নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্পঃ নিভৃতে

২৭ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:০৪



সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। শহরের এক কোণে, একটি ছিমছাম কফিশপে একা বসে আছে ছেলেটি। সামনে রাখা কাপে কফি ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু তার চোখ দুটো একদৃষ্টিতে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে।

মেসেঞ্জারের এক পুরনো ম্যাসেজ, যেটা সে এর আগেও বহুবার পড়েছে আজ আবার পড়ছে।
পাঠিয়েছিল মেয়েটি, সেই এক বছর আগে, যখন হঠাৎ করেই সে দূরে চলে গেল। কোনো অভিমান নয়, কোনো অভিযোগ নয়, শুধু এক বুক ভালোবাসা রেখে, সে হারিয়ে গিয়েছিল তার দেয়া সেই ম্যাসেজে লিখেছিল..
আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি আমাকে যে নিঃস্বার্থ ভালোবাসা, আস্থা আর বিশ্বাস দিয়েছো তা আমি কখনো ভুলবো না…
আমি থাকবো… তোমার স্মৃতিতে, তোমার ভালোবাসায়।

ছেলেটি চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকে, তার মনে পড়ে যায় সেই প্রথম দিনটা যেদিন মেয়েটি তার জীবনে এসেছিল, হালকা নীল শাড়ি, চোখে চশমা, আর মুখে মিষ্টি হাসি।

তারা একসাথে ছিল অনেকদিন, হাঁটতো, স্বপ্ন দেখতো, ঝগড়া করতো, অথচ আজ…

মেয়েটি জানতো, তাদের ভালোবাসার পথটা সহজ নয়। তার পরিবারের দায়, সমাজের দায়, ধর্মের দায়, তার নিজের ভেতরের যুদ্ধ, আর জীবনের অনিশ্চয়তা, সব মিলিয়ে সে হাল ছেড়ে দিয়েছিল, নিজেই চলে গিয়েছিল ছেলেটির জীবন থেকে নিঃশব্দে চলে যাওয়ার কোন ব্যাখ্যা না দিয়ে।

ছেলেটি ভাবতো মেয়েটি হয়তো কোনোদিন আবার ফিরে আসবে, হয়তো একদিন সকালবেলা হঠাৎ একটা ম্যাসেজ আসবে, কিংবা কোনো বইমেলায় দেখা হয়ে যাবে, সে অপেক্ষা করে… কিন্তু মেয়েটির আর কোনো খোঁজ পায় না, ছেলেটি ভেবে ভেবে হয়রান কেন চলে গেল! কেন এইভাবে নাই হয়ে গেল? কেন?

তবু ও রাগ করেনা অভিমান করেনা ও জানে, মেয়েটি আজও তাকে ভালোবাসে, তার ভালোবাসা হয়তো অন্য রকম নীরব, ত্যাগী, কোন প্রার্থনার মতো।

তারপর একদিন,
ছেলেটি আনমনে একটি মন্দিরের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় পূজার থালায় প্রদীপ জ্বালাতে দেখে ওর হারিয়ে যাওয়া ভালোবাসাকে, দূর থেকে।

হঠাৎ চোখে চোখ পড়লো দুজনের, কেউ এগিয়ে এলোনা, বোবা ভাষায় আর চোখের কোণে জল নিয়ে মেয়েটি মাথা নিচু করে হাঁটতে শুরু করলো।

পেছন ফিরে মেয়েটি একবারও না তাকিয়ে যেতে যেতে বলছিল;
যদি আর একবার একটু দেখতে পারতাম তোমায়।

ছেলেটি চুপচাপ দাঁড়িয়ে মনে মনে বললো,
তুমি ছিলে, আছো, থাকবে আমার ভালোবাসায়।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: তোমার জন্য এই গান আপুনি

২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৪

সামিয়া বলেছেন: খুব সুন্দর বিরহের একটি গান, গানটা আমি আগে শুনিনি, থ্যাংক ইউ আপু।

২| ২৭ শে জুলাই, ২০২৫ রাত ৯:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





দুজনের মাঝে যদি সেদিন একটু কথা হতো, তাদের মনটা কিছুটা হলেও হাল্কা হতো।

আমার লেখা এই গানটা দুজনের উদ্দেশ্যে থাকলো -

২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:০৭

সামিয়া বলেছেন: আমি একবার ভাবলাম যে ওদেরকে কথা বলাবো একসাথে কিছু সময় কাটানোর ব্যাপার ভাবছিলাম পরে আবার এন্ডিং করে দিলাম শর্টকাট। আরে বাহ আপনি তো বেশ গুণী মানুষ, গান লিখেন তা তো জানতাম না, খুব সুন্দর তো আপনার লেখা গানটি। অসাধারণ।

৩| ২৮ শে জুলাই, ২০২৫ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর গল্প।

২৯ শে জুলাই, ২০২৫ রাত ১২:০২

সামিয়া বলেছেন: থ্যাঙ্ক ইউ

৪| ২৮ শে জুলাই, ২০২৫ রাত ১০:৫০

অপু তানভীর বলেছেন: এমন একটা গল্প আমি নিজের চোখের সামনেই ঘটেছে। দুজন দুই ধর্মের হওয়ার কারণে তারা চলে গেছে দুদিকে, নিরবে..
তারা শুরু থেকেই জানতো এমন দিন কোন না কোন দিন আসবে তবুও ভালোবেসেছিল ! হায় ভালোবাসা!

২৯ শে জুলাই, ২০২৫ রাত ১২:০৬

সামিয়া বলেছেন: হুম বাস্তবে ঘটতেই পারে আমি বিশ্বাস করি, এটা আসলে আমাদের সমাজের কমন গল্প, যদিও আমি কল্পনা করে লিখেছি, তবে আরো কত রকম সমস্যার কারনে মানুষ এক বুক ভালোবাসা নিয়েও আলাদা হয়ে যায়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.