নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকাই বড় ব্যাপার

০৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৬




এই শীতে কুয়াশার সন্ধ্যা সময়েও আকাশের রঙ আলাদা,
মোবাইলে ছবি তুলে হয়রান অনেকেই,
প্রকৃতি বলতে এই জামানার মানুষ
বোঝে; আকাশ আর চাঁদ।

আর কিছু যেন নাই পৃথিবীতে।
না আছে গাছগাছালী;
না আছে জীব জন্তু;
না আছে আগাছার মতন
দামহীন মানুষ।
না আছে
মানুষের ছোট ছোট বাচ্চা;
পথ শিশু বলে ওদের।
এই শীতের মধ্যেও তারা রাস্তায়;
গাড়ির সামনে;
মরনের ভয় হওয়ার বয়স হয়নাই ওদের।

যাদের হয়েছে; তারা অর্জন করেছে
পায়ে পায়ে
বিষের দংশন হজম করার কৌশল।
বেঁচে থাকাই বড় ব্যাপার।

ছবিঃশীতের আকাশ
সামসাং এস এইট প্লাস
বসুন্ধরা একশো ফিট

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:



আমাদের জাতির সন্তানের অভাব নেই, কিছু সন্তানের শুরুটাই 'পথে', জীবনটা পথে, ভালোবাসাও পথে।

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫১

সামিয়া বলেছেন: এদের নিয়ে চক্রান্ত আছে নানান, আমি রোজ আসা যাওয়ার পথে এক মহিলা কে দেখি ২/৩ মাসের শিশু কাঁধে নিয়ে চোখ বন্ধ করে বসে আছে সামনে ভিক্ষার থালা, মানুষ যেতে আসতে তাতে টাকা ছুঁড়ে দিচ্ছে থালায়, কিছুদিন পর দেখি আরেক শিশু ঐ একই মহিলার কাছে, আরেকটু বড় অথবা ছোট, ভিক্ষার জন্য নাকি বাচ্চা ভাড়া পাওয়া যায়, এটা নাকি একরকম সবাই জানে, পুলিশ এলাকার ক্যাডারদের চাঁদা দিয়ে নাকি মোটামুটি স্বীকৃতি প্রাপ্ত এই ব্যাবসা, সুতরাং প্রতিবাদ করেও লাভ নাই। আমি বাচ্চাগুলার মুখের দিকে তাকাতে পারি না, এত কষ্ট লাগে।

২| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর একটি কবিতা পাঠ করলাম।

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৮

সামিয়া বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: বেঁচে থাকাই বড় ব্যাপার - এই জন্যই শুধু বেঁচে থাকতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬

সামিয়া বলেছেন: চেষ্টা চালিয়ে যাওয়াই জীবন

৪| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:০৭

মেহেদি_হাসান. বলেছেন: খুব সুন্দর

০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৫| ০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




না আছে “ - এই শব্দটি আমি প্রায়ই বলে থাকি। সত্যি বলতে বেঁচে থাকাই এখন বড় ব্যাপার স্যাপার হয়ে দাড়িয়েছে। কবিতা বেশ ভালো হয়েছে। ধন্যবাদ। কবিতায়+++

আপনার কবিতায় কবি কাজী নজরুলের কবিতা দিচ্ছি আশা করি আপনি কবিতায় ভালো উত্তর খোঁজে পাবেন।


আসিতেছে শুভ দিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।
হাতুড়ি-শাবল-গাইতি চালায়ে ভাঙ্গিল যারা পাহাড়,
পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে সেবিতে যারা পবিত্র অঙ্গে লাগল ধূলি,
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।

তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে,
অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে,
সিক্ত যাদের সারা দেহ-মন মাটির মমতা রসে,
এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরি বশে।
তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি,
সকলের সঙ্গে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধূল।

কুলি মজুর
কবি কাজী নজরুল ইসলাম



০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৩

সামিয়া বলেছেন: তাই! না আছে শব্দ আপনি ইউজ করেন? খুব বেশি কি? তাহলে কিন্তু ওটা আপনার মুদ্রা দোষ। প্রিয় কবি নজরুলের সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপু

৭| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৯

রানার ব্লগ বলেছেন: আকাশ টা কি এমনি ছিলো না আপনি ইফেক্ট ব্যাবহার করেছেন, আমার ভাল লাগে নাই, দেখে মনে হচ্ছে আকাশের পেট খারাপ হয়েছে।

কিন্তু আপনার কবিতা খানি পড়ে আমি মুগ্ধ !!!! আপনি ছেলে হলে বলতাম আপনার হাত দু খানি দেন গলায় ঝুলিয়ে রাখি মেয়ে বলেই পারছি না কোথাকার তির কোথায় গিয়ে লাগে কে জানে !!!

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৭

সামিয়া বলেছেন: হাহাহাহা আকাশের আবার পেট খারাপ করা লুক হয় নাকি!!! :) না কোন ইফেক্ট ব্যাবহার করিনি ঐ দিন আকাশ টাই অমন ছিল। কবিতা প্রসঙ্গে যে অভিমত জানিয়েছেন তা আমার জন্য চরম অনুপ্রেরণা হয়ে থাকবে। "বড় কথা বড় ভাব আসে না ক' মাথায়, বন্ধু, বড় দুখে! অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছ সুখে!" প্রিয় কবি কাজী নজরুলের এই পংতিমালা আমার খুব প্রিয়।
ভালো থাকুন আর অনেক অনেক ধন্যবাদ।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই শীতে কুয়াশার সন্ধ্যা সময়েও আকাশের রঙ আলাদা,
....................................................................................
মানুষের মন
আর আকাশের রং
একই ব্যাপার !
বিশাল ক্যানভাসে , রং তুলির
আচঁড় কাটে
অচেনা শিল্পীর খেয়ালীপনা !!!

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৯

সামিয়া বলেছেন: অদ্ভুত সুন্দর একটা পেইন্টিং আর সঙ্গে পংতিমালায় ভালোলাগা রইলো। অনেক অনেক ধন্যবাদ।

৯| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৬

রানার ব্লগ বলেছেন: বড় কথা বড় ভাব আসে না ক' মাথায়, বন্ধু, বড় দুখে! অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছ সুখে!" প্রিয় কবি কাজী নজরুলের এই পংতিমালা আমার খুব প্রিয়।


আপনার প্রীয় পংতিমালা আমাকে দান করেছেন বুঝে আমি আহ্লাদে আটখানা !!!!

আকাশের মন খারাপ হতে পারলে পেট খারাপ হতে পারে না ???

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৯

সামিয়া বলেছেন: হুম পারে পারে, মানুষের এক জীবনে কত কিছু হয়, আর এ তো অসীম আকাশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.