নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

নিশি শেষে নিভে গেছে দীপালি আলোক

১০ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৭

ছবিঃ এইমাত্র সেলফি

তোমার কথা একসময় ভাবতে ভাবতে এমন কয়েক কোটি বছর গেছে যে তুমি ছাড়া আমি আর কিছু দেখিনাই দুই চোখে, তুমি ছাড়া কিছু শুনিনাই দুই কান দিয়ে, তোমার থেকে কাউরে সুন্দর ও লাগেনাই আমার চোখে, এইরকম ভুলের দুনিয়ায় বসবাস আমার ছিল আমি স্বীকার করি।

আমি মরে যেতে যেতে বেঁচে ফিরেছি আমার মায়ের কোলে নবজাতক শিশুর মতন; মা ছিল আমার একমাত্র আশ্রয়।

কোথাও কেউ নাই, তুমি নাই তুমিও নাইই, এই জিনিস মেনে নেওয়া আর জল্লাদের সামনে মাথা পেতে দাঁড়িয়ে থাকা একরকম অসহনীয় যন্ত্রণার, সেই যন্ত্রনার মাঝে মা ছিল।
মা সেদিন অপারেশন শেষে অস্বাভাবিক অস্থির চাহনি দিয়ে আমাকে কাছে ডেকে বললেন শত্রু ও তোর থেকে ভালো আমার অপারেশনের সময় পাশে ছিলিনা কেন? অপারেশন রুমে আমারে ঢুকিয়ে দিয়ে বাসায় যে চলে গেলি আমারে একলা ফেলে; এই কারনে তুই আজকের পর থেকে আমার কেউ না।
মা'র ব্রেনে এনেস্থেসিয়ার প্রভাব; বললাম আমি অপারেশন থিয়েটারের দরজায় দীর্ঘ সকাল থেকে সন্ধ্যা দাঁড়িয়ে ছিলাম, বললাম ভেতরে ঢোকার রুলস নাই এই জন্য ভেতরে আসতে পারিনাই, বললাম ওরা দরজায় দাঁড়ানোর জন্য ও ওয়ার্নিং দিয়েছিল বার বার।
মা কোন কথা মানেনা; না মানা প্রতিটি মানুষের মনের মতন, জীবনের সকল অপেক্ষা সকল তুমি জাতীয় সমস্যা, আশা আকাঙ্ক্ষার মেয়াদোত্তীর্ণ জীবন নিয়ে; মা'য়ের সুস্থতার অপেক্ষায় দাঁড়িয়ে আছি বহু বছর জড় পদার্থের মতন ব্যথা নেই আমার মনে শরীরে।

তুমি মোরে ভুলিয়াছো
তাই সত্য হোক
নিশি শেষে নিভে গেছে
দীপালি আলোক।
- কাজী নজরুল ইসলাম

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২১ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:



কি হচ্ছে, কিছু একটা ঘটেছে?

১০ ই জুন, ২০২১ বিকাল ৫:০০

সামিয়া বলেছেন: মা খুব অসুস্থ, হাসপাতালে।

২| ১০ ই জুন, ২০২১ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



শুভকামনা রলো, উনার সুস্হতা কামনা করছি।

১০ ই জুন, ২০২১ বিকাল ৫:২১

সামিয়া বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই জুন, ২০২১ বিকাল ৫:৩১

খায়রুল আহসান বলেছেন: লেখায় আপনার যন্ত্রণা ও কষ্টটা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। আপনার অসুস্থ মায়ের জন্য দোয়া এবং আপনার জন্য শুভকামনা রইলো।

১০ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৪

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।

৪| ১০ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সামিয়া আপু আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে
আপনার মায়ের দ্রুত আরোগ্য কামনা করছি।
আশা করি মহান আল্লাহ আপনার মাকে সুস্থ্য
করে আপনাদের মাঝে ফিরিেয়ে দিবেন।
সাহস রাখুন, ধৈর্য্য ধারণ করুন।
আল্লাহ পবিত্র কোরআনে বলেনঃ
'তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ কোরো না,
যদি তোমরা মুমিন হও, তবে তোমরা জয়ী হবেই। '

