![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুয়াল্লিশের শপথ
সামস সুমন
১৬/১২/১৫
এই স্বাধীনতা,
এই বিজয়োল্লাস,
এই মুক্ত বিহঙ্গ, বিশুদ্ধ বাতাশ,
সবুজ মাঠ, রক্তিম সূর্য,
রুপালী নদী, সুনীল আকাশ,
তোমার জন্য...
শুধু তোমার জন্য হে যুদ্ধ শিশু,
শুধু তোমার জন্য-
শুধু অপেক্ষা-
অপেক্ষা নিরন্তর নয়।
কেবল তো কেটে গেছে চুয়াল্লিশটি বছর,
হাজার বছরের পরাধীনতা-
সে তো কিছু নয়,
হারমানি এই লজ্জায়।
স্বাধীনতার আড়ালে যে পরাধীন স্বত্তা,
তা শুধু ঘৃণারই নয়, অপমানের।
আজ জোঁকের মতো আকড়ে ধরা-পরাধীন
সেই স্বাধীনতার মুক্তি চাই।
মুখোশের আড়ালে আবদ্ধ যে স্বাধীনতা
বন্দি শিবির থেকে মুক্ত করে
তোমার দুহাতের আজলা ভড়ে দেব।
তোমার মায়ের চোখের কোনে
জমানো জল,
সে জলকে আমি মুক্তদানায় মুড়িয়ে দেব।
এ আমার অঙ্গিকার নয়,
তোমার প্রাণের দাবি,
আমার দৃপ্ত শপথ।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
সামস সুমন(LBB) বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৬
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার । শুভ ব্লগিং।