![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে এখনও ঠিক মতো জানতে পারিনি।
আমার তিন বছর বয়সী ভাগনেকে বললাম, মামা একটা কবিতা শুনাও। সে শুরু করলো, “আম পাতা জোড়া জোড়া, মারব চাবুক চরব ঘোড়া.....”। সে কবিতা শেষ করতেই আপা বললো, বাবা এবার ব্যাঙ এর কবিতাটা তোমার মামাকে শুনাও। ভাগনে আবার শুরু করলো, “ব্যাঙ পাতা জোড়া জোড়া, মারব চাবুক চরব ঘোড়া.....”।
বর্তমান সময়ে ইসলাম বিদ্বেষী চক্রের অবস্থাও আমার ভাগনের কবিতার মতোই। কোন কিছুতে ইসলামের সংশ্লিষ্টতা থাক বা না থাক শুরুতে ইসলাম লাগিয়ে তাদের সারা জীবনের বক্তব্য হলো ইসলামের বিষেদাগার। সন্ত্রাস যেকোনো ধর্মের মানুষ করতে পারে। তাই বলে সন্ত্রাসকে প্রাধান্য না দিয়ে ধর্মকে প্রাধান্য দিলে তো হবে না। কথা হলো ইসলাম ধর্মে এই সব সন্ত্রাসী কর্মকাণ্ড করতে উৎসাহিত করা হয়েছে কিনা সেটা যাচাই করা। যদি ইসলাম সন্ত্রাসবাদকে উৎসাহিত না করে তাহলে ইসলাম নিয়ে আর কোন নেতিবাচক কথা বলা যাবে না।
কথায় কথায় যারা ইসলামকে দোষারোপ করেন তারা বলুন তো, প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ কয়জন মুসলমান পড়ে থাকে? ইসলামের অনুশাসন কয়জনে মানে? শুধুমাত্র একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলো বলেই মুসলিম হয়ে গেলো না। ইসলামের অনেক অনুশাসন আছে যেগুলো না মুসলমান কাফের সমতুল্য হয়ে যায়। সুতরাং কেউ ইসলামের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেই সেই দায়ভার ইসলাম কেন নিবে?
অনেকেই তো নিজেদের নাস্তিক বলে দাবি করেন? ইসলামিক পরিবারে জন্মগ্রহণ করার জন্য আফসোস করেন। অথচ তাদের জানাজার নামাজ ইসলামি কায়দায় পড়া হয়, তাদের অপরাধের দায়ভারও ইসলামের উপর পরে। আসল কথা হলো, অন্ধকার সব সময় চায় আলোকে গ্রাস করে নিতে। ঠিক সেরকমই ইসলাম বিদ্বেষী মহল সব সময় চায় ইসলামের আলোটাকে যেকোনো উপায়ে নিভিয়ে দিতে।
পিস টিভি বন্ধের ব্যাপারটা আমাকে অতিমাত্রায় বিস্মিত করেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে পিস টিভির ভূমিকা কী সেটা আমার এখনো বুঝে আসেনি। আমি দীর্ঘদিন থেকে পিস টিভির একজন নিয়মিত দর্শক। বর্তমান বিশ্বের লাখো লাখো মানুষ নিয়মিত পিস টিভি দেখে। যদি পিস টিভি সন্ত্রাসবাদ ছড়িয়ে থাকে তাহলে এতদিনে লাখ লাখ সন্ত্রাস তৈরি হয়ে যাওয়ার কথা। আমি ব্যক্তিগতভাবে সন্ত্রাসবাদ সম্পর্কে প্রথম জানি বাংলা এবং ইংরেজি সিনেমা দেখে। আমার মতে সেগুলো আগে বন্ধ করা উচিত।
ইসলাম হলো শান্তির ধর্ম। অনেকেই কথাটির সাথে একমত পোষণ নাও করতে পারেন। কিন্তু ইসলামের প্রাথমিক যুগ থেকে আজ পর্যন্ত একবার দৃষ্টি দিয়ে দেখুন যারা ইসলামের অনুশাসন মেনেছে তাদের জীবনযাত্রা কেমন ছিলো। উন্নত জীবন ব্যবস্থা, অর্থনীতি, শাসন ব্যবস্থা সব ইসলাম থেকে এসেছে। ইসলাম কোনো কালে বিশৃঙ্খলা কারীদের প্রশ্রয় দেয়নি। একমাত্র ইসলামই ঘোষণা করেছে, বিশৃঙ্খলা করা হত্যার চেয়েও জঘন্য। সুতরাং ইসলামের দিকে আঙ্গুল তোলার আগে ইসলামের শিক্ষার দিকে একবার নজর দিন।
১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৮
সানিম মাহবীর ফাহাদ বলেছেন: সন্দেহ কী?
২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩২
উদাসী স্বপ্ন বলেছেন: আমি তো দেখি আইএসআইএস অক্ষরে অক্ষরে নবী মোহাম্মদ আর খেলাফতে রাশেদীনকে অনুসরন করছে। লিটারেলি অক্ষরে অক্ষরে
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৭
জুনায়েত জান্নাত বলেছেন: সবার উপর মানুষ সত্য