নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি পড়তে, গান করতে, লিখতে আর কল্পনাকে!

সঞ্জীব ব্যানার্জী

।অস্তিত্ব লেখনীতে, বিশ্বাস অনামিকায়।

সঞ্জীব ব্যানার্জী › বিস্তারিত পোস্টঃ

রূপক কবিতা - পরিত্যাক্ত

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০০

গ্রামটা পাল্টে গেছে
সেই প্রেমময় ছোঁয়াটা আর নেই।
বিষাক্ত অপরাহ্ন
ধুলোতে মিশেছে বিষ!
ফাঁকা স্মৃতীজড়িত মাঠ,
ঘাসে ঘাসে প্রাক্তনের স্পর্স উঁকি দেয়।
গাছগুলো ধুলোমাখা
অন্যমনস্ক বাতাস গ্রামের মোড়ে
পতাকাটি ওড়াতে ভুলে যায়।
জির্ন দাম্ভিকতা নিয়ে গেরুয়া বসনে
পতাকাটি বেঁচে আছে।
সময়ের বালিতে প্রাচীন পদচিহ্নগুলি মিশে গেছে।।

আজকাল গ্রামে আসে না আর কেউ..
যন্ত্রহীনতা, আহত বাহ্যিকতা আর অন্নহীনতার জেরে।
তবু অন্ধ সন্ধ্যে রক্তকে ভালোবেসেছে!
থমথমে নিরবতায় অচম্বিত
মেঘের অট্টহাসিকে আঁকড়ে ধরেছে
অগ্রগামী চিলেকোঠা।
চুনের আভরন হারিয়ে
ইঁটের দাঁতে তবু হাসে,
সারিবদ্ধ বাড়িগুলো।
কারন সে কঠোরের দায়ে অভিযুক্ত,
তাই আত্মসত্ত্ব হারিয়ে মলিনতার প্রয়াস চালায়।
গ্রামে আজকাল আসেনা আর কেউ!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অভিনন্দন নতুন লেখক!!
লিখতে থাকুন। সাথেই আছি।

পারলে কবিতার সাথে ছবি দিবেন। আর মন্তব্যের সময় উপরের সবুজ অ্যারোতে ক্লিক করুন।।:P

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৮

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: অনেক ধন্যবাদ পাশে থাকার কারনে। অনেকদিন ধরে ভিজিটার ছিলাম। গতকাল রেজিস্ট্রেশন করেছি।

২| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সবারই এই কাহিনী।
সুন্দর একটা প্রোপিক দিন।।☺☺☺

৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২০

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: যত তাড়াতাড়ি সম্ভব ছবিটি দেব। আসলে অল্পখানেক ব্রাউজার প্রবলেমে ভুগছি।

৪| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগে স্বাগতম।

মানুষের জীবন নিয়ে লিখুন।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: প্রেরণা জানানোর জন্য ধন্যবাদ। লিখব নিশ্চয়ই।

৫| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১২

আবু আফিয়া বলেছেন: ভাল লেগেছে, ধন্যবাদ

৬| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫০

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৭| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০০

নীল মনি বলেছেন: ভালