নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি নেট
আর দুইদিন পর ডিসেম্বরের সাথে সাথে বছরটা শেষ।
বছরটা কেড়ে নিলো মাথার উপর বজ্রপাতের মতন হঠাৎ প্রিয় ভাইকে, আমি যে দুঃখের সাগরে ভাসতে ছিলাম পুরা বছর জুড়ে সেটা ভেবে এখন ক্লান্ত লাগছে।
লেবু চা বানিয়ে কাঁচের স্বচ্ছ কাপে ঢেলে দেখছি শেষ বিকেলের সোনালী রোদ চিকচিক করছে জানালায়।
তোমার দেখা নাই অনন্ত কাল ধরে, এই ব্যাপারটাও বড় একটা কষ্টের কারন।
এত সব অভাব নিয়ে ঠান্ডা মাথায় মানুষ ভালো থাকে কি করে? একটা প্রজাপতি ভুল করে ঢুকে পড়েছে ঘরে, কিছুক্ষণ উড়াউড়ি করে সেও ক্লান্ত হয়ে বসে আছে আমার পাশের দেয়ালে মন ভারী করে।
ছায়ার ভিতর ঝরছে ফুলের পাপড়ি। তোমার দুঃখ হবে ভেবে আমার এলোমেলো চুল চোখের নিচে ডার্ক সার্কেল ঢেকে রাখি হাসিমাখা মুখে।
আগামীতে এই সময় সব শোক কাটিয়ে উঠবো সময়ের সাথে সাথে হাঁটতে চলতে নানা সমস্যায় বর্ণে; গন্ধে; চিন্তায় কিংবা টুকটাক সুখে; মেমোরি লুজ হয়ে অটোমেটিক।
শুধু শুধু ভাগ্যের দোষ আর কত দেয়া যায়! বছরটাই খারাপ।
পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী। প্রতিটি সম্পর্ক, প্রতিটি মুহূর্ত, এমনকি আমাদের অস্তিত্বও। স্বপ্নের ভিতর বিশ্রী ভাবে কিছু লিখতে না পারার পর অবিশ্বাস্য দ্রুত গতিতে লিখতে চেষ্টা করতে করতে; কিছুই লেখা হয়ে ওঠে না; সাদা খাতা হাতে নিয়ে পরীক্ষার সময় শেষের শেষ ঘন্টাটা পড়ার আতঙ্কের মত টাইম লুপের রেজাল্ট হলো পৃথিবীর একেকটা নতুন বছর।
গাছপালা, নদী, পশুপাখি সবারই টাইম লুপে বিচরণ।
বৃথা মায়া বাড়ানো যে যেখানে আছে এই বিশ্বব্রহ্মাণ্ডে।
২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৪
সামিয়া বলেছেন: লিখবো ইনশাল্লাহ, ধন্যবাদ অনুপ্রেরণায়।
২| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৯
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আসলেই ক্ষনস্থায়ী। সব কিছু হারিয়ে ফেলে রিদয় দিয়ে বুঝতে পারছি। (রিদয় বানান টা ঠিক ভাবে লিখতে পারলাম না)
২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৫
সামিয়া বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন
৩| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৪
করুণাধারা বলেছেন: ২০২৫ আসবে সব দুঃখ ভুলিয়ে দিতে...
২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৫
সামিয়া বলেছেন: ইনশাআল্লাহ
৪| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানব জীবনের সাথে এই দুই-সুর আর অসুর উৎপ্রেপভাবে জড়িত। কেউ কেউ আবার হারিয়েও পেয়ে যায় কেউ আবার পেয়েও হারিয়ে যায় এই চলমান। কিন্তু বয়সটা আর ফিরে পাইনা। বছরগুলো চলে যাচ্ছে এক এক করে। এইতো সেইদিন আড্ডায় কতেকের সাথে একত্রিত হতাম। কিন্তু সবাই হারিয়ে গেছে। কারোর সাথে এখন আর যোগা-যোগ নেই! সবাইকে বিদায়ী বছরের ফেলে যাওয়া সুখ-দু:খ থেকে নিংড়ানো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গেলাম।
২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২২
সামিয়া বলেছেন: হুম ঠিক বলেছেন, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী। প্রতিটি সম্পর্ক, প্রতিটি মুহূর্ত,
এমনকি আমাদের অস্তিত্বও।
..............................................................................
পৃথিবী ঘুরছে
প্রতিনিয়ত আমাদের মনে করায়ে দিচ্ছে যে,
আজকের রাজা
আগামী দিনের ফকির !
তাও আমাদের হুঁশ হয়না,
আমরা মারামারি করি
আমানতের খেয়ানত করি,
অন্যর সম্পদ সুযোগ পেলে দখল করি:
মসজিদে মাথা ঠুঁকে বের হয়ে এসেই
অন্যায় চিন্তায় ডুবে যাই ।
..................................................
আগাম ২০২৫ নববর্ষের শুভেচ্ছা
https://cdn.pixabay.com/photo/2024/11/30/15/43/happy-new-year-2025-9235169_960_720.jpg
৬| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তোমার মনে সুখ এনে দিন। ক্ষণস্থায়ী দুনিয়া, এমনটাই হয়। আল্লাহ আমাদের হিদায়েতের পথে নিন।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: আপনি রেগুলার লিখবেন সময় পেলে । আপনার মধ্যে শৈল্পিক ব্যাপার রয়েছে।