![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে এখনও ঠিক মতো জানতে পারিনি।
কয়েকদিন ধরে ফেসবুক, টুইটার, ব্লগ, অনলাইন মিডিয়াগুলোতে আলোচনার শীর্ষে অবস্থান করছে সানি লিওনের ঢাকা সফর। পোস্ট এর পর পোস্ট দেখছি সানি লিওনকে ঢাকা আসা ঠেকাবে হেফাজত, আপনি কি একমত? কিন্তু বাস্তবিক অর্থে আমাদের মতামতের কি খুব বেশি মূল্যায়ন আছে এখানে? আর তাছাড়া প্রায় ৯০% মুসলিম এর এই দেশে শুধু কি হেফাজতেরই দায় পড়েছে সানি লিওনকে আটকানোর? নাকি তাদের রক্ত বেশি হয়েছে যে, সানি লিওনকে আটকাতে তাদের আরও একটু রক্ত ঝড়াতে হবে।
সানি লিওন বিশ্বের প্রথম শ্রেণীর নামী এবং দামী বেশ্যা! মানলাম, কিন্তু বাংলাদেশে কি এরকম স্বনামধন্য বেশ্যা নেই? ক’দিন আগে হ্যাপির দেহে এগারো জনের ডিএনএ ট্রেস পাওয়া গেলো? তাকে কি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ্যা বলা যায় না? এছাড়া প্রভা, নাইলা নাঈম এদের কথা না হয় নাই বললাম। এছাড়া চলচিত্র এবং মিডিয়ায় যারা কাজ করে তাদের একাধিক জনের সাথে শারীরিক সম্পর্ক নিয়মিত ঘটনা। পার্থক্য একটাই সানি লিওনেরটা ভিডিও করা হয়েছে, প্রচার হয়েছে, প্রসার হয়েছে। কিন্তু বাংলাদেশিদের গুলো প্রচার হয়নি কিংবা হলেও বাঙ্গালীর কোন দায় পড়েনি তাদেরকে বয়কট করার। বরং তারা চুপি চুপি কাঁথার নিচে শুয়ে মোবাইল স্ক্রিনে সেগুলো দেখে ঘৃণা ভিন্ন আনন্দটাই বেশি পেয়েছে। আজ আমি ফেসবুকে হেফাজত কে সাপোর্ট দিলাম আর তলে তলে সানি লিওনকে উপভোগ করলাম তাহলে দু’টার মধ্যে ফারাক কি হলো?
যতোদিন আমাদের মূল্যবোধের পরিবর্তন না হবে ততোদিন এসব নিয়ে ফেসবুক কিংবা ব্লগে অহেতুক চিল্লাচিল্লির কোন মানে হয় না। আমি হেফাজতের পেইজে সাপোর্টের পর সাপোর্ট দিলাম, লাইক কমেন্ট এবং শেয়ার করলাম। হেফাজত বুঝলো যে তাদের অনেক সাপোর্ট। কিন্তু তারা প্রতিরোধ করতে গিয়ে দেখলো, আমি যথারীতি বিশ্ববিদ্যালয়ের হল এ নাক ডেকে ঘুমাচ্ছি। ফলাফল হিসাবে মাদ্রাসার কিছু নিরীহ ছাত্র পুলিশের গুলিতে প্রাণ হারাবে। কেউ তাদের খোঁজ নিবে না কোনদিন। কারন বাঙ্গালী হলো হুজুগে জাতি, তাদের কাছে উলঙ্গ সানি লিওনের যতোটুকু মূল্যায়ন আছে ততোটুকু মূল্যায়ন একজন ধর্মপ্রাণ মুসলিমের প্রতি নেই।
আমি জানি সানি লিওনের ঢাকা সফর শুধুমাত্র হেফাজত আটকাতে পারবে না। বাঙ্গালী মুসলিমদের ধর্মীও চেতনা যতোদিন না জেগে উঠবে ততোদিন শুধু হেফাজত কিছু করতে পারবে না। হেফাজতের উচিত অহেতুক রক্তের অপচয় না করে বাঙ্গালীর ধর্মীও চেতনাকে জাগাতে কাজ করা। ধর্মপ্রাণ মুসলিমের একফোঁটা রক্তও অনেক দামী। শুধুমাত্র একজন বেশ্যার জন্য সেই রক্তের অপচয় কারও কাম্য নয়।
২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯
সানিম মাহবীর ফাহাদ বলেছেন: মন্তব্যের জন্য ধইন্যা বেরসিক কথক
২| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫১
হিন্দোল শাহ বলেছেন: চমৎকার বিশ্লেষণ।লিওনির খদ্দেররা এদেশের শাসক-শোষক গোষ্ঠী। সুতরাং এদের বিপক্ষে অহেতুক রক্তক্ষয় করে লাভ নেই।
২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮
সানিম মাহবীর ফাহাদ বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ হিন্দোল শাহ
৩| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০০
ইলি বিডি বলেছেন: বাঙ্গালী হলো হুজুগে জাতি, তাদের কাছে উলঙ্গ সানি লিওনের যতোটুকু মূল্যায়ন আছে ততোটুকু মূল্যায়ন একজন ধর্মপ্রাণ মুসলিমের প্রতি নেই। ধর্মপ্রাণ মুসলিমের একফোঁটা রক্তও অনেক দামী। শুধুমাত্র একজন বেশ্যার জন্য সেই রক্তের অপচয় কারও কাম্য নয়।
ধইন্যা..।
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২৯
সানিম মাহবীর ফাহাদ বলেছেন: সহমতের জন্য আপনাকেও ধইন্যা
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৩
বেরসিক কথক বলেছেন: চমৎকার পোস্ট, ক্যরি অন