নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

শুভ বিকাল

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৯



দুনিয়া মানুষ কে কি দেয়? লাঞ্ছনা গঞ্জনা বিপদ আপদ বিচ্ছেদ অপমান অপদস্থ আর যাহা পাই তাহা চাইনা ধরনের বহুমুখী মূহুর্তের সন্নিবেশ ছাড়া।
স্বার্থের এক একটা ষড়যন্ত্র হলো এক একটা পারমাণবিক বোমা, ভেতর বাহির সব ধ্বংসযজ্ঞ খেলা খেলে শেষ করে দিয়ে কারো কারো এত লাভ হবে আশা করে! এইসব করে তারা কত বেশি লাভবান হয় অথবা আরো বেশি লাভবান হোক আমার এইটা দেখার শখ প্রতিবার। জিদ্দে জিদ্দে এক ছোট ভাইয়ের কেমন আছোস এর জবাবে বললাম আমারে দিয়া কিছু হবে না। দ্রুত রিপ্লাই আসলো যা হইছোস তাই ই বা কম কি।
তখন আমার টনক নড়লো ডেল কার্নেগির এক পা নাই ভিক্ষুকটা মনেমনে মনে হইলো ছোট ভাইরে, আর আমার পা আছে জুতা নাই, নিজেকে আমার সৌভাগ্যবান মনে না করা গুনাহ তবু ও একরকম হতাশ চিন্তা আমাকে ঘিরে রাখে।

সুনীল গঙ্গোপাধ্যায়---
আমি কী রকম ভাবে বেঁচে আছি

আমি কী রকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ

এই কী মানুষজন্ম? নাকি শেষ

পরোহিত-কঙ্কালের পাশা খেলা! প্রতি সন্ধ্যেবেলা

আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা

করে রক্ত; আমি মানুষের পায়ের পায়ের কাছে কুকুর হয়ে বসে

থাকি-তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। আমি আক্রোশে

হেসে উঠি না, আমি ছারপোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি,

মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে।

২০২১ সালের ক্যালেন্ডারে আমার এই ছবিটি মনোনীত হয়েছে, এই মাত্র দেখলাম ছবিটি বাঁধাই করে অফিসে সাজিয়েছে। ফটোগ্রাফী জীবনের এটা একটা Big Achievement. পোষ্ট লেখার সময় একরকম মাইন্ড ছিল, এখন মাইন্ড অন্যরকম।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো পোস্ট
ভালো থাকো আপি

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন।

২| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

ওমেরা বলেছেন: দুনিয়ার সব চাওয়া পাওয়া হলেও মানুষের মনে আরো কেন পেলাম না নিয়ে হতাশা থাকবেই ।কাজেই যা পেয়েছি তাই নিয়ে সন্তুষ্ঠ থাকাই সুখী হওয়ার মূলমন্ত্র।

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫১

সামিয়া বলেছেন: হুম তাই তো, ধন্যবাদ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন আপনাকে জানাই।

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৪

সামিয়া বলেছেন: Thanks

৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


আপনি কি শখের ফটোগ্রাফার?
লেখা ভালো হয়নি।

২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৯

সামিয়া বলেছেন: শখের, কিন্তু 4/5টা professional work করেছি অফিসের বিশেষ করে higher event photography গুলো, last কয়েক দিন আগে 700 employe দের আইডি কার্ড এর জন্য পিক তুলে দিয়েছি। এইজন্য সিকিউরিটির চার জন, এডমিন এর দুইজন ও এইচ আর এর দুইজন আমাকে সহযোগিতা করেছে। যদিও আমার job description photography না।‌
আর ভালো কিছু তো লিখিনি অর্ধেক সুনীলের কবিতাই তুলে দিয়েছি।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে অভিনন্দন।

২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৯

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

রাজীব নুর বলেছেন: আপনি আর আমি একদিন ফটোওয়ার্কে বের হবো।

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৯

সামিয়া বলেছেন: তাই!!!

৭| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৮

পদ্মপুকুর বলেছেন: আমার হালকা হালকা মনে হচ্ছিলো যে আপনি আগেও এরকম একটা ছবি-অফিস সংক্রান্ত পোস্ট দিয়েছিলেন, পরে আপনার বাড়িতে গিয়ে নিশ্চিত হয়ে আসলাম। ফটোগ্রাফিতে আগ্রহ আছে বুঝতে পারছি। আমি ছবি বুঝি কম, ওই পোস্টে মা. হাসান এর মত মতামত দিতে পারবো না। তবে আমার মনে হচ্ছে যে নৌকা ছাড়িয়ে আরেকটু দেখা গেলে বোধহয় ভালো হতো। এটা ক্রপ করা ক্রপ করা মনে হচ্ছে। উপরেই ক্যামেরা হাতে নিয়ে রাজীব নুর আছেন, তিনি ভালো বলতে পারবেন।

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১১

সামিয়া বলেছেন: কি বলেন এইগুলো এটা উইনিং ছবি ভাই কয়েক শো ছবির মধ্যে উইনার হইছে

৮| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৮

পদ্মপুকুর বলেছেন: ও, একদম নিচে নিউইয়ার ২০২১ হবে, আগামী মাস দেড়েক এরকম ভুল অবশ্য চলতেই থাকবে...

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১২

সামিয়া বলেছেন: এগুলা কি কমেন্ট কিছুই তো বুঝিনা

৯| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৩

নেওয়াজ আলি বলেছেন: ছারপোকা খুবই বাজে রক্তচোষা

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৮

সামিয়া বলেছেন: এটার অর্থ কি

১০| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৫

রামিসা রোজা বলেছেন:
অনেক অনেক ভালো লেগেছে এবং অভিনন্দন ।

২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪১

সামিয়া বলেছেন: ধন্যবাদ রোজা

১১| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাই!!!

হ্যা।
ক্যান কোনো সমস্যা?

২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৪

সামিয়া বলেছেন: সমস্যা কমন ভাই ব্যস্ততা, আগে শখে ছবি তুলতাম এখন ব্যস্ততার কারনে প্রফেশনাল তুলি তাও বাধ্য হয়ে।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪০

পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: এগুলা কি কমেন্ট কিছুই তো বুঝিনা

বলছি যে আপনার পোস্টের শেষে লেখা আছে নিউ ইয়ার ২০২০ ক্যালেন্ডারের জন্য এই ছবি সিলেকটেড হয়েছে, এখানে ২০২১ হবে। আর বছরের প্রথম মাস দেড়েক ২০২০/২০২১ চলতে থাকে, সেটাই বলতে চেয়েছি।

২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৫

সামিয়া বলেছেন: ওহ তাইতো ধন্যবাদ ধন্যবাদ আমি কারেকশন করে নিচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.