![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭৬ প্রেসিডেন্ট জিয়া এ দেশটার জনসংখ্যা বিস্ফোরন নিয়ে যেভাবে ভেবেছেন বাকি এতগুলো বছর ধরে সেভাবে আর ভাবা হয়নি.......এখনো ভাবছেনা কেউ........ ডুবন্ত টাইটানিকের দশা হচ্ছে........ ডিসক্লেইমার : এই ব্লগের কোন প্রকার লেখালেখিতে কেউ
গ্রাম বাংলার চোখ ধাঁধানো সুন্দর কিছু ছবির-ফটো অ্যালবাম - এই নামে ফেসবুকে একটা পেজ আছে।
আমি পেজটা নিয়মিত সাবস্ক্রাইব করি।
খুবই ভালো পেজ , মাঝে মাঝে অসাধারন সুন্দর সব ছবি পোস্ট করে বাংলাদেশের গ্রাম গঞ্জের।
এই পেজটা নিয়মিত দেখলে বাংলাদেশকে 'ব্লেসড ল্যান্ড অফ বিউকলিক বিউটি' হিসাবে মনে হবে।
বাংলায় বললে - 'রাখালিয়া সৌন্দর্যের আশীর্বাদ ভূমি'
অবশ্য আমাদের বাংলাদেশ তাই-ই।
কিন্তু মূল বিষয়টা সেটা না।
মাঝে মাঝেই এই পেজের ছবিগুলোয় কমেন্ট করা হয়।
আজকেও করলাম।
করার পরই নীচে আরো কিছু পেজের সাজেশন আসলো।
সেখানে প্রথম আলোর পেজটা ৬৭৭ কে লাইক কাউন্টেড।
কালের কন্ঠের পেজটা ১৫২ কে , দেহ নামে আরেকটা পেজ ১৮০ কে।
তবে যেটার প্রতি অ্যাটেনশন ড্র করার জন্য ছবিটা আপলোড করলাম সেটা হল আরো একটা পেজ সাজেশনে ছিলো।
সেই ৪ নম্বরটা হল - বাংলা ডিজিটাল চটি।
এটার লাইক কাউন্ট প্রায় ৫ লাখ।
এখন আপনি কি ভাবছেন আমি জানি।
আপনি ভাবছেন -
[১]
আমি এখন সাধু পরহেজগার সেজে দুয়ো দেবো
অথবা
[২]
'আহ , দেশ রসাতলে গেলো !
এই কি সমাজের নৈতিক অবক্ষয় !
কে ঠেকাবে এই অবক্ষয় !
কোন শ্রেণীর নোংরা মানুষরা এমন পেজে লাইক দেয় !
কি পারভার্ট তারা !'
- এই টাইপ ডায়ালগ ছাড়বো।
অথবা
[৩]
প্লিজ , কেউ এ ধরনের নোংরা পেজে লাইক দেবেন না - এই টাইপ মোরালিটি মেন্টর মার্কা উপদেশ দেবো।
না , এই ৩ টার কোনটার জন্যই আমি ছবিটা পোস্ট করিনি।
আমি ছবিটা পোস্ট করেছি অন্য আরেকটা বিষয়ে আপনার মনোযোগ টানার জন্য।
দেশের বাইরে যারা যারা আছেন তারা আমাজন , ই বে'র মত অনলাইন জায়ান্ট মার্কেট হর হামেশাই ব্যবহার করেন।
সেখানে কি দেখেন ?
