| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢেউয়ের পরে ঢেউয়ে ঢেউয়ে ক্লান্ত কথা,
লোনাজলে রোদ্দুর রঙে মন রাঙে,
ডোবার আগে সূর্য যেমন একটু থামে,
এত পাওয়ার পর ও কেন হৃদয় ভাঙে।
বালির বুকে পায়ের ছাপে অস্থায়ী ঘুম,
পাথরের গায়ে লেগে থাকে শত গল্প ভারী,
নরম ঢেউয়ে চুপিসারে ক্ষত শুষে নেয় আজ,
সমুদ্র শেখায় ভাঙলেও তবু আমরা চলতে পারি।
বারো মাসের দহন পেরিয়ে শান্তি,
শীতল জলে ধুয়ে যায় ক্লান্ত প্রাণের শ্বাস,
অভ্যাস হয়ে ওঠে ভাঙন আর জোয়ারে,
ঢেউ সরে গেলে বালির নিচে চাপা দীর্ঘশ্বাস।
সমুদ্রের থেকে সুন্দর
পৃথিবীতে আর কী হতে পারে
যেখানে সূর্য ডোবে সূর্য ওঠে আশ্বাস দেয় বাঁচতে,
মানুষেরা ভেঙ্গে চুরে আবার গড়ে; ফিরতে শিখে।
২|
১০ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৫
সুলাইমান হোসেন বলেছেন: সুমুদ্রের তলদেশ আরোও সুন্দর,এবং সমুদ্রের বৈচিত্রময় এবং রহস্যময় প্রানীকূল ও অনেক সুন্দর
৩|
১০ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঢেউ সরে গেলে বালির নিচে চাপা দীর্ঘশ্বাস।
........................................................................
ভালবাসা হারায়ে গেলে
বেচেঁ থাকা মানে কঠিন সর্বনাশ !!!

৪|
১১ ই জানুয়ারি, ২০২৬ ভোর ৬:২৯
ডঃ এম এ আলী বলেছেন:
সমুদ্রের দিকে তাকালে সকলেরই মনে হবে
সমুদ্রের থেকে সুন্দর আর কিছু নেই পৃথিবীতে তবে
দৃষ্টিকে আরো একটু প্রসারিত করলে দেখা যাবে
আকাশ ভরা নীলিমায়, বাতাস ভরা গান
স্বর্গ মর্ত মেলায় তবু শ্রেষ্ঠ মানব-প্রাণ।
পাহাড় ডাকে স্থির হয়ে, নদী বয় অবিরাম
মানুষ বুকে রয় অগনিত স্বপ্নের বিশ্রাম
তার চোখে জ্বলে প্রশ্নবাতি, মনে দয়া-ভয়
ভাঙে সে আবার গড়ে নেয়, হারিয়েও হয় জয়।
পশু পাখি ফুলে আছে রূপ, তারা নীরব ছবি
মানুষই শুধু কাঁদতে জানে, হাসতে জানে সবই
আকাশ মর্ত স্বর্গের মাঝে তাই সত্য এটাই
তাই নীজের দিকে যদি ফিরে তাকাই
মানুষের চেয়ে সুন্দর সৃষ্টি নেই যে ভাই।
যাহোক আপনার সুন্দর কবিতাটি পাঠে মুগ্ধ ।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পানি থেকে মানুষের সৃষ্টি তাই সমুদ্রের প্রতি থাকে মানুষের দুর্নিবার আকর্ষণ।