![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি এইমাত্র তুলেছি
নিজের পরিচিত এই জগৎ
পাথরের দেহ ভরা কংক্রিটের শহর
এই ভাঙা শরীর, গুটিকয় স্বপ্ন নিয়ে
বহুদূরের কোনো বনে জঙ্গলে
একটা আলোর রেখা হয়ে মিলায়ে যেতে চাই,
আমি ভেতরে ভেতরে এতটাই দুঃখী।
চাইছিলাম
এই ভীষণ রকম হৃদয়হীন চেনা মানুষ
ভাই-বোন আত্মীয়-স্বজন লোকজনদের
একদম মুখ না দেখাতে।
কিন্তু
পা আটকা পড়ে বাস্তবের কদর্যতায়
ভেতর থেকে সাহস আসে না,
পরিবেশ পরিস্থিতি মুশকিলে ভরপুর,
আমার চার দেয়ালে ভরসার কিচ্ছু নাই।
রোজ একটা নতুন সকাল দেখি
মনে মনে
যেখানে এই আমি আর আমি না,
সেইখানে আমি প্রতিবাদ করতে পারি
মুখের উপর বিশ্লেষন করতে পারি
কে কত বেশি স্বার্থপর অপরাধী।
প্রায়
প্রত্যেক দিন
আমি একটা গাছ হতে চাই আসলে
যার শিকড় মাটির গভীরে নিরাপদ।
২৭ শে জুন, ২০২৫ রাত ৮:২০
সামিয়া বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
এম ডি মুসা বলেছেন: ভারী চমৎকার কবিতা
২৭ শে জুন, ২০২৫ রাত ৮:২১
সামিয়া বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০২৫ সকাল ১১:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।