সেখানে যখন একটা কিছু কেনেন , সাথে সাথে কিছু সাজেশন আসে -
'The people who bought this item , bought these items too'
'The people who bought this item , reviewed these items too'
অর্থাৎ আমাজন কিংবা ইবে'র মত সাইটগুলো যেভাবে সাজেশন অপশনটা দেয় সেটার অ্যালগোরিদম হল -
এই আইটেমটা যারা যারা আগে কিনেছে , তারা আর কোন কোন আইটেমগুলোও কিনেছে কিংবা রিভিউ করেছে - সেটা কারেন্ট বায়ারের কাছে সাজেস্ট করা।
আমার শক্ত ধারনা - ফেসবুক কোন একটা পেজের কোন কিছুতে লাইক দিলে আরো কিছু বাড়তি পেজে লাইক দেয়ার জন্য সাজেস্ট করে - সেটাও একই রকম অ্যালগরিদমে।
মানে টা হচ্ছে -
'The people who liked this page , liked these pages too'
ঠিক এই অ্যালগোরিদমেই ফেসবুক পেজ সাজেস্ট করে।
সুতরাং যারা গ্রাম বাংলার সুন্দর ছবির ফটো অ্যালবাম - এই পেজটা সাবস্ক্রাইব করছেন , তারা একই সংগে প্রথম আলো , কালের কণ্ঠ , দেহ লাইক করছেন , এবং তারাই আবার বাংলা ডিজিটাল চটি পেজটা লাইক করছেন।
একই মানব মন -
যে মনের কাছে প্রথম আলো , কালের কণ্ঠের খবর ভালো লাগে,
যে মনের কাছে গ্রাম বাংলার অসাধারন সব সুন্দর ছবি ভালো লাগে ,
সেই একই মানব মনের কাছে বাংলা চটি ভালো লাগে।
এ জন্যই আমার সামহয়্যারে লেখা এই ব্লগে কিছু কথা খোলামেলা লিখেছিলাম।
তেঁতুল নিয়ে টক সত্য : হাততালি পেয়ে ফ্রডগতিশীল জাতে ওঠার আগে আয়নায় নিজেকে দেখুন তো
এটাই মানব মন !
মানবমন যদি হয় একটি মুদ্রার মত , তো এর -
একপিঠে অসুর , অন্যপিঠে দেবতা।
একপিঠে রাখালিয়া সৌন্দর্য প্রেমী , অন্যপিঠে যৌনতা প্রেমী
একপিঠে উদার মানবিক , অন্যপিঠে হন্তারক জিঘাংসু
একপিঠে প্রেমিকার কপোল চুম্বনের প্রেম , অন্যপিঠে স্তন মর্দনের কামনা
একপিঠে নিঃস্বের প্রতি উদার দয়া , অন্যপিঠে জাত্যাভিমানের গালি
একপিঠে সার্বজনিন বিশ্বময়তা , অন্যপিঠে বিশ্বরাজা হওয়ার যুদ্ধবাজি
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০
দাসত্ব বলেছেন: লজ্জার কিছু নাই , সত্যটা এই রকমই
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
ফেসবুকে ব্যাপারটা আমিও দেখেছি। ঐ ধরণের চোটি পেজ আরও আছে। ঘুরেফিরে আসে সাজেশান হিসেবে।
একই ব্যাপারটা আমি ইউটিউবেও দেখেছি। ভালো ভালো ডকুর সাথে পর্ণ মুভি, সেমি পর্ণ, নানান ভাষার নানান দেশের এডাল্ট মুভি চলে আসে। এ এক গবেষণার বিষয়। আমি এর কারণ জানি। তবে তা' পোষ্ট আকারে দেয়ার ইচ্ছে আছে বিধায় এড়িয়ে গেলাম।
আপনার এই পোষ্ট ভালো লাগেনি। দুঃখিত। আরো ভারী, জবরদস্ত পোষ্ট আশা করেছিলাম।
হাফ "+"
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১
দাসত্ব বলেছেন: এটা বেশ ভালো রকমের গবেষনার বিষয়।
ভারি আর জবরদস্ত মার্কা গবেষনার সময় হয়না এখন আর।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
প্রকৌশলী আতিক বলেছেন: কতা সত্য। ১,২,৩ বাদে যেটা বুঝাতে চেয়েছেন, সেটা বুঝতে পেরেছি।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২
দাসত্ব বলেছেন: হুম , কথা সত্য না হয়ে যাবে কই ?
হাতে নাতেই তো ধরা
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
হ্যাঁ,
গ্রাম বাংলার চোখ ধাঁধানো সুন্দর কিছু ছবির-ফটো অ্যালবাম -
ঐ রকম পেজ গোটা বাংলাদেশেই নেই। অসাধারণ। আমি এটির সাবসক্রাইবার। বাংলাদেশ যে সুন্দর এটি অনেকেরই জানা। কিন্তু কতটা পাগল-করা সুন্দর, তা' বেশীরভাগেরই জানা নেই।
হ্যাঁ, এটি সৌন্দর্য উপলব্ধিতে সে রকম মন ও প্রকৃতি-প্রিয় হতে হবে।
কথায় আছে - God (Allah) made the country and man, the town/city.
