সার্কাস আর দেখতাম চায় না প্রজন্ম...
January 28 at 6:01am · Like · 3
শুভ কামাল ২০০৯-১০ সালে আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম করছিলাম সংসদের সামনে 'মুক্তিযোদ্ধার সন্তান' এর ব্যানারে কবর উচ্ছেদের দাবিতে, লাভ হয় নাই। আরেকটা হইলো শাহ আজিজ।
January 28 at 8:57am · Like · 2
বাবু খোকন Khan, Abdus Sabur (1908-1982) politician. Abdus Sabur Khan was born in Khulna on 10 October 1908. He matriculated from Khulna Zila School (1929), passed Intermediate examination (1931) from Calcutta Presidency College, and obtained graduation from Calcutta City College in 1933.

Sabur Khan embarked on his political career by joining Krishak Praja Party in 1937. He joined All India Muslim League in the same year, and was elected joint secretary of Bengal Provincial Muslim League in 1938. In 1946 he was elected a member of the Bengal Legislative Assembly as a Muslim League candidate. He was the publicity secretary of the East Pakistan muslim league. Sabur Khan was elected a member of Pakistan National Assembly under the basic democracy system in 1962 and was included in the central cabinet of mohammad ayub khan as Communication Minister. He directly opposed the six-point programme of Bangabandhu sheikh mujibur rahman and was an antagonist to the Bangali nationalist movement.

After liberation he was arrested in 1972 for his alleged collaboration with the Pakistan occupation army, but was released under the general amnesty declared by the government of Bangabandhu. He revived Muslim League in 1976 and was elected president of the party. In the general election of 1979 he was elected a member of jatiya sangsad from three constituencies of Khulna, and was elected leader of Muslim League Parliamentary Party. He remained a bachelor all his life. He founded a public welfare trust and donated all his movable and immovable property to the trust before he died on 25 January 1982. [Md Azom Baig]
http://www.bpedia.org/K_0179.php
BANGLAPEDIA: Khan, Abdus Sabur
http://www.bpedia.org
A rich site with strong database, which contains total encyclopedia of Bangladesh
January 28 at 9:05am via mobile · Edited · Like · 1
বাবু খোকন যে শালায় ওখানে তারে কবর দিছে তারে ধরে জেলে ভরা হোক...আমার মনে হয় হোমো এরশাদ এই আকাম টা করেছে....
January 28 at 9:04am via mobile · Like · 1
বাবু খোকন খুলনা নগরীর খান এ সবুর রোড নাম পরিবর্তনের দাবি
রেটিং : 0.03%

গড় রেটিং:

খুলনা ব্যুরো
খুলনা মহানগরীর খান এ সবুর রোডের নাম পরিবর্তন করে আবার যশোর রোড করার দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা শাখা বৃহস্পতিবার রাতে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের কাছে স্মারকলিপি পেশ করেছে।
স্মারকলিপিতে বলা হয়, সড়কটি খুলনার কাস্টম ঘাট এলাকা থেকে শুরু হয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহর পর্যন্ত বিস্তৃত। খুলনা থেকে যশোর পর্যন্ত সড়কটি লোয়ার যশোর রোড এবং যশোর থেকে কলকাতা পর্যন্ত এটি আপার যশোর রোড নামে বহুল পরিচিত। খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এটি যশোর রোড নামেই চেনে। এই সড়কটির সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানা ঘটনা জড়িয়ে আছে। রোডটিকে ঘিরে বিশ্ববিখ্যাত কবি অ্যালার্ন গিন্সবার্গ 'সেপ্টেম্বর অন যশোর রোড' শিরোনামে পৃথিবী বিখ্যাত কবিতা লিখে যশোর রোডকে পরিচিত করিয়েছেন। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী খান এ সবুরের নামে রোডটি হতে পারে না। এটির নাম যশোর রোড হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির ডা. শেখ বাহারুল আলম, গৌরাঙ্গ নন্দী, অধ্যাপক শেখ সাদী ভঁূইয়া, মোঃ মাহবুব আলম সোহাগ, শেখ আবদুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা আলমগীর কবির, মাহাবুবার রহমান, শ্যামল সিংহ রায়, হোসেন, নাছিমা চৌধুরী, বিপল্গব চক্রবর্তী, প্রকৌশলী মোঃ লিয়াকত আলী শরীফ, আবদুল জব্বার, মেসবাহুল হাসান আজাদ, মফিদুল ইসলাম টুটুল, সাংবাদিক সুধাংশু মলিল্গক প্রমুখ।

