নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

আমি তবু স্বপ্ন দেখে যাই

১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১০


আজ হঠাৎ চোখে জমেছে অশ্রু,
ঘুম পালিয়েছে জানালার ফাঁক দিয়ে।
দীর্ঘশ্বাস আমার বিগত দিনের বেদনা,
ভিজে গেছে সব ভুল করা শত নীড়ে।

আমি তবু স্বপ্ন দেখে যাই
ক্রমাগত কত মিথ্যা ভালোয় হারাই।

চায়ের কাপটা ঠান্ডা হয় একা,
বাষ্পের ভেতর তোমার মুখটা দেখি।
ঘড়ির কাঁটা থেমে যায় মাঝে মাঝে,
বুকে জমে থাকে কিছু না বলা স্মৃতি।

আমি তবু স্বপ্ন দেখে যাই
ভাঙা আয়নায় আমায় খুঁজে পাই।

রাতের বাতাসে গন্ধ থাকে কষ্টের,
অচেনা হাওয়া ছুঁয়ে যায় যন্ত্রণা।
বালিশের পাশে পড়ে থাকে সুখ স্মৃতি,
হারিয়ে যাওয়া সম্পূর্ণ প্রার্থনা।

আমি তবু স্বপ্ন দেখে যাই
বাতাসে পৃথিবীর মায়ার গন্ধ পাই।

সকাল হলে আলো নামে দুঃখের,
ব্যর্থ বেদনার ছায়া থাকে এই মনে।
হাহাকারের কষ্ট গলায় নামে,
তোমার না রাখা কথা ভরা অন্তরে।

আমি তবু স্বপ্ন দেখে যাই,
ঝরা পাতার শব্দে গান সাজাই।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: সামিয়া,



আশায় আশায় যায় দিন! তাই মানুষকে স্বপ্ন দেখে যেতেই হয়......

২| ১৬ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৩১

মেহবুবা বলেছেন: কঠিন বাস্তবে অনেক সময় স্বপ্ন মানুষকে শান্ত রাখে।

৩| ১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১১

অপ্‌সরা বলেছেন: আশা আর স্বপ্ন আছে বলেই জীবন এত সুন্দর!!!

৪| ১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.