ওয়াও। সুবহানাল্লাহ!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২
দাসত্ব বলেছেন: পেজটা বেশ ভালো।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
*কুনোব্যাঙ* বলেছেন: প্রথম কথা, আমাদের মিডলক্লাস (অন্য ক্লাসের খবর জানিনা) মেন্টালিটি হচ্ছে খবর দেখে বা পত্রিকা পড়তে পড়তে আয়েশ করে চা/কফিতে চুমুক দিয়ে বলা দেশটা রসাতলে গেল, এই দেশের কোন ভবিষ্যত নাই। অবশ্য এরাই আবার ঘুষ দিয়ে কাজ আদায় করা বা লবিং করে চাকুরী আদায় করা সব শ্রেণির দুর্নীতিতে অগ্রগামী।
দ্বিতীয় কথা, একপিঠে অসুর , অন্যপিঠে দেবতা।
একপিঠে রাখালিয়া সৌন্দর্য প্রেমী , অন্যপিঠে যৌনতা প্রেমী
একপিঠে উদার মানবিক , অন্যপিঠে হন্তারক জিঘাংসু
একপিঠে প্রেমিকার কপোল চুম্বনের প্রেম , অন্যপিঠে স্তন মর্দনের কামনা
একপিঠে নিঃস্বের প্রতি উদার দয়া , অন্যপিঠে জাত্যাভিমানের গালি
একপিঠে সার্বজনিন বিশ্বময়তা , অন্যপিঠে বিশ্বরাজা হওয়ার যুদ্ধবাজি
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২
দাসত্ব বলেছেন: কমেন্টের প্রথম অংশে - হ
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
সাইফ সানি বলেছেন: একপিঠে অসুর , অন্যপিঠে দেবতা।
একপিঠে রাখালিয়া সৌন্দর্য প্রেমী , অন্যপিঠে যৌনতা প্রেমী
একপিঠে উদার মানবিক , অন্যপিঠে হন্তারক জিঘাংসু
একপিঠে প্রেমিকার কপোল চুম্বনের প্রেম , অন্যপিঠে স্তন মর্দনের কামনা
একপিঠে নিঃস্বের প্রতি উদার দয়া , অন্যপিঠে জাত্যাভিমানের গালি
একপিঠে সার্বজনিন বিশ্বময়তা , অন্যপিঠে বিশ্বরাজা হওয়ার যুদ্ধবাজি
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩
দাসত্ব বলেছেন: এই রকম-ই
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
নেয়ামূল হক বলেছেন: কথা সত্য, কিঞ্চিত ১৮+
পোস্টেও+
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩
দাসত্ব বলেছেন: কিঞ্চিৎ না , পুরাই ১৮ প্লাস।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: কিছুটা ভিন্নধর্মী পোষ্ট
আসলেই মানবমনের এপিঠ ওপিঠ মালিনো দায়..
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৪
দাসত্ব বলেছেন: চোখ সবদিকেই দেখে।
হাত লেখে কম।
এই আর কি ?
ধন্যবাদ অসামাজিক
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১০
আমি ভূমিপুত্র বলেছেন:
এই লইয়াই আমরা মানুষ.....।।।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫
দাসত্ব বলেছেন: এই লইয়াই আমরা রক্ত মাংস - দেহ মনের মানুষ !
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
বাউন্ডুলে রুবেল বলেছেন: দেখছেন, মাইনষে আপনের এই পোষ্ট ভালা পায়নাই। কিছুটা আজব। সবার ধারনা দ্বাসত্ব মানেই রাজনৈতিক পোষ্ট। কিছু হৈলো?
গবেষনা ঠিক আছে। ভাল্লাগছে এই পোষ্ট!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০
দাসত্ব বলেছেন: মাইনশের ভালো পাওয়ার লাইগা কবে লিখসিলাম ?
আর ভালো পায় নাই সেটা না।
ফেসবুকে থিক-ই ভালো পাইসে।
সেখানে নোট বানায়া লিখলে ২৫০ লাইক আর ১০০ কমেন্ট হয়ে যাইতো।
ফেসবুকের সস্তা জনপ্রিয়তার কারনে ব্লগ মরা খাল হয়ে যাইতেসে।
আমিও সেই সস্তা কানেকশন পাইসি সো ফার ১৩ কে ফলোয়ার সহ।
তবে , গ্যারান্টি দিলাম - যারা আসল পাঠক , তারা এক সময় ব্লগেই ব্যাক করবে।
ব্লগ শ্যাল রিভাইভ।
ব্লগ একটা জাতের জায়গা।
এখানে সবাই উঠতে পারেনা।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
দূর্যোধন বলেছেন: সাবাস গবেষনা !
