নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

ভেতরের ভাঙন

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ২:৫০



আমি ভেতর থেকে ভেঙে পড়েছি এক নিরব যন্ত্রণায়, অথচ বাইরের চালচলনে বজায় রেখেছি নিখুঁত স্বাভাবিকতা। আমার অন্তরে প্রতিনিয়ত এক অন্তহীন ভিড় তর্ক, অভিযোগ, মুখোশ আর অভিনয়। প্রতিদিন সকালে ঘুম ভাঙলে মনে হয় যেন এক নতুন যুদ্ধক্ষেত্রে পা রাখছি, যেখানে অস্ত্র হলো শব্দ আর আঘাত আসে কেবল ভুল মানুষের মতামতের ভিত্তিতে।

এই পৃথিবী সত্যিই এক অদ্ভুত নাট্যমঞ্চ। এখানে সত্য, সততা আর সৌন্দর্য সবই ঢাকা পড়ে থাকে অকৃতজ্ঞতার স্বার্থপর মন-মানসিকতার নিচে। সাধারণ মানুষের মুখে হাসি দেখা যায়, কিন্তু সেই হাসির গভীরে লুকিয়ে থাকা ক্লান্তিটুকু কেউ দেখতে চায় না, দেখেও না। সবাই এখানে নিজেকে নিয়ে অভিনয় করছে সেটা নিজের সাফল্য হোক, ব্যর্থতা হোক, এমনকি নিজের দুঃখও হোক। আজকাল দুঃখ সাজানো, আনন্দ পরিকল্পিত, আর প্রেমও যেন কেবলই প্রদর্শনীর অংশ।

হে প্রভু, তুমি নিশ্চয়ই দেখছো, এই যুগে সবাই বিশ্লেষক, সবাই সমালোচক। সবাই কথা বলে, উপদেশ দেয় কী ভালো আর কী খারাপ, কিন্তু ভালোটা কেউ করে না, আর খারাপ কাজটার ফলাফলও কেউ ভোগ করে না। সবাই বিচারক, কিন্তু কেউ বিচারাধীন হতে রাজি নয়। প্রতিটি মানুষ এখন নিজেই নিজেকে সেরা মনে করে, নিজেই সমালোচক, আবার নিজেই নিজের প্রচারক।

আমাকে গুছিয়ে দাও হে প্রভু আমি এই বুদ্ধিজীবীদের কোলাহল থেকে মুক্তি চাই। এই অনন্ত তর্ক, এই ছোট ছোট অহংকারের ধুলো আর দুর্ব্যবহার সব যেন মুছে যাক আমার অন্তর থেকে। আমি ফিরে যেতে চাই সেই দিনে, যখন জীবনের মানে ছিল কেবল একটুকরো নিঃশব্দ শান্তি; যখন মানুষ ছবি আঁকতো নিজের মুগ্ধতা থেকে, গান লিখতো ভালোবাসা ভরে, আর কবিতা জন্ম নিতো কোনো নিঃসঙ্গ বিকেলে।

আজ মানুষ সেই বিস্ময় হারিয়ে ফেলেছে। এখন বিস্ময়ের জায়গায় এসেছে লোক-দেখানো বিজ্ঞাপন, তীব্র প্রতিযোগিতা, আর কীভাবে অন্যকে হারানো যায় বা ছোট করা যায় সেই অপমানপ্রবণ নীতি।

আমি ক্লান্ত, প্রভু। এই সাজানো ভুবনের ছদ্ম আলোতে আমি আর বাঁচতে পারছি না। আমি চাই না কেউ আমাকে বিশ্লেষণ করুক; আমি চাই শুধু একটু নিঃশব্দতা‌ যেখানে আমি আমার ভেতরের মানুষটাকে চিনতে পারবো, যেখানে কোনো মাপকাঠি থাকবে না, কোনো তুলনা থাকবে না।
আমার শব্দগুলো যেন আবার মাটির গন্ধ পায়, আমার চোখ যেন আবার মুগ্ধ হয় শিশিরে ভেজা সকালের আলোয়, আমি এই পৃথিবীর অভিনয় থেকে বেরিয়ে এসে যেন সত্যিকারের শ্বাস নিতে পারি, যার মধ্যে থাকবে শান্তি ও সুখের জীবন আর নির্মল আলো।

ছবিঃ ফেইসবুক

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৩:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হে প্রভু আমি এই বুদ্ধিজীবীদের কোলাহল থেকে মুক্তি চাই।
.......................................................................................
পৃথিবী কাউকে এককভাবে বাচঁতে দেয়না ।
প্রত্যকে নিজ নিজ কর্মফলের প্রত্যাশা করে ।
ভালো সমাজ আমাদের সুস্হতা দেয়,
আর অসুস্হ পরিবেশ আমাদের কে আস্তাকুঁড়ে নিক্ষেপ করে ।

২| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৩:০১

এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর লেখা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.