![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে এখনও ঠিক মতো জানতে পারিনি।
আজ থেকে ১০ বছর আগেও যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতো তখন মানুষ বলাবলি করতো- অমুকের ছেলে/মেয়েকে তো দেখতাম সারাক্ষণ পড়ালেখা করছে অথচ পরীক্ষায় ফেইল করলো কেমনে? ছেলে-মেয়েদের জন্য তারা আফসোস করতো। যেমন, আমার কয়েকজন মেধাবী কাজিন উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে একাধিকবার পরীক্ষা দিয়ে তারপর পাশ করতে পেরেছিলো।
তারপর হঠাৎ করে নতুন এক শিক্ষা ব্যবস্থা আসলো। এখন মানুষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে বলাবলি করে, অমুকের ছেলে/মেয়েকে তো কোনদিন পড়ালেখা করতে দেখলাম না। অথচ সে নাকি জিপিএ-৫ পাইছে! কেমনে পাইলো? এখন কোনো পাবলিক পরীক্ষায় ছাত্র/ছাত্রীরা ফেইল করলে পরীক্ষককে সমন জারি করা হয়। ফেইলের কারণ দর্শাতে বলা হয়। সুতরাং শিক্ষকগণ ভয়ে ভয়ে খাতা মূল্যায়ন করে সবাইকে মার্কস বণ্টন করে যান। ফলাফল রেজাল্টে বাম্পার ফলন।
ছাত্র-ছাত্রীরা জেনে গেছে তাদের ভালো রেজাল্ট করার জন্য এখন আর পড়ালেখা করতে হবে না। সরকার নিজে থেকেই দায়িত্ব নিয়েছে তাদের ভালো রেজাল্ট করিয়ে জিপিএ-৫ এর বন্যা বইয়ে দেওয়ার জন্য। এ প্রসঙ্গে একটা ঘটনা বলি- একটা নাম করা প্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষার পরে ফলাফল মিটিংয়ে বসেছে প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষকবৃন্দ। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে কয় বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীকে পরীক্ষার ফরম পূরণের জন্য সুযোগ দেওয়া হবে।
সর্বসম্মতিক্রমে এক, দুই বা তিন বিষয়ে ফেইল করা শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে এমন সিদ্ধান্ত হলো। কিন্তু এক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান বললেন, আমরা বাকিদের আটকিয়ে কী করবো? বর্তমান ব্যবস্থাতে ৮/৯ বিষয়ে ফেইল করাদের সুযোগ দিলেও দেখা যাবে তারা পাশ করে বের হয়ে যাবে। তার কথাটাই সত্য প্রমাণিত হলো। টেস্ট পরীক্ষায় সব বিষয়ে ফেইল করা শিক্ষার্থীরাও এতো ভালো রেজাল্ট করে বের হলো যে, যেসব শিক্ষকরা তাদের ক্লাসে বলতেন, তোমরা তো পড়াশোনা না করলে ফেইল করবা, সেই সব শিক্ষকরাও লজ্জা পেয়ে গেলেন।
যাহোক, নতুন আরেক শিক্ষা ব্যবস্থা আসতেছে। এই শিক্ষা ব্যবস্থা আগের যেকোনো সময়ের তুলনায় নাকি খুবই উন্নত। তবে নতুন শিক্ষা ব্যবস্থার খবর শুনে আমার শুধু একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে- একলোক তার অসুস্থ চাচার ব্যাপারে তার চাচাতো ভাই এর কাছে খোঁজ নিচ্ছিলেন। সে তার ভাইকে জিজ্ঞাসা করছে, চাচার এখন অবস্থা কেমন? তার চাচাতো ভাই উত্তরে বলছে, আগের চেয়ে খুবই ভালো অবস্থা এখন। বাবা আগে বাইরের টয়লেটে গিয়ে পায়খানা করে আসতো আর এখন বিছানার মধ্যেই কাজ সেরে ফেলে!
০২ রা নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৮
সানিম মাহবীর ফাহাদ বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে আমার মনে হয় নতুন সবকিছু না বরং ভালো সব কিছুকে ওয়েলকাম করা উচিত।
২| ০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আবার নতুন!! পুরনো হওয়ার সুযোগই পাচ্ছেনা বেচারারা।
০২ রা নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৯
সানিম মাহবীর ফাহাদ বলেছেন: হা হা, ঠিক বলেছেন। নতুন থাকতেই আবার নতুন।
৩| ০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
নতুন বলেছেন: তাহলে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তনের দরকার নাই।
০২ রা নভেম্বর, ২০২২ সকাল ৯:৫০
সানিম মাহবীর ফাহাদ বলেছেন: পরিবর্তনটা যেন আদতে শিক্ষার্থীদের কিছু শেখানোর জন্য হয় সেদিকে নজর দেওয়া উচিত।
৪| ০২ রা নভেম্বর, ২০২২ সকাল ১০:০৫
নূর আলম হিরণ বলেছেন: আমার এক পরিচিত ছেলেকে স্কুল থেকে এসএসসি পরীক্ষার জন্য এলাউ করা হচ্ছিল না, তার ব্যাপারে এক শিক্ষক বললো সে নাকি পাশ করলে স্কুলের চেয়ার বেঞ্চ সব পাশ করবে। যাক পরবর্তীতে তাকেও পরীক্ষার জন্য এলাউ করা হলো এবং সে সি গ্রেড পেয়ে পাশ করলো!
০২ রা নভেম্বর, ২০২২ সকাল ১০:৪৪
সানিম মাহবীর ফাহাদ বলেছেন: শিক্ষক হওয়ার সুবাদে এই ধরণের ঘটনার অনেকবার সাক্ষী হয়েছি।
৫| ০২ রা নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৫
রায়হান চৌঃ বলেছেন: ইনফিউচারে......
একটি স্বনামধন্য কোম্পানীতে একজন একজন ঝাড়ুদার নিয়োগ এর বিপরিতে দশ হাজার এপ্লিকেশন !!!!!
এপ্লিকেশন যাচাই বাচাই শেষে দেখা গেল প্রায় সবার ই রেজাল্ট সিজিপিএ ৫ !!!!!
এটা দেখে নিয়োগ কর্তা মর্মাহত, ঘর্মাক্ত, আতংকিত। কারণ এর মধ্যে কিছু আছে সয়ং প্রধানমন্ত্রী হতে শুরু করে আরো উচ্চতর ব্যক্তিবর্গের সুপারিশ..। (এটা একান্তই কাল্পনিক)
আসলেই কি আমরা সে পথে এগুচ্ছি ? গত ২ দিন আগে একটা পত্রিকায় দেখলাম "বারবার বিজ্ঞপ্তি দিয়ে ও একজন তরুন বিজ্ঞানী পাওয়া গেল না" আমি বিষয় টা দেখে মোটেও আশ্চার্য হইনাই, বরং কেমন যেন মনে হলো এটা হওয়ার ই কথা ছিল।
মনে হচ্ছে খুব কৌশলে কেউ যেন আমাদের পুরো জাতিটা কে গোলাম বানানোর ছক এঁকে যাচ্ছে আর এক পা এক পা করে আমাদের সেই পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আমার মনে হয় নতুন সবকিছুকেই ওয়েলকাম করা উচিৎ ।