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১
দাসত্ব বলেছেন: গবেষণা না তো।
ক্যাচ অফ অ্যান ইন্সট্যান্স।
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
একাকী বাংলাদেশি বলেছেন: দাসত্বের লেখার প্রতি আমার শ্রদ্ধা আছে আবার একই সংগে দ্বিমত হলে খোচা দিতেও ছাড়ি না। কিন্তু একটা জিনিষ অবাক লাগলো সেটা হলো আজকের পোস্ট সরাসরি ভাবে রাজনৈতিক না হলেও এখানের মেসেজটা গভীর ছিলো। কিন্তু আমরা সবসময় সস্তা জিনিষ'টা খুব পছন্দ করি তাই অনেকের কাছেই হয়তো পোস্টটা খুব সাধারন মনে হয়েছে। কিন্তু আমার কাছে যুগোপযোগী মনে হয়েছে। কারন আমাদের সমাজের সমস্যাগুলি যদি সত্যিকারের সমাধান করতে হয় তাহলে এভাবে গভীর ভাবেই চিন্তা করতে হবে। শুধুমাত্র তর্কের খাতিরে হাতি ঘোড়া দেশ উদ্ধার করা যায় না। সামগ্রিক ভাবেই চিন্তা করতে হবে। না হলে যেই লোক নারী উদ্ধার করার জন্য সেমিনারে লেকচার দিয়ে বেড়ায় সেই কেন নিরালায় অবলা নারীকে ব্ল্যাকমেইল করতে যাবে?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩
দাসত্ব বলেছেন: অনেক ধন্যবাদ এই লাইনটা লিখার জন্য -
'কিন্তু একটা জিনিষ অবাক লাগলো সেটা হলো আজকের পোস্ট সরাসরি ভাবে রাজনৈতিক না হলেও এখানের মেসেজটা গভীর ছিলো।'
আর বাকি কমেন্টে ১০০ টা থাম্বস আপ।
১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬
না পারভীন বলেছেন: ভাইয়া , আমি আপনার লেখার ধরণ দেখেই অবাক মুগ্ধ হয়ে গেলাম ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
দাসত্ব বলেছেন: আমি তো সাড়ে ৩ বছর আগে থেকেই এই 'ধরনে' লিখি।
অনিয়মিত থাকি বলে আমার লেখালেখি পড়সেন কম।
একজন নারী ব্লগটাতে মন্তব্য করায় ভালো লাগলো।
ধন্যবাদ।
১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
তাসজিদ বলেছেন: ইদানিং চটি ও পর্ণ গল্প ভয়ানক ভাবে ছড়িয়ে পড়ছে। সময় পেলে আমার এ লেখাটি পড়তে পারেনঃ click this link
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
দাসত্ব বলেছেন: ইনশাল্লাহ , সময় হলে পড়বো
১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
তাসজিদ বলেছেন: অশ্লীল পেজে ৫ লাখ লাইক। !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১
দাসত্ব বলেছেন: আর এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই।
মানুষ গ্রাম বাংলার সুন্দর ছবিও পছন্দ করে , সেই রকই মানুষ চটি পেজ পছন্দ করে।
সুফি দরবেশ না হলে আমাদের সবার ভেতরেই এই রকম একটা দ্বি চরিত্রের মন আছে।
হঠাত হঠাত ফাঁস হয়ে যায় নানা জায়গায়।
ফাঁস হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই ভদ্রলোক ঊত্তম কুমার সেজে থাকি।
এই যা।
তবে - অবশ্যই মুদ্রার যেই পিঠটা সুন্দর ছবি পছন্দ করে সেটাকে স্ট্রংগার করা যায় যদি একটা মানুষের শারিরিক - মানসিক সবকিছুর প্রতি অনুকুল , ওয়েল রেস্পন্সিভ একটা পরিবেশ তাকে দেয়া যায়।
শশাংক'স রিডেম্পশন দেখসেন না ?
কি দেখসেন ?
