নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

সবাই তো শুধু মুখে মুখে ভালোটা দেখে ভেতরটা নয়

২৯ শে জুলাই, ২০২৫ রাত ১২:৩০



আমি আমাকে জানি, জানি আমি একলা থাকলে, অনেক নিরবতা আমার দরকার হয়। নিরব থেকে চুপচাপ কাজ করে গেলেও
কিছু মানুষের কাছে কিছুতেই ভালো হওয়া যায় না।
তারা বলে, এর এই ভুল; সেই ভুল; এটা খারাপ ওটা খারাপ। কথা না বললে এত চুপচাপ কেন? কথা বললে কথা বেশি হয়ে যাচ্ছে!
সবার সাথে ভাব! পার্সোনালিটি নেই একদম।

মানুষ বোঝে না আমি হতাম ঠিক তখনই ভালো; যখন আমার আশেপাশের মানুষেরা আসলেই ভালো কিছু হতো। যদি না থাকতো অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, তাচ্ছিল্যের হাসি, মুখে মুখে ভালোবাসা,
ভালো কথা।

আমি চাই না, সবাই আমাকে পছন্দ করুক। আমি শুধু চাই আমার চুপ থাকা যেন কাউকে অস্বস্তিতে না ফেলে, আমার হাসিমাখা উত্তর যেন প্রশ্নবানে বিদ্ধ না হয়।
আমিও তো মানুষ। যন্ত্র না যে সারাক্ষণ পারফর্ম করবো,কিংবা অভিনেতা অভিনেত্রী!! যার প্রতিটা আচরণ দর্শকনন্দিত হতে হবে।

আমাকে দেখো আমি তোমাদের মত রক্ত মাংসের মানুষ; আমি কোন কাঠের পুতুল নই, আমার একটা মন আছে, সেটা নিয়ে কিছুক্ষণ একা থাকতে দাও।

আমার কারো প্রতি কোনো অভিমান নেই। কারণ আমি জানি, আমি চেষ্টা করি কারো ক্ষতি না করে বাঁচতে। আর সেটাই অনেক সময়
এই পৃথিবীতে 'ভালো না হওয়ার' সবচেয়ে বড় অপরাধ।

আমি জানি, আমি কেমন। জানি আমি কোথায় ঠিক করেছি,
কোথায় ভুল। ব্যস আর কিছু বোঝানোর নেই। সবাই তো শুধু মুখে মুখে ভালোটা দেখে
ভেতরটা নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.