নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রচলিত অর্থে কোন লেখক নই তবে লেখালেখিটাকে অন্তর থেকে ভালোবাসি। তাই ভালোবাসার টানেই মাঝে মাঝে সমাজ, সংস্কৃতি এবং প্রযু্ক্তি নিয়ে দু’এক লাইন লেখার চেষ্টা করি।

সানিম মাহবীর ফাহাদ

নিজেকে এখনও ঠিক মতো জানতে পারিনি।

সানিম মাহবীর ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

কান ধরার সংস্কৃতি অপসংস্কৃতি :: ন্যায় অন্যায় যেখানে বিবেচনার বাহিরে!

২২ শে মে, ২০১৬ সকাল ৯:৪৯

আমি কান ধরার এই ঘটনায় মোটামুটি ভালোই অবাক হয়েছি! শ্যামল কান্তির কান ধরায় না, যারা এর প্রতিবাদে কান ধরেছে তাদের জন্য। আমার কাছে শিক্ষক মানে হলো পথপ্রদর্শক। যিনি তার ছাত্রদেরকে সত্য ও ন্যায়ের কথা শিক্ষা দিবে। তাদেরকে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ গড়তে সহযোগিতা করবে। কিন্তু কোন শিক্ষক যদি স্বীয় কাজ না করে ছাত্রদের মধ্যে সংঘাত, ধর্মীয় বৈষম্য, কটূক্তি ইত্যাদি শিক্ষা দেয় তাহলে তাকে শিক্ষক নামক সম্মানিত পদবী দিতে আমি নারাজ। ইসলাম ধর্মে আছে, ‍“তোমরা অন্য কোন ধর্মকে কিংবা তাদের ঈশ্বরকে গালি দিও না, তাহলে তারা তোমার সৃষ্টিকর্তাকেও না বুঝে গালি দিবে”। আমি কখনোই কোন ধর্মপ্রাণ মুসলিমদের কিংবা আমার কোন শিক্ষককে অন্য ধর্মকে অবমাননা করতে দেখিনি। কিন্তু শ্যামল কান্তি আল্লাহ্‌ কে অবমাননা করেছে। এর ফলে একজন প্রকৃত শিক্ষকের যে মর্যাদা তা থেকে সে বিচ্যুত হয়ে গেছে। তার শাস্তি হিসাবে কান ধরাটাকে আমার কাছে নিতান্তই ছোট ব্যাপার মনে হয়।

আজকাল ইসলাম ধর্মকে, আল্লাহ্‌ কে, নবীকে গালি দেওয়াটাকে প্রগতিশীলতা, মুক্তমনা, আধুনিকতাবাদ বলে প্রচারিত হচ্ছে। যার চর্চা করে মজা লুটছে অনেক ইসলাম বিদ্বেষী। আসলে ধর্ম নিরপেক্ষতা, মুক্তমনা, নাস্তিক্যবাদ বলে কিছু নেই। সবই ইসলাম বিরোধী কর্মকাণ্ড। আর এসব কর্মকাণ্ডকে বুঝে না বুঝে চর্চা করছে কিছু হুজুগে আবাল, যারা যেকোনো ইস্যুতে একটা সেলফি কিংবা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য যেকোনো কিছু করতে পারে। কাল যদি কোন ব্যক্তিকে গু খাওয়ানো হয় তাহলে তার পরদিন দেখা যাবে কিছু মানুষ গু খাওয়ার সেলফি তুলে ফেসবুকে ছবি আপলোড দিছে।

আমার কাছে হিন্দু মুসলিম কোন বড় ব্যাপার না। শ্যামল হিন্দু বলেই যে তার প্রতি আমার বিদ্বেষ এমনটা না। হিন্দু ধর্মেও অন্য ধর্মকে সমীহ করার কথা উল্লেখ থাকার কথা। যে কেউ কারও ধর্মীও অনুভূতিতে আঘাত দিলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

বিঃদ্রঃ আপনি প্রকৃত ঈমানদার কিনা সেটা তখনি বুঝতে পারবেন যখন আপনার নিজেকে কেউ গালি দিলে যতোটা খারাপ লাগবে তারচেয়ে আল্লাহ্‌ কে গালি দিলে বেশি খারাপ লাগবে। নিজের ঈমানটা নিজেই একবার পরীক্ষা করুন, শেষ বিচারের দিন শেষ পরীক্ষা হওয়ার আগেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.