স্ট্রেইক সেক্সুয়াল অরিয়েন্টেশনের কয়েদি গুলা 'গে' হয়ে গেসে।
কারন ঐ পরিবেশটা ঐ রকম প্রতিকুল , আন-রেস্পন্সিভ।
১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: দাসত্ব ভাই এত কঠিন করে লিখেন কেন ? আপনার ম্যাসেজ বুঝতে হলে প্রতিটা লাইন নিয়ে চিন্তা করতে হয় ,
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫
দাসত্ব বলেছেন: এত ছোট একটা ব্লগ , এতো সহজ করে লিখলাম - তাও কন কঠিন করে লিখসি ?!
আমি তো শুরুতে টাইটেল ঠিক করসিলাম
'মাইক্রো ব্লগ - ফেসবুক পেজ সাজেশনের অ্যালগরিদমে ধরা পড়ে গেলো আমাদের মানব মনের দ্বি চরিত্র '
পরে 'মাইক্রো ব্লগ' বাদ দিসি , বাকিটাও চেঞ্জ করসি।
মেসেজ খুব সিম্পল।
হুট করে 'লোফার - লুই - চরিত্রহীন' এই গালি গুলা দেয়া ঠিক হবেনা।
ঐ চটি পেজে যারা লাইক দিসে তারা সবাই রেপিস্ট মানসিকতার না।
হলে তারা গ্রাম বাংলার সুন্দর ছবির পেজটা লাইক করতো না।
ঊপরের ১৫ নাম্বার কমেন্টের রিপ্লাইতে যেটা বলসি সেটাই মেসেজ।
১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
মদন বলেছেন: গ্রাম বাংলার যেমন সোন্দর্য্য আছে, তেমনি আছে প্রথম আলোর, তেমনি আছে চটির সোন্দর্য্য পিয়াসু মন কাউরেই নিরাশ করে নাই।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪
দাসত্ব বলেছেন: হাসতেছেন ?
আসলে সিরিয়াসলি নিসি ব্যাপারটা
১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০
যুবায়ের বলেছেন: চিন্তার বিষয়ই বটে
”মা” লিখে গুগলে যে সব লিন্ক আসে তা দেখলে মাথায় রক্ত উঠে যায়.. যারা এইসব চটি লেখে তারা কি আসলেই মানুষের পর্যায়ে পরে??...
জানোয়ার!! স্রেফ জানোয়ার
মায়ের মত ব্যক্তিকে
নিয়ে যারা এইসব লিখছে তাদের প্রতি একদলা থুঃ!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬
দাসত্ব বলেছেন: কলকাতা আমাদের কে দুইজন 'র' আদ্যক্ষরের সাহিত্যিক উপহার দিসে।
এর ভেতরে গুগলে মা লিখলে যত সাহিত্য ড্রপ ডাউন হয় সবি একজন 'র'এর অবদান।
১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭
খান সুজিত বলেছেন: ভাই এই টাইপের দ্বি-চরিত্র কি শুধু বাঙালিদের ক্ষেত্রেই প্রযোজ্য; নাকি সাড়া দুনিয়ার মানুষরাই এরকম।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩
দাসত্ব বলেছেন: শিরোনামে তো লেখা আছে মানব মনের দ্বি চরিত্র।
বাঙালী মনের দ্বি চরিত্র তো লেখা নাই।
সুতরাং - সারা দুনিয়ার মানুষ-ই এই রকম।
২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ফিরতে হবে ইসলামের পথে, আল্লাহর ভয় মনে পয়দা না করলে অবস্থা এরকমই থাকবে... বাবা-মা ছেলে মেয়েদের সঠিক বয়সে বিয়ে দিচ্ছে না আর টিন এজারদের সঠিকভাবে ধর্মীয় মূল্যবোধ গঠনে সহায়তা করা হচ্ছে না... ভাবতে হবে এখনই... আর সেমতে কাজ করতে হবে অবিভাবকদের...