সংবাদ শিরোনামআগের সংবাদ পরের সংবাদ প্রিন্ট করুন বাংলা দেখা না গেলে
January 28 at 9:08am via mobile · Like · 3
বাবু খোকন খুলনার খান এ সবুর সড়কের নাম ‘যশোর রোড’ করার দাবি
খুলনা প্রতিনিধি | তারিখ: ১২-০৯-২০১২
০ মন্তব্যপ্রিন্ট
ShareThis

« আগের সংবাদ পরের সংবাদ»
খুলনার ঐতিহাসিক ও প্রধান সড়কটির আগের নাম ‘যশোর রোড’ পুনর্বহালের দাবি জানিয়েছেন খুলনার বিশিষ্ট নাগরিকেরা। এ দাবিতে গত সোমবার তাঁরা খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের হাতে স্মারকলিপি দিয়েছেন।
বিশিষ্ট নাগরিকেরা জানান, আশির দশকে মুসলিম লীগ নেতা ও তৎকালীন সিটি মেয়র সিরাজুল ইসলামের সময় ঐতিহ্যবাহী খুলনার প্রধান রাজপথ ‘যশোর রোড’কে স্বাধীনতাবিরোধী মুসলিম লীগের নেতা খান এ সবুরের নামে নামকরণ করা হয়। তাঁরা ওই সড়কের আগের নামটি পুনর্বহালের দাবি জানান।
January 28 at 9:12am via mobile · Like · 3
বাবু খোকন Here the BNP support Khan A Sabur
গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা বহালে সত্তরের দশকে খান এ সবুরের রাজনৈতিক প্রজ্ঞা সংসদীয় রাজনীতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। মুসলিম লীগের সাবেক সভাপতি সংসদীয় রাজনীতির কিংবদন্তি খান এ সবুরের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে দলীয় সভাপতি অ্যাডভোকেট নুরুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় নেতারা উপরোক্ত মন্তব্য করেন।
ব্যারিস্টার মো. রফিকুল ইসলাম মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব কাজী আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামিক পার্টির সভাপতি অ্যাডভোকেট আবদুল মবিন, এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার, বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রেজা, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবীব প্রমুখ। দলীয় নেতাদের মধ্যে আলোচনায় অংশ নেন আবদুল আজিজ হাওলাদার, অধ্যাপক আবদুল মোতালিব আখন্দ, রিদওয়ানুল বারী, আকবর হোসেন পাঠান, আনোয়ার হোসেন আবুড়ী, ডা. হাজেরা বেগম, শহিদুল হক ভুইয়া, মোস্তাফিজুর রহমান, মতিউর রহমান, আবদুস সবুর প্রমুখ।
Click This Link
খান এ সবুর ত্যাগের রাজনীতি করেছেন ভোগের নয় : ব্যারিস্টার রফিকুল
http://www.amardeshonline.com
January 28 at 9:18am via mobile · Edited · Like · 2
বাবু খোকন খান-এ সবুর রাস্তার নাম পরিবর্তনের জন্য মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

