নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমি ছাড়া কে এমন ভালোবাসবে?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮




তোমার অদৃশ্য রুপ দেখতে দেখতে একদিন স্পষ্ট বাস্তব,বিশাল সমুদ্রের শূন্যতার ভেতরে উত্তাল তবু একাকীত্ব জীবনের মোড় নিল নতুন জীবনে।
দিগন্ত রেখার বাইরে নিয়ে যায় সে জীবন রোজ রোজ নতুন নতুন স্বপ্নে। যতটুকু নিঃশ্বাস প্রশ্বাস সবটাই তোমার দখলে। তবুও তোমায় আমি মাঝে মাঝে বুঝিনা প্রিয়, জলে স্থলে এই ভুখন্ডে সকলের মাঝে কাজে কর্মে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা অনবরত। প্রেম স্মৃতিতে বেঁচে থাক, সুখে দুঃখে চিন্তায় চেতনায় প্রতিদিন। তবু আমার হৃদয় আবেগ তাড়িত ব্যথিত কখনো কখনো। এসবের মাঝে আমাকে বেঁধে রাখে এক অদ্ভুত শক্তি
জীবনের অস্তিত্ব সুখে দুঃখে সমৃদ্ধ !

আমি আশার,ভালোবাসার ছবি আঁকি নিজের সাথে যুদ্ধ যদিও তবু জানি তবু মানি প্রিয়
তুমি আছো আমার সমস্ত জীবন জুড়ে তাই সবটাই এত কঠিনের মাঝেও সুন্দর।

মন্তব্য ৪৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: দিন শেষে আমি শুধুই আমার......
কিন্তু স্মৃতির রেশ থেকে যায়......

জীবন যুদ্ধটাই যে আমি কেন্দ্রিক....
যেখানে আমি একা বাকি সবাই একসাথে.....

তবুও প্রিয়জনকে মনে পড়ে.....
আর এটাই তো জীবন...

সুন্দর কথামালায় মুগ্ধতা..

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

সামিয়া বলেছেন: সুন্দর মন্তব্য , পড়তে ভাললেগেছে-------

অসংখ্য ধন্যবাদ।।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

ভুয়া মফিজ বলেছেন: এইটা কি গদ্য কবিতা নাকি!

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

সামিয়া বলেছেন: জী এটা গদ্য কবিতা----

ধন্যবাদ।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

মুক্তা নীল বলেছেন: আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হ্র‍্যদয় জুড়ে,, আপনার লেখায় ভালোলাগা রইলো। শুভ রাত্রি।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

সামিয়া বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।।
ভালো থাকুন।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হৃদয়তার রং ঢেলে দিয়েছেন সবটুকু।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: সমস্ত চাওয়া- পাওয়ার মধ্যে এমন উষ্ণতায় যে শ্রেষ্ঠ চাওয়া ।

শুভকামনা জানবেন।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

সামিয়া বলেছেন: আপনার জন্য ও শুভকামনা ও ধন্যবাদ রইলো।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০২

কিশোর মাইনু বলেছেন: আমি বাসবো।।।
বাই দ্যা ওয়ে, ভালবাসার বস্তু/ব্যাক্তি-র নামটা জানি কি???

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

সামিয়া বলেছেন: ভালবাসার বস্তু/ব্যাক্তি-র নাম জানাটা কি খুব জরুরী??

ধন্যবাদ

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালবাসা ভালবাসা ভালবাসা ...........তুমি
ভালবাসি ভালবাসি ভালবাসি ...........আমি
হৃদয় থেকে প্রস্ফুটিত গোলাপ ...........আমাদের ।
.................................................................................................

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

সামিয়া বলেছেন: আহাহাহা মন্তব্য জুড়ে শুধু ভালোবাসা।।
সুন্দর একটি ছবি উপহার দেবার জন্য ধন্যবাদ।।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩১

বলেছেন: আবেগ পুরোটাই আবেগ



আধুনিক গদ্য কবিতা - সুখপাঠ্য

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৪

চাঙ্কু বলেছেন: ভালুবাসা বলে কিছু নাই। মাইনাস!

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

সামিয়া বলেছেন: মাইনাসে মন খারাপ :(

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১১

কথার ফুলঝুরি! বলেছেন: প্রেম বেঁচে থাকে কবিতায় ও কথামালায় ;) সুন্দর ভাবনা সামিয়া আপু ।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

সামিয়া বলেছেন: ধন্যবাদ আপু, শুভকামনা।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গদ্য কবিতা না মুক্ত গদ্য ?