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১
দাসত্ব বলেছেন: হুম , অনুকুল আর ওয়েল রেসপনসিভ পরিবেশ না পেলে গ্রাম বাংলার সুন্দর ছবি পছন্দ করা মানুষটাই বাংলা চটী পছন্দ করবে।
এটাই লেসন।
২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
ওবায়েদুল আকবর বলেছেন: এই কথাটা অনেক আগে থেকেই বলে আসতেছি কিন্তু (মানে যারা সক্রিয় রাজনীতি করেন আর কি) অনেকে বিশ্বাস করে না।
মেসেজ টা কিন্তু ভালো। এই মেসেজ ফলো করে কিন্তু দুই নেত্রী আর তাদের অনুসারীরা কোলাকুলি সাইরা নিতে পারে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
দাসত্ব বলেছেন: মেসেজটা বাস্তব জীবন পাতিত সত্য।
এড়ায়া যাওয়ার ঊপায় নাই।
২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
শিপু ভাই বলেছেন:
মানব চরিত্র খুবই বিচিত্র!!!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
দাসত্ব বলেছেন: দ্বি চরিত্রের বিচিত্র
২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯
আমি তুমি আমরা বলেছেন: ভাল বলেছেন।এই এলগরিদমে ফেসবুকে পেজ সাজেশান আসার কথা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১
দাসত্ব বলেছেন: এই অ্যালগোরিদমেই আসে।
২৪| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭
হুমায়ুন তোরাব বলেছেন: দ্বি চরিত্রের বিচিত্র
০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
দাসত্ব বলেছেন: হুম
২৫| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: মানব মনে একই সঙ্গে পশু ও দেবতা উভয়ের বসবাস। মানুষ যেটা বেশী চর্চা করে তাকে সেইভাবেই আইডেন্টিফাই করা হয়। হিংসা, লোভ, যৌনতা সবই প্রতিটি মানুষের মধ্যে বিল্টইন। এই বিল্টইণ আচরন গুলোর প্রায়োগিক মাত্রা একজন মানুষ থেকে আরেকজন মানুষকে পৃথক করে। ড. হিলালী'র একটা লেখায় পড়েছিলাম "মানুষ যদি তার পশুকে দমন করতে পারে তাহলে ফেরেশতাকেও অতিক্রম করা সম্ভব" কথাটা ভালো লেগেছিল বলেই মনে আছে।
তেঁতুল দেখলে প্রাকৃতিক নিয়মেই মুখে লালা আসতে পারে তবে তা সংবরন করার শক্তি অর্জন করাটা জরুরী কারন সব তেঁতুলে সবার অধিকার নাই।
আল্লামা শফির বক্তব্যের উপস্থাপনা নি:সন্দেহে অশ্লিল আর সারমর্মও আংশিক ধর্ম সম্মত। অশ্লিল ভাষায় শালীনতা শেখাতে গেলে প্রতিক্রিয়া যা হবার তা'ই হয়েছে।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২২
দাসত্ব বলেছেন: পুরাই কমেন্টটাই খুব ভালো বলসেন।
এইটা বেশী ঠিক - 'হিংসা, লোভ, যৌনতা সবই প্রতিটি মানুষের মধ্যে বিল্টইন। এই বিল্টইণ আচরন গুলোর প্রায়োগিক মাত্রা একজন মানুষ থেকে আরেকজন মানুষকে পৃথক করে। '
ধন্যবাদ
২৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২১
শামস৭১ বলেছেন: আমারও একটা পেইজ সাজেশন আসছে । দেখেন .....
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১২
দাসত্ব বলেছেন: পিপল হু লাইকড সজীব ওয়াজেদ জয় , লাইকড বাংলা ডিজিটাল চটী টু
২৭| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯
মেইড ইন চিটাগং বলেছেন: লেখক বলেছেন: মাইনশের
ভালো পাওয়ার
লাইগা কবে লিখসিলাম ? আর ভালো পায় নাই সেটা না। ফেসবুকে থিক-ই ভালো পাইসে। সেখানে নোট
বানায়া লিখলে ২৫০ লাইক আর
১০০ কমেন্ট হয়ে যাইতো। ফেসবুকের সস্তা জনপ্রিয়তার
কারনে ব্লগ মরা খাল
হয়ে যাইতেসে। আমিও সেই সস্তা কানেকশন
পাইসি সো ফার ১৩ কে ফলোয়ার
সহ। তবে , গ্যারান্টি দিলাম -
যারা আসল পাঠক , তারা এক সময়
ব্লগেই ব্যাক করবে। ব্লগ শ্যাল রিভাইভ। ব্লগ একটা জাতের জায়গা। এখানে সবাই উঠতে পারেনা।
আপনার এই কমেন্টটা হেব্বি পছন্দ হয়সে (y)
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০
আহলান বলেছেন: এহেম এহেম
..