| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার তোমাকে স্মরণ করার অবকাশ নেই প্রিয়,
তবু জীবনটা বুঝে গেছে নিঃশব্দে ঠিকই,
যতই দেখাই আমি আনন্দময় হাসি
জীবন জানে, মন এখনও উড়াউড়ি অনাদিকাল একই দিকে।
তুমি চাওনি আমার ভালো থাকা মন থেকে
জানি,
তাই কষ্টগুলো সাজিয়েছি ভালোবাসি নামে,
বৃষ্টিভেজা বিকেলে চায়ের ধোঁয়ায় ভেসে,
জীবন বলেছে, এক ভুলেও প্রেম টিকে থাকে?
জীবন নানা বিপদের ভেতর থাকে,
তোমার স্পর্শের শব্দে বাজে পুরোনো কথা,
প্রিয়, তুমি কি জানো, কতবার চেষ্টা করেছি,
নিজেকে বোঝাতে
ভুল ভালোবাসা মন থেকে ঝেড়ে মুছে ফেলে দিতে হয়
অথবা এক সময় ঝরে পরে ঝরা পাতার মত।
তোমার নাম এখনো জড়িয়ে আছে স্বপ্নের ভেতর,
জীবন বলে, তুমি ফিরবে না, তবু বিশ্বাস রাখি,
রাতের শেষ প্রহরে ঘুম ভাঙলে,
চোখের কোণে জমে থাকা অশ্রু নামে ধীরে।
চোখের নিচে জমে থাকা ব্যর্থ আলোয়,
এখন প্রায় নির্লিপ্ত ভঙ্গিতে কাটাই সন্ধ্যা,
হৃদয়ের হাসি মুছে গেলে জানি
জীবন মানে শুধু পথ চলা একা স্বাভাবিক।
রুটিন করেছি সময়ের মতো কঠোর,
তাতে নেই কোনো তুমি, তবু বিষন্ন প্রহর,
বুকের ভেতর এক অসমাপ্ত ব্যথা
তোমার নামেই শেষ হয় সব কথা।
প্রিয়, আজ তোমার নামটা আর লিখি না কোথাও,
তবু চুপিচুপি চোখ রাখি তোমার প্রতিটা ছবিতে,
জীবন জেনে গেছে এ প্রেম শেষ হবে না,
শুধু রূপ পাল্টায়, চাঁদ যেমন আলো পাল্টায় রাত ও দিনে।
ছবিঃনেট
২|
০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৩:১৮
সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:২২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভালো লাগা।