নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমাদের দিন গুলো

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩



সকল রিকশাওয়ালাদের এক কথা গরীবের করোনা হয়না, তাদের মুখ থেকে শুনতে শুনতে আমার চিরচেনা সমাজে এটা প্রচলিত কথা হয়ে গেছে গরীবের করোনা হয়না; সেই খুশিতে যারা শিশুদের মতন মাস্ক পড়লে কি একটা মুখে লাগাইছেন ভেবে অস্থির এবং কারনে অকারনে একটু পর পর সেটি খুলে ফেলেন অথবা থুঁতনিতে ঝুলিয়ে রাখেন কিংবা তাও রাখেন না তাদের কে মাস্কের বিষয়ে স্মরণ করিয়ে দিলে উদাস হয়ে এই কথা বলার চেষ্টা করেন।

অবিবাহিত যুবকেরা তো উৎসাহের সঙ্গে বলেন এই ধাক্কায় আর বাঁচতে পারবোনা যত সতর্ক থাকিনা কেন করোনা হবেই; মরতে হবেই আর মরে গেলেই ভালো, তাদের কেউ কেউ ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে আছেন ভেতরে ভেতরে আমি মনে করি।

আমার সাথে কাজ করে এমন এক আপা করোনায় আক্রান্ত হয়েছেন উনার সাথে কাজের জন্যই রোজ কথা বলতে হয় এবং কণ্ঠে যথেষ্ট অসুস্থতা বোঝা গেলেও আজ অবধি দেখলাম না এটা বলতে যে উনার শরীল খারাপ লাগছে বরং একে ওকে বলে বেরাচ্ছেন ইতি আপুর ছোট বেবি আছে উনার জন্যই আইসলেশনে আছি, যদিও অফিস থেকে কড়াকড়ি নির্দেশ করোনা হলে অথবা একটা লক্ষন প্রকাশ পেলে ও আইসলেশনে থাকা। কোভিড টেস্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়ে এসে তবেই কর্মস্থলে জয়েন করা।
করোনা পজিটিভ এই কথা ইদানীং মানুষ না পারতে স্বীকার করে, তাদের প্রায় সবারই চাকরী হারানোর ভয়।


ছবি আমার তোলা।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



দেশের মানুষের আচরণ লিলিপুটিয়ান ধরণের; মনে হচ্ছে, এরা বর্তমান বিশ্বের অংশ হতে পারবেন না কিছুতেই।

০২ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৩৪

সামিয়া বলেছেন: কি যে অবস্থা পারলে করোনা বালতি ভরে মাথায় ঢেলে দেয় একেকজন যাদের হয়ে গেছে

২| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল লেখেছেন আপু আল্লাহ ভরসা

০২ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৩৫

সামিয়া বলেছেন: হুম আল্লাহ ভরসা ভাই

৩| ০২ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: ছবিটা সুন্দর হয়েছে।

০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:৪০

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৪| ০২ রা নভেম্বর, ২০২০ রাত ১১:০৯

করুণাধারা বলেছেন: অদ্ভুত!!

করোনা হয়েছে বলতে চায়না, যেন এইডস হয়েছে...

০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:৪২

সামিয়া বলেছেন: ইস্যু তো জীবিকা নির্বাহের তাই হয়তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.