খুলনানিউজ.কম :: খুলনার ঐতিহাসিক ও প্রধান সড়কটি নাম “যশোর রোড” নামকরণের দাবীতে সোমবার সকাল ১১টায় বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বরাবারে স্মারকলিপি প্রদান করেন খুলনার নাগরিক নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাক সভাপতি অধ্যাপক মোহম্মদ জাফর ইমাম, বিভাগীয় প্রেস ক্লাব ফেডারেশনের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, মহাসচিব এ,কে হিরু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন মিন্টু, সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, নাগরিক ফোরামের চেয়ারপার্সন বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম, সনাকের সদস্য সৈয়দ মনোয়ার আলী ও অধ্যাপক অচিন্ত্য কুমার ভৌমিক, ইলাক্সের অধ্যক্ষ এম,এ কাইয়ুম, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, খুলনা উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফুজ্জামান, কেসিসি’র কাউন্সিলর আলী আকবর টিপু, সুফিয়া রহমান শুনু, শেখ মফিজুর রহমান পলাশ, মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শীলু, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুতপা বেদজ্ঞ প্রমুখ।

উল্লেখ্য পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এদেশের সকলের দ্বারা স্বীকৃত যশোর রোডটি একটি আন্তর্জাতিক রোড। কিন্তু একটি বিশেষ সময়ে এই রোড়টির নাম রাখা হয় খান-এ সবুরের নাম অনুসারে। যে নামটি যুদ্ধাপরাধী নামের তালিকায় অন্তর্ভূক্ত। শুধু তাই নয় এ অঞ্চলের মানুষের অজানা নয় যে, খান-এ সবুর একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সময়ে তার পেটোয়া গুন্ডাবাহিনীর দ্বারা খুলনায় নির্বিচারে হত্যা, লুট, অগ্নিসংযোগ, নারী ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল। তাই খুলনার আপমর জনসাধারণের জোর দাবি অনতিবিলম্বে এই রোডটির নাম পরিবর্তন সাপেক্ষে পূর্বের নাম অর্থাৎ যশোর রোড রাখা হোক।
January 28 at 9:30am via mobile · Like · 1
Imran H Sarker এই শালাদের কোন নিশানা রাখা যাবে না এই বাংলায়
January 28 at 12:31pm · Like · 5
Mahbub Alam Priyo Ai Chondrima Uddan a je Jiar lash nai ami challeng korte pari.......Imaran vhai right bolcen....
January 28 at 8:48pm via mobile · Like
Sheikh Asman এটা নিয়েও আমরা প্রতিবাদ, প্রোগ্রাম করছি প্রায় ৮
January 28 at 11:43pm · Like
Nur Hossain Khokon sala tui to ekta boro rajakar
February 9 at 12:29pm · Like
Write a comment...

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬

দাসত্ব বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ

৯৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৪

সামুর ভক্ত বলেছেন: পাব্লিক বলেছেন: পোস্টে যদি অগনিত প্লাস দেবার সুযোগ থাকতো-তাহলে একদিন শুধু এই পোস্টে প্লাস দিয়েই ব্যয় করতাম।

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৯৭| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৪

দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: লেখকের নাম না দেখে পড়া শুরু করেছিলাম, পড়তে পড়তে মনে হল, আরে, এতো দেখি দাসত্ব টাইপের লেখা, তার ফেসবুক থেকে কপিটপি মারল নাকি? :P :P

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৫

দাসত্ব বলেছেন: |-)

৯৮| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০০

দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: আমার এক জামাত-হেটার বন্ধুর মন্তব্য ছিলো এরকম "বিএনপি কখনোই জামাতকে ছাড়বেনা, কারণ তারা নিজেদের মনে করে হাইস্কুলের পোলাপান আর জামাতকে মনে করে তাদের রাজনীতির পিএইচডি"।

সেই একই মনোভাব আপনার লেখায় দেখতে পেয়ে দুঃখ লাগলো। জামাতকে এত উপরে উঠানোর কিছু নেই, দুর্বল অবকাঠামোর এই দেশে পয়সা দিয়ে ভায়োলেন্স ঘটানোটা বেশ সহজ। অন্যান্য দলগুলোও নির্বাচনের সময় আসলে এগুলো করে, আর এখন তো জামায়াত তার অস্তিত্ব নিয়েই চরম শংকিত, তাই ভায়োলেন্সের মাত্রা বেশী হচ্ছে।

