নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

এই জীবন

০৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৭




মানুষগুলা দেখতে দেখতে অন্য রকম হয়ে যায় সবার চোখের সামনে থাকতে থাকতেই বদলে যায় চেহারার আদল, এরা সন্ধ্যার আধ মরা কাশফুলের মতন দূর দুরান্ত পর্যন্ত একে অপরের পাশাপাশি দাঁড়িয়েই থাকে অথচ বিস্তর দূরত্ব মনের। দাঁড়িয়ে থাকতে থাকতে এরা ভেবেই নেয় মানব সমাজে কারো সাথে মেশা যাবে নাহ, জীবনের দুঃখ দুর্দশা সমস্যা নিয়ে আলোচনা করা যেহেতু বোকামি অনেক, ধ্বংস হয়ে গেলেও মুখ খোলা যাবে না, যারা মুখ খোলে তারা কি ভালো আছে? সুইসাইড করতেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, সমালোচনায় টেকা যায় নাকি! এদিক সেদিক একটু হলেই কৈফিয়ত দিতে হয় ট্রাফিক পুলিশের কাছে সিগন্যাল অমান্য না করেই।
সবুজ মাঠের ঘাস গুলার মতন; ল্যামপোষ্টের সারি সারি রঙিন আলোর মতন, শরতের নীল সাদা আকাশের মতন,মানুষের বাড়ি ফেরার মতন, হাসপাতালের ডিসচার্জ পেপারের মতন জীবন কিছুটা ভালো বোধ মাঝে মাঝে মনে হলেও খারাপ আবহাওয়ার সমস্যা নিয়ে কেউ বিলাসিতা করতে পারেনা বলেই মানুষ নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়ে ভেতরে ভেতরে অর্ধেক মরে থাকে নতুন নতুন প্রত্যেক দিনে।
কারো সাথে কথা বলাই পাপ মনে মনে নিজে থেকে ভেবে নিতেছে একেকজন।

এই যে আমি নিজেকে এত বড় মনের মানুষ ভেবে বসে থাকি প্রায় আর সবার মতন অন্তর থেকে, অথচ আমি জানি মেয়েটির টেলিফোনে বিয়ে হয়েছে যদিও, তার স্বামী আর দেশে আসার নাম নাই বিলকুল হাওয়া হয়ে গেছে বিদেশের আবহাওয়ার সাথে,তবু তারে বলি জামাইর কি খবর আসবে কবে? আমার মতন এই সকল দোষের মানুষের জন্যই মানুষের মন ভেতরে ভেতরে মরা কাঠের মতন শুকিয়ে যেতে যেতে মানুষের সমাজে আসতে ভয় পায়, অসামাজিক হয় স্বার্থপর হয়, কিন্তু প্রশ্ন হলো কীভাবে কথা বলা সমীচীন, কীভাবে সাহায্য করা যায় নিজেকে অন্যকে ??

ছবিঃ অফিসের ডেস্কের পাশে দাঁড়িয়ে তোলা

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: সব মানুষই বদলায়। আপনিও অনেক বদলেছেন।
ছবিটা সুন্দর হয়েছে।

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩৩

সামিয়া বলেছেন: আমি যে বদলে গিয়েছি পৃথিবীর কেউ একজন নোটিশ করেছে এ ব্যাপারটা ভালো লাগলো :)

২| ০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:



কোন লেখার সুচনা, নাকি কোন লেখার উপসংহার, নাকি লেজ ও মাথাহীন কিছু?

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩৪

সামিয়া বলেছেন: লেজ ও মাথাহীন কিছু :)

৩| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:০৭

খায়রুল আহসান বলেছেন: সতেজ ও সজীব পুষ্প ও পল্লব এবং শুভ্রনীল আকাশের ছবিটা খুবই মনোরম। সন্ধ্যার আধ মরা কাশফুলের ন্যায় নয় মোটেও।

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩৬

সামিয়া বলেছেন: হ্যাঁ আমাদের অফিসের চারপাশের দৃশ্য অনেক সুন্দর বিশেষ করে সকালটা উজ্জ্বল ঝকঝক করে

৪| ১০ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার ছবি টা অনেক সুন্দর হয়েছে- ক্যামেরার হাত আপনার অনেক ভালো!

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪০

সামিয়া বলেছেন: মন্তব্য টা ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.