নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

দূরত্ব

২৪ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

ছবিঃ আমার তোলা

ভালোবাসার অনুভূতি দিয়ে তোমারে অন্তর অনুভব করতে করতে বুঝলাম; তোমার মনের সীমারেখা ক্রস করতে চেয়ে আটলান্টিকার মাইনাস ৫০ ডিগ্রির ঠান্ডা জায়গায়; অদ্ভুত সুন্দর দিনের আলো ওদের! রাতের আকাশে সূর্য ডুবে ডুবে অথচ ডুবে না; ঐরকম একই জায়গায় থাকার মতন গভীর দেয়াল তোমার অন্তরে।

এমন দূরত্বের দেয়াল দেখে আমি বিস্ময়ে অবাক হই। তোমার সাথে আমার কোনদিন চেনা পরিচয় ছিল কি না মনে করতে পারি না আর। অথচ হিপনোটাইসের মতন ভালোবাসা নামক অদৃশ্য আবেগের উপস্থিতি আছে ২৪ ঘন্টা ৩৬৫ দিন।

শীতের সকালে যেমন ধানক্ষেত ঢেকে যায় কুয়াশায়, সময়ের পর্দায় ঢাকা পড়ে তেমনি আমাদের প্রেম; উথাল-পাথাল পনেরো- বিশ ফুট উচ্চতার সাগরের ঢেউয়ের নীচে।
কড়াই গাছের ডালে বাস করা এক ঝাঁক কাকের পরিবারও আমাদের চিনতো, অথচ বর্তমান মাথার মধ্যে আমি তোমাকে কখনো দেখিনি; চিনিও না; একইভাবে তুমিও আমাকে চেনো না।

বহু যুগ এইভাবে শেষ হয়ে গেল। সময় থেমে থাকলো আমাদের মাঝের প্রচলিত অতীত দিনে। ক্যালেন্ডার দিন গুনে রাখে নাই, হৃদয় পুরানো দিন গুলো গুনতে গুনতে ক্লান্ত।

তুমি সাহসী ভেবে ভুলভাবে বিশ্বাস নিয়ে; প্রার্থনা করতাম বোকার মত। যেন বনের মধ্যে পথ ভুলে হারিয়ে না যাও।একলা গাংচিলের মতন সমুদ্র ভ্রমণের জাহাজের পেছনে উড়ে উড়ে যেতে যেতে তোমার স্মৃতির টুকরো খুঁজি ভালোবাসার টানাপোড়েনে।

তোমার সাথে আমার যোগাযোগ নাই। অথচ আমরা অনন্ত বন্ধনে জড়িয়ে আছি; এই দূরত্ব, এই অভাব, সবকিছু মুছে
দুঃখ ভারাক্রান্ত শীতের সন্ধ্যায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১১

জনারণ্যে একজন বলেছেন: লেখা ভালো লেগেছে, সামিয়া। কয়েকটা লাইন তো অসম্ভব সুন্দর, কোট করার মতোই। দেখি, সময়-সুযোগ হলে আপনার এখান থেকে দু'একটা লাইন মেরে অন্য কাউকে গছিয়ে দেয়া যায় কিনা।

ফান করলাম, ভালো থাকবেন আপনি। আর এরকম সুন্দর আরো পোস্ট বেশি বেশি চাই।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২০

সামিয়া বলেছেন: কমেন্ট পড়ে কলিজা ঠান্ডা হয়ে গেলো, এরকম কমেন্ট পেলে তো রোজ একটি করে এরকম লেখা পোস্ট করাই যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৯

জুল ভার্ন বলেছেন: চমৎকার কাব্যিক প্রকাশ!

২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৬

সামিয়া বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.