আর "জেনারেশন-ওয়াইজ রিভেন্জ" এইসব কথা বলে লোক হাসিয়েন না তো!! জামায়াত এমন কোনো শক্ত আইডিয়োলোজীর দল না, তারা সুবিধা দেখলে এর ওর সাথে জোট বাঁধে এটা তো আপনিই জানেন। মুজিব তো এদের নিষিদ্ধ করেছিলেন, কই শেখ হাসিনার সাথে এরা তো "জেনারেশন-ওয়াইজ রিভেন্জ" টাইপ কিছু করে নাই, বরং হাসিনার সাথে ঐ রাজাকারগুলোর ছবি আপনাদের দলের লোকেরাই শেয়ার করে!

আওয়ামী লীগের যথেচ্চাচারীতা, মাস্তানী এইসব ঠেকানোর জন্য বিএনপির মত একটা শক্ত বিরোধীদল দেশের জন্য বড় দরকার। দয়া করে আপনারা জামায়াত দেখলেই "ওলে বাবা, জামাত ভুই পাই" ধরনের মনোভাব থেকে বেরিয়ে আসেন, দেশের মঙ্গল ঐখানেই।

০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৯৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

সিদ্ধার্থ. বলেছেন: আপনি আমারে যা উত্তর দিয়েছেন তার আর জবাব দিলাম না ।বরং আপনার টার জবাব দিই ।

"আপানদের দেশের রাজনীতি নিয়ে আমাদের ন্যুনতম আগ্রহ নাই।" এই ব্লগে বি যে পি রে নিয়ে যে এত পোস্ট আসে তারপরও এই কথা বলেন কেমন করে ।একবার ভারত নাম দিয়ে গুগল এ সার্চ করে দেখুন ।দেখুন সমু থেকে ঠিক কটা পোস্ট ভারত ও তার রাজনীতি নিয়ে দেওয়া হয়েছে ।

আশা করি উত্তর টা পেয়ে গেছেন ।

আর এখানে আমি শুধু জামাতি দের সাথে শিখ দের তুলনা করাটা কে কটাক্ষ্য করেছি ।দেখুন আপনি নিজেই এই পোস্টের মধ্যে ভারতীয় রাজনীতি টেনে এনেছেন । =p~

১০০| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

আমিনুর রহমান বলেছেন: চমৎকার বিশ্লেষণ +++

১০১| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১১

বাংলার হাসান বলেছেন: বিশ্লেষন ভাল লাগলো।

১০২| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫

ভালোছেলে বলেছেন: Vai fotikchorir kahani e jothesto jamat Ki jinis eidar jonno

১০৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯

বাংলার ঈগল বলেছেন: সাঈদীর এক্সিকিউশন তাদের কাছে জুডিশিয়াল মার্ডার।
মার্ডার মানে - খুন , হত্যা , পেনাল্টি নয়।

শেখ পরিবারের উপর ওদের প্রতিশোধ স্পৃহা প্রজন্মের পর প্রজন্ম রক্তের ভেতরে জমে থাকবে...

....এই জেনারেশন না পারলে অতি সম্ভবত পরের জেনারেশন নেবে...

এই হিট লিস্টে যারা সম্ভাব্য থাকতে পারে :
[১] আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের নেতা
[২] মিডিয়া - প্রথম আলো , সমকাল , কালের কন্ঠ , সবগুলো আওয়ামী টিভি চ্যানেল
[৩] অনলাইনে যারা জামাত শিবির বিরোধিতা নিয়ে সবচেয়ে বেশী ভোকাল ছিলেন এবং শাহবাগ আন্দোলনের অর্গানাইজাররা।
[৪] জামাত শিবির বিরোধী বুদ্ধিজীবিরা
[৫] বিচারক , ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশন প্যানেল (সহমত)

১০৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

۞ বলেছেন: হুমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.