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

সামিয়া বলেছেন: মুক্ত গদ্য সম্পর্কে আমার বিশদ ধারণা নেই, আমি তো জানি আমি গদ্য কবিতাই লিখেছি।
এটা পড়ুন

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

আহমেদ জী এস বলেছেন: সামিয়া,



এ যেন আশার ছলনায় বেঁধে রাখা নিজেকে!

লেখাটি, খারাপ হয়নি খুব একটা।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

সামিয়া বলেছেন: এত কষ্ট করে খারাপ হয়নি জানানোর জন্য অশেষ কৃতজ্ঞতা আই এম গ্লাড অতিরিক্ত :)

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

কাওসার চৌধুরী বলেছেন:



একই সাথে পথ চলার মাঝে যদি ভালোবাসা টিকে থাকে আমাদের দু’জনার,তবে সেখানেও তুমি নিয়ে আসবে এক তরফা ব্যবধান। যেখানে তর্কের বিষয় হয় তোমার আমার ভালোবাসা।কথার মাঝে যদি সম্পর্কের সিঁড়িটা আরো মজবুত করতে চাই, তবে তোমার সত্ত্বা ওখানেও আনে বির্তকিত সমাধান তা আমার ইচ্ছের বিরুদ্ধে হয় যদিও।চোখের দেখার মাঝে যদি আকর্ষণ সৃষ্টি করতে না পারি তবে তুমিই বলো আমি কি করে নিয়ে আসবো অসম্ভব পরিবর্তন আমার এই শংকিত জীবন ধারায় যা তোমার কাছে বির্তকিত। এত কিছুর পর ও যদি বলো ভালোবাসনা আমায় তবে আমি শক্ত বাঁধনে বাঁধবো নিজের অবাধ্য মনকে, যেন তোমার ইচ্ছের অসম্মান না হয় আমার এই সামান্য চাওয়াটার কাছে। তারপরও যেন আমার বাস্তবতা ঠিকে থাক তোমার অস্তিত্বের কাছাকাছি গিয়ে।

বেঁচে থাকুক ভালবাসা।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

সামিয়া বলেছেন: অসাধারণ একটি মন্তব্য আমার পোস্ট কে আরও সমৃদ্ধ করেছে।।

অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ।

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:

মানুষ কী অদ্ভুদ ! তাই না, তাকে না বোঝার মাঝেও এক রহস্য লুকিয়ে আছে ! :P
আর এই বোঝাপড়ার মধ্যে একদিন যুক্তিপূর্ন মানুষে পরিনত করে। ;)

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

সামিয়া বলেছেন: মাথায় এত এত লজিক এত বুদ্ধি আছে বলেই তো আপনার রাতে ঘুম হয় না। :)

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১১

হাবিব বলেছেন: মানুষের মনের আবেগই তাকে বাঁচিয়ে রাখা নতুন কিছুর প্রত্যাশায়.........

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

সামিয়া বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।

১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


১ জন বাংগালী ব্যতিত বাকীদের হা-হুতাশের কারণ বুঝলাম

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ

১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: সুন্দর লেখেছেন।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২২

কিশোর মাইনু বলেছেন: না জানলে বাসব কেমনে?!?!?
আর আমি এম্নেই গদ্যকবিতা একটু কম ই বুঝি, তার উপর সেটা যদি রোমান্টিক হয়, মাথার এক কিমি উপর দিয়া যায়।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

সামিয়া বলেছেন: আচ্ছা আচ্ছা :)

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

সোহানী বলেছেন: অসাধারন সামিয়া............

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ শুভকামনা-----------

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২

শিখা রহমান বলেছেন: গদ্য কবিতা পড়তে চমৎকার লেগেছে ইতিমিতিমনি। শেষের দুটো লাইন অনবদ্য।

ভালোবাসা আর এত্তো আদর মিষ্টি কবি। ভালো থেকো ভালোবাসায়।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ আপু লাভ ইউ--------

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! চমৎকার

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ :)

২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২০

ANIKAT KAMAL বলেছেন: ‌যে সুন্দ‌রের নেই তুলনা সে হ‌লো স্ব প্ন অার সেই স্ব‌প্নের অনন্য সুন্দর প্রকাশ ক‌বিতায় এমন ম‌নের মানুষ অা‌ছে না‌কি

২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

ANIKAT KAMAL বলেছেন: ‌যে সুন্দ‌রের নেই তুলনা সে হ‌লো স্ব প্ন অার সেই স্ব‌প্নের অনন্য সুন্দর প্রকাশ ক‌বিতায় এমন ম‌নের মানুষ অা‌ছে না‌কি

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.