| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে রোদের হালকা আলোয় ভরা প্রকৃতি, মুখে লেগে থাকা ভালোলাগার হাসি, হাতে কফির কাপ অলস বিকেলে
মাঝে মাঝে ফুলের ঘ্রাণ, আর একটুখানি প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটানো, এই তো জীবনের সুখ।
ছবিঃ১ রোদ এসে নরম আলোয় তাকে ছুঁয়ে বলছে
তুমি থাকো, এভাবেই নিঃশব্দে, এই পৃথিবীর কোলাহলের বাইরে, ছোট হয়ে, সুন্দর হয়ে,
একেবারে চিরকাল।
ছবিঃ২ রেললাইনের ওপরে ফুটে আছে সাদা, হলুদ, গোলাপি আর নীলচে রঙের বুনো ফুলেরা,
যেন আকাশের টুকরো এসে বসেছে এই পথে।
ছবিঃ৩ ধুলো, শ্যাওলা, ফুল আর রোদ মিলে বানিয়েছে নরম ক্যানভাস।
ছবিঃ৪ গাছে পাতায় জীবনের বসবাস
ছবিঃ৫ ভাঙা দেওয়ালের রঙচটা বুকে এক মুঠো সবুজ জন্মেছে। তার পাতার কোলে বসে আছে এক ক্ষুদ্র প্রজাপতি,
যেন পৃথিবীর সব রঙ এসে থেমেছে তার ডানার কিনারায়। পেছনের মলিন ইটের গায়ে
জীবনের ক্লান্ত ছোপ।
ছবিঃ৬ ভরদুপুরের আলোও এসে বলে যায়, সবচেয়ে পুরোনো আর ক্ষুদ্র হৃদয়েও
থাকে নতুন দিনের সম্ভাবনা।
ছবিঃ৭ প্রিয় জবা
ছবিঃ৮ পাতার উপর বসে থাকা নীল প্রজাপতি
একটুখানি নীল স্বপ্নের মত আমার।
২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৫১
সামিয়া বলেছেন: তেমন কিছু না , এই আর কি প্রকৃতির ছবি তুলতে ভালবাসি। ধন্যবাদ।
২|
২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১৪
জেনারেশন একাত্তর বলেছেন:
মানুষের উপস্হিতি না'হাকলে ছবি সুন্দর হয় না।
২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৫২
সামিয়া বলেছেন: হুম। কেমন আছেন আপনি
৩|
২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছবি ব্লগে স্বাগতম
ধীরে ধীরে আরও পরিপূর্ণতা আসবে ।
২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৮
সামিয়া বলেছেন: দশ বছরে যে পূর্ণতা এলো না, সে তো আর কোনদিন আসবে না। ভালো লাগে তাই ছবি তুলি পূর্ণতা আসলে চাই ও না আর। ধন্যবাদ
৪|
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:২৯
ডার্ক ম্যান বলেছেন: কি দিয়ে ছবি তুলেছেন।
কোথায় তুলেছেন
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:১১
বিজন রয় বলেছেন: আপনি অত্যন্ত রুচিশীল।