নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

মিস ইউ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮


বাইরে হঠাৎ কুয়াশার মতো ধুসর বৃষ্টি ঝরছে
তোমার ওখানে রাত!!
আমি একঘেয়েমি কাজ করছি অফিসে
তুমি কি কর?
ঘুমাচ্ছ নিশ্চয়ই?
আমি গম্ভীর;
আর একা।
আমার ডেস্কের পাশেই
বিশাল এক জানালা
সেদিকে চোখ গেলেই
তোমার দূরত্ব অনুভব করি।
ব্যস্ত আমি তবু চোখে জল গড়ায় গো।
ভেতরে ভেতরে জানালা দিয়ে এক লাফে
চৌদ্দ তোলা থেকে সোজা নীচে পড়ে যাই।
মনে হচ্ছে তুমি নীচে দাঁড়িয়ে…….
তুমি কবে আসবে?
কবে?
আমি অপেক্ষা করে ক্লান্ত
এসব থেকে মুক্ত হওয়া চাই,
না হলে হয়ত দেখা যাবে
চৌদ্দ তলা থেকে সত্যি সত্যি
লাফিয়ে পড়েছি বেজমেন্টে।
মন তো কতকাল আগেই
ঝাঁপিয়ে পড়েছে আগুনে।
আমি টিকে আছি নাম মাত্র।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর।

তবে ৩য় লাইনে করছি বানানটা ঠিক করে নিবেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

সামিয়া বলেছেন: ওহ !! হুম..।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ অনেক মায়াময় লাগল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

সামিয়া বলেছেন: যাক তবু মোটামুটি তো লেগেছে

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

আলভী রহমান শোভন বলেছেন: ভালোই ছিল। :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

সামিয়া বলেছেন: থ্যাংকস

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৬| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৫

এন.আর মাহমুদ বলেছেন: খুব ভাল লাগলো। ভাল লিখেছেন।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২

সামিয়া বলেছেন: ধন্যবাদ অনেক

৭| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

এন.আর মাহমুদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.