নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

এইসব দিনকাল

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৮


ছবি আমার তোলা

এখন এই যে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়াইলো, যারা বাসের নিয়মিত যাত্রী তাদের কয়জনের এই এবিলিটি আছে রোজ রোজ এতগুলা টাকা ভাড়া দেয়ার, যাদের একটু সামর্থ্য আছে তারা তো আর বাসে চড়ে না, নিজেদের ভেহিকেলস ইউজ করতেছে।

গতবার যখন এই অবস্থা করেছিলো সরকার অর্থাৎ এক সীটে একজন যাত্রী শর্তে দুই সীটের ভাড়া একজন দিবে তখন আমি একদিন দেখলাম এক দিনমজুর মাটি কাটার কোদাল ঝাঁপি নিয়ে বাসে উঠতে চাইলো, সে নতুন বাজার বা তার আসে পাশে গিয়ে মজুরের কাজ করে সম্ভবত, তার কাছে উত্তরা থেকে নতুন বাজার চল্লিশ টাকা ভাড়া চাইলো হেলপার,
সে তার জীর্ণ শীর্ণ শরিল নিয়ে হেল্পারের সাথে ভাড়া নিয়ে দড় দাম করতে করতে বাসের সাথে সাথে দৌড়াইতে দৌড়াইতে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিলেন, তিনি দৈনিক মজুরের কাজ করে যদি সারা দিন বাবদ ৩০০ টাকা ও পান তবে ভাড়া বাবদ ৮০ টাকা চলে যাবে, বাকী তো দুপুরের খাওয়া আছেই, পরিবারের জন্য আর কি থাকবে তার।

কথায় আছে নির্যাতিতদের আরও নির্যাতন করাই মানব ধর্ম। যার আছে সে আরও পাইতে থাকে আর যার নাই তার উপর আরও আজাব।
আবার নতুন করে এক সীটে একজন বসার রুলস জারী হয়ে আরেক বিপদ হল আজ সকালে,
কয়েকশো মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে এক সময় বিক্ষোভ শুরু করে দিয়েছে, সে সময় অফিসগামী যাত্রীরা বাসে ওঠার সুযোগই পাচ্ছিলেন না, প্রায় সব বাসের দরজা বন্ধ, এক সীটে একজন তাদের হয়ে গিয়েছে বাসের দরজা খুলে কাজ কি, এই দিকে অফিস তো খোলা, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা নগণ্য, আবার যে করোনার ভয়ে এই এক সীটে বসার নিয়ম করেছেন সরকার সেই করোনার মধ্যে ঠেসাঠেসি করে যাত্রীরা দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা, স্বাস্থ্য সুরক্ষার বদলে করোনায় আক্রান্ত হবার কারখানা হয়ে আছে একেকটি সড়ক মহাসড়ক।
চাকরী তো করতে হবে দিগুণ ভাড়া দিয়েও তবু যেতে ইচ্ছুক অফিসগামী যাত্রীরা বাসে ওঠার সুযোগই পাচ্ছেনা, এটা কোন নাগরিক সুরক্ষা হল? চাকরী, জীবন, সব হারাতে হবে, নির্যাতিতদের আর নির্যাতন না করলে হয় না?

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: দুঃখ জনক পদক্ষেপ

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৯

সামিয়া বলেছেন: হুম :(

২| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৪

জুল ভার্ন বলেছেন: অদুরদর্শী সিদ্ধান্ত।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৫

সামিয়া বলেছেন: ঠিক :(

৩| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৭

গফুর ভাই বলেছেন: সরকার কেন এই রকম ভোদাই মার্কা সিধান্ত নেয় কিভাবে যা প্রাত্যহিক জীবনে প্র্যাক্টিক্যাল নাহ।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৭

সামিয়া বলেছেন: এই জন্যই গরীবের গরীবদের কারো নেতৃত্ব দরকার

৪| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:২০

ডার্ক ম্যান বলেছেন: অভিযোগ তো তুললেন কিন্তু সমাধান তো বাতলে দিলেন না

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৯

সামিয়া বলেছেন: সমাধান হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করা অথবা প্রতিটি অফিসের ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা, বাস্তবায়ন করার ক্ষমতা তো আমার হাতে নাই। :(

৫| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: এমনিতে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়।
বাস পাওয়া যায় না। সিট তো আরো দূরের কথা।
বাসের ভাড়া বাড়িয়ে সরকার ভুল করেছে। এটা ভীষণ অন্যায়। সরকার আসলে মানুষের দুঃখকষ্ট বুঝে না।

০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৯

সামিয়া বলেছেন: ঠিক :(

৬| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সরকার কি পারতো না বাস কোম্পানিগুলিকে প্রণোদনা দিতে যেন বাড়তি ভাড়ার চাপ যাত্রীদের উপর না পড়ে। বাস কোম্পানিগুলির অধিকাংশের মালিকই সরকারী দলের নেতারা। তাদের তো টাকা পয়সার অভাব নাই। জনগণের সেবা করার একটা সুযোগ তাদের জন্য ছিল।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৩

সামিয়া বলেছেন: ১০০% রাইট

৭| ০১ লা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪০

মোহামমদ কামরুজজামান বলেছেন: ছোট দেশ, গরীব মানুষ এবং সমস্যা অসীম।এর সাথে আবার জড়িত আছে আমাদের সামাজিক বৈষম্য এবং সাধারণ মানুষের জন্য কিছু না করা তথা সাধারণ মানুষকে যে যেভাবে পারে সেভাবে শোষন করার মানষিকতা।আর যে অন্তহীন সমস্যায় দেশ তথা সাধারণ মানুষ হাবুডুবু খাচছে তা থেকে সহসা বের হওয়ার কোন উপায় দেখা যায়না আর যাদের অনেক আছে তাদের এ ব্যাপারে কোন মাথা ব্যথাও নেই।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৪

সামিয়া বলেছেন: ১০০% সত্যি বলেছেন

৮| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সবারই উচিত এখন ব্যক্তিগত সাইকেল ব্যবহার করা।
এতে পরিবেশ ভালো থাকবে।
খরচও হবে কম।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:০১

সামিয়া বলেছেন: হ্যাঁ নাই মামার থেকে কানা মামা ভালো

৯| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আয়তন ও সম্পদের তুলনায় দেশের জনসংখ্যা কেবল বেশীই না অতিরিক্ত বেশী।
এটা আজ পর্যন্ত কেউ বুঝলো না।
আফসোস!

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:০২

সামিয়া বলেছেন: বাংলাদেশের কোন দিকই কেউ খেয়ালে নেয় ই না

১০| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:




সরকারী চাকুরী পেলে মানুষের জ্ঞানবুদ্ধি লোপ পায়।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৩

সামিয়া বলেছেন: সরকারী চাকরী পেয়ে একেকজন পৃথিবীর বাদশা হয়ে যায় :)

১১| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একসময় সব চলে যাবে নষ্টদের দখলে
নিরুপায় হয়ে দেখা ছাড়া কোন গত্যান্তর নাই।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৫

সামিয়া বলেছেন: অনেক কিছু অলরেডি চলে গিয়েছে

১২| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৮:৪৭

মা.হাসান বলেছেন: এর আগের বার অফিস বন্ধ ছিলো, মার্কেট বন্ধ ছিলো, ফলে যানবাহনের উপর চাপ পড়ে নি। সব খোলা রেখে বাসে সিট অর্ধেক করে দেয়ার সিদ্ধান্ত বাস্তব সম্মত না। উন্নত দেশ গুলোর তুলনায় আমাদের দেশের বাস ভাড়া খুব কম, কিন্তু আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা অনুসারে এটা অনেক বেশি। কোলকাতায় এ মাথা থেকে ওমাথা ১২ টাকা দিয়ে যাওয়া যায়। আমাদের মতিঝিল থেকে উত্তরা ৫০ টাকা লাগে। ট্রাফিক সিগনালে বাস আটকে রেখে প্রাইভেট কার আগে যেতে দেয়া হয়। কম আয়ের লোকজনের কষ্ট দেখার কেউ নাই। বিআরটিসির বাস গুলো চালালেও কিছুটা চাপ কমতো।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৬

সামিয়া বলেছেন: বাস্তব কথাগুলোই বলেছেন, আপনার অভিজ্ঞতার শেষাংশের জন্য অপেক্ষায় আছি, বাবু কি পেরেছে ঠিক ঠাক পৃথিবীতে আসতে??

১৩| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিদিনের যাতনা
ভুগছি নিরন্তর
তারউপর জ্বালা গাড়ীই থামছে না। গেট লক করে চলে যাচ্ছে!!!!
১০-১৫ টা গাড়ী পরে যদি ভাগ্য ভাল হয় তবে একটা হয়তো থামে! তা্ও যাত্রী দৌড়ায় ৫-৭ জন!
যে আগে উঠতে পারে!!!

খুবই দু:খ জনক!

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৬

সামিয়া বলেছেন: মানে মধ্যবিত্ত নিম্নবিত্তদের জীবন এইরকম খারাপই হবে এটাই সরকারী আইন হয়ে গিয়েছে।

১৪| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৯:৪৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাড়া বৃদ্ধিতো মাত্র কয়েক দিনের জন্য।কিন্তু অভিজ্ঞতা বলে বাড়লে আর কমে না।

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৯

সামিয়া বলেছেন: ভাড়া বৃদ্ধি, যানবাহনের স্বল্পতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোন দিকে যাবার উপায় নেই, খালি আলহামদুলিল্লাহ যে আমাদের দেশ এখনো মিয়ানমার হয়ে যায়নি।

১৫| ০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: সমস্যা নিরসনে সরকারকে কেউ ভালো বুদ্ধি দেয় না কেন?

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:১০

সামিয়া বলেছেন: বুদ্ধি দেয়ার অনুমতি নেই বলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.