(সুরা ৩ আলে ইমরান, আয়াত: ১৩৯)

১০ ই জুন, ২০২১ বিকাল ৫:৫১

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

৫| ১০ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৯

লোনার বলেছেন: যখন অবসর/অবকাশ হবে, শুনবেন ইনশা'আল্লাহ্:

view this link

১৩ ই জুন, ২০২১ দুপুর ২:৪০

সামিয়া বলেছেন: ওকে

৬| ১০ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দোয়া করি আপনার মা দ্রুত সুস্থ হয়ে উঠুন ! আপনার জন্য শুভ কামনা !

১৩ ই জুন, ২০২১ দুপুর ২:৪১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

৭| ১০ ই জুন, ২০২১ রাত ৮:৩৩

শেরজা তপন বলেছেন: আপনার আম্মার দ্রুত আরোগ্য কামনা করছি-
এনেস্থেসিয়ার প্রভাব কেটে গেলে আবার বন্ধু হয়ে যাবেন

১৩ ই জুন, ২০২১ দুপুর ২:৪১

সামিয়া বলেছেন: জি, তাই'ই হয়েছে অনেক ধন্যবাদ

৮| ১০ ই জুন, ২০২১ রাত ৯:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: কেউ আপনার সম্পর্কে ভুল তথ্য দিয়েছে মনে হয় আপনার মার কাছে। অথবা আনেস্থেশিয়ার প্রভাব হতে পারে।

১৩ ই জুন, ২০২১ দুপুর ২:৪২

সামিয়া বলেছেন: এনেস্থিসিয়ার প্রভাব ছিল সবার সাথেই উল্টাপাল্টা কথা বলেছে , ধন্যবাদ।

৯| ১০ ই জুন, ২০২১ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: বোন ভ্রু প্লাক করার সময় হয়েছে।

১৩ ই জুন, ২০২১ দুপুর ২:৪৪

সামিয়া বলেছেন: আমি তো ভ্রু প্লাক করি না, পার্লার ঘষাঘষি এসব আমার পছন্দ না।
নেক্সট টাইম পোষ্টের সাথে যায় না এরকম মন্তব্য করে বিব্রতকর অবস্থায় ফেলবেন না। মন্তব্য খুঁজে না পেলে মন্তব্য করা থেকে বিরত থাকুন।

১০| ১১ ই জুন, ২০২১ রাত ৩:৩৩

অপু তানভীর বলেছেন: ''তোমার থেকে ভাল কেউ নেই, তোমার থেকে সুন্দর আর কেউ নেই'' এই ধারণা থেকে আমি এখনও বের হতে পারিনি । কবে বের হতে পারবো কে জানে !

হাসপাতাল আমার কখনও ভাল লাগে না । আপনার মা হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে আসুক ।

১৩ ই জুন, ২০২১ দুপুর ২:৪৫

সামিয়া বলেছেন: ওগুলো থেকে বের হওয়া যায় না আমৃত্য শাস্তি বলা যায়। মায়ের সুস্থতার জন্য দোয়া করেছেন আপনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

১১| ১১ ই জুন, ২০২১ বিকাল ৩:২২

অদ্ভুত_আমি বলেছেন: আপনার মায়ের দ্রুত আরোগ্য কামনা করছি।

১৩ ই জুন, ২০২১ দুপুর ২:৪৫

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

১২| ১৩ ই জুন, ২০২১ রাত ৩:০৭

নান্দনিক নন্দিনী বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
অনেকদিন বাদে ব্লগে কোনো লেখা পর পর তিনবার পড়লাম!
আপনার মায়ের জন্য শুভকামনা।

১৩ ই জুন, ২০২১ দুপুর ২:৪৮

সামিয়া বলেছেন: ভাগ্যিস লেখাটা বড় ছিল না!!! :) মন্তব্যে অনুপ্রেরণা। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.