| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ষড়ঋতুর এই দেশের বিজয়ের গল্প, পায়ে হেঁটে পার হয়ে নয়, রক্তে ভেসে ভেসে দূর্গম পথ অতিক্রম করে এই বিজয় পাওয়া আমাদের। আমাদের দেশের পতাকায় সবুজের মাঝে লালের ইতিহাস। এক দেয়াল থেকে আরেক দেয়াল
রক্তের দামে লেখা নাম, লাখো শহীদের নাম, বাতাসে কাঁপতে কাঁপতে ভেসে থাকে আজো নতুন নতুন নাম যুক্ত হয় তাতে।
গ্রামপথে নুয়ে থাকা ধান আর কাদামাটির নীরব সাক্ষ্যে, আজকের এই দিনেই বাংলার বুক চিরে উঠেছিল লাল সূর্য বিজয়ের ১৯৭১।
বর্ষার পানির মতোই চোখে জমে ছিল মায়েদের প্রার্থনা।
শোনার মানুষ খুব কম; যারা শুনতে পেরেছে, তাদের প্রত্যেকের বুকে গেঁথে আছে ইতিহাসের ব্যথা।
আমাদের এই বিজয় মানে শুধু আনন্দ নয়;
এর সঙ্গে মিশে আছে অসংখ্য হারানোর বেদনা; যা ছিল, আছে, আর থেকে যাবে।
এতদিনের ক্লান্তি শেষ হয়ে আসছে মনে হলেও, এই মাটিতে সাহস এখনো চাষ হয়। মনুষ্যত্ব ফুরিয়ে গেলে দেশ নির্জিব হয়ে যায়, উষ্ণতা হারায়। তাই মানুষ হয়ে থাকাটাই এখানে সবচেয়ে জরুরি পরিচয়।
মৃদু রোদে গা মেলে বিজয়ের সকাল। সবুজ-লাল রঙে ঢেকে যায় নীরব মন। চায়ের কাপে ধোঁয়ার সঙ্গে ভাসে ভবিষ্যৎ, যারা প্রকৃত দেশপ্রেমিক, তারাই স্মৃতি, দায়িত্ব আর ত্যাগের ভার কাঁধে নিয়ে দেশটাকে বাঁচিয়ে রাখে।
দুর্নীতি, ক্ষুধা, অবহেলা পানির মতোই এখনো চারদিকে। বিজয়ের দিনে কেউ কেউ শপথ নেয়, কেউ নেয় না। তবু কুয়াশা ভেদ করে উঠে আসে এক দৃপ্ত আশা। দিনটা যেন বলে ভুলে যেও না পথ। ক্ষমা করে নয়, সংশোধন করে এগোতে হবে। এই বিস্তৃত বাংলাদেশই আমাদের সব ভুল, সব সংশোধন আর সব কষ্টের সব স্বপ্নের চূড়ান্ত সত্য।
২|
১৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:২১
এম ডি মুসা বলেছেন: শুভেচ্ছা বিজয়ের
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।