নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

বোকা মেয়েটা

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

এম্নিতে শিউলি মেয়েটা বেশ সাহসি যে কোন problem নিমেষেই solve করে ফেলে। কেউ দুটা কথা গায়ে পরে শুনিয়ে দিলে সেও ছার দেয় না দুটোর বদলে গোটা চারেক কথা তো শুনিয়ে ছাড়বেই. কিন্তু আজ সে এমন সমস্যায় পরেছে তার থেকে পরিত্রাণের কোন উপায়ই দেখছে না , মাথা বন বন করে ঘুরপাক খাচ্ছে , কি করবে! কি করবে! অনেক ভেবে চিন্তেও কোন সিদ্ধান্ত নিতে পারে না, ঘটনার সূত্রপাত accounting ক্লাসে বসে, তন্নির পাশে বসে ছিল মোনা নামের বেয়াদব মেয়েটা। বেয়াদব কারন এর ধাপটে ক্লাসে থাকাই যায় না, নিজেকে ভাবে যেন বিশ্ব সুন্দরী, শিউলি যতটা সম্ভব মেয়েটাকে avoid করে চলে। শিউলি দেখল মেয়েটা ঠিক মতো আজ ক্লাস করতে পারছে না, নাক মুখ কুঁচকে কাকে যেন ম্যাসেজ করছে, শিউলি গায়ে পরে কথা বলতে যেয়ে যে এই রকম যন্ত্রণায় পড়বে কখনো ভাবেনি, ক্লাসে স্যার যেন শুনতে না পায় এমন আলতো স্বরে মোনা কে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার!
- কিছু না
- আরে বলই না কি হয়েছে
- এক বেঈমান এর পাল্লায় পড়ছি
- তাকেই বুঝি ম্যাসেজ করছ?
- হুম।
- কি বেইমানী করেছে
- আমার সাথে ওর সম্পর্ক গত ২ বছর ধরে, অথচ ও আরও এক মেয়েকে ভালোবাসে!!!
- আমি ওর জীবনে যখন থেকে ওই মেয়েও ওর জীবনে তখন থেকে, ও এক সাথে দুই দুইটা মেয়েরে নাচাচ্ছে! কত বড় শয়তান!!
- তুমি ওই মেয়ের সাথে কথা বলেছ?
- না তবে খোঁজ লাগাইছি
ওই মেয়েটা কে কি করে কই থাকে সব খোঁজ করে বের করব আমি, ওকে বলব নিলয় শুধু আমার দয়া করে ওর জীবন থেকে সরে যাও , নিলয় কে ছেড়ে অন্য কোন কিছু চিন্তা করা আমার পক্ষে সম্ভব না।
- ছেলেটির নাম নিলয়? কোথায় থাকে? কি করে?
- এইতো সিটি কলেজে পড়ে, ফিজিক্স, চতুর্থ বর্ষে।
শিউলি মোবাইল হাতে নিয়ে মোনার অলক্ষে নিলয় কে ম্যাসেজ করে, মোনা কে?
অপর দিক থেকে রিপ্লাই আসে, কোন মোনা? কেন?
- চেন তুমি মোনা নামের কাউকে?
- হ্যাঁ
- কবে থেকে?
- কেন জানতে চাইছ?
- এমনি। বল কবে থেকে চেন?
- অনেক দিন
- ওকে তুমি ভালোবাসো?
- কি বল আবোল তাবোল
- ও কিসে পড়ে
- ইন্টার পরীক্ষা দিবে এবার
- Commerce থেকে?
- হ্যাঁ
- আমার কলেজ থেকেই?
- হ্যাঁ
কিছুক্ষণ রিপ্লাই নাই ততক্ষণে সমস্ত বর্ণনা শুনে ক্লিয়ার হয়ে যায় শিউলি, যে মোনা যাকে ভালোবাসে সে আর কেউই নয় সে শিউলির নিলয়, কিছুক্ষণ বাদে নিলয় এর ম্যাসেজ আসে শিউলির কাছে মোনা তোমার জায়গা নিতে পারবে না, ‘আমি শুধু তোমাকে ভালোবাসি’। পাশ থেকে মোনা নিঃশব্দে সবকটা দাঁত বের করে হেসে দেয়,
কি হয়েছে? জিজ্ঞেস করে শিউলি, মোনা ওর মোবাইল শিউলির সামনে এগিয়ে দেয় তাতে লেখা ওই মেয়ে তোমার জায়গা কখনো নিতে পারবে না কারন ‘’আমি শুধু তোমাকে ভালোবাসি।‘’

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

শোভ বলেছেন: খুব ভালো লাগল আপনার লেখাটা , বোকা মেয়েটাকে বলছি প্রেম ভালোবাসার ডরকার কি ? মা , বাবা যার সাথে বিয়ে দেবে তাকে ভালোবেসে জীবন কাটিয়ে দিলেই হয় ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

সামিয়া বলেছেন: Thanks :)

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: (ছাড়, ভন ভন) ইংলিশ শব্দ না লেখাই ভালো । সমস্যা, সমাধান কিংবা এড়িয়ে চলা শব্দগুলো কি কম সুন্দর? অার ইন্টারমিডিয়েট এ পড়ে Accounting এ এমন হয় না, বিবিএতে পড়ে বললে ভালো হতো ।
যাহোক, শুভ কামনা রইলো ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

সামিয়া বলেছেন: ভুল ধরিয়ে দেয়ায় কৃতজ্ঞ। মাথায় চলছিল commerce লিখে ফেলেছি accounting sub. আমার অভ্র বাংলায় কিছু শব্দ support করেনা বলে ইংলিস শব্দ ইউজ করি, lots of thanks again.

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯

আরণ্যক রাখাল বলেছেন: গল্পটা পড়ে হাসা উচিৎ না মন খারাপ করা উচিৎ বুঝতে পারছি না| আপতত হাসতেই ইচ্ছে করছে!

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

সামিয়া বলেছেন: হাসেন :) :)

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: সাধারণতঃ এমন ভালবাসা কচু পাতায় জলের মত হয়ে থাকে। নিমেষেই ঝরে যায়।

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

সামিয়া বলেছেন: হাহাহাহা ঠিক ঠিক
অনেক ধন্যবাদ ভাইয়া, এত পুরানো পোষ্টে কমেন্ট করে উৎসাহ দেয়ার জন্য। ভালো থাকুন।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

নূর-ই-হাফসা বলেছেন: এই ধরনের ভন্ড ছেলে গুলোর কেন শাস্তি হয়না । ঠিক আবার প্রেমে জড়াবে । মিষ্টি কথায় মেয়ে ভুলাবে ।
গল্প ভালো লাগল আপু ।

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

সামিয়া বলেছেন: হাহাহহা ঠিক ঠিক

অনেক ধন্যবাদ। শুভকামনা।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩

মাআইপা বলেছেন: আগে শুনেছি এক ফুল দো মালি
আর এখানে তো দেখি দো ফুল এক মালি।
মোবাইল রাজ্যে পৃথিবী পদ্যময়।

২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৪

সামিয়া বলেছেন: হাহাহা এত পুরানো গল্প খুজে পড়বার জন্য এবং মজার সব মতামত জানানোর জন্য অশেষ কৃতজ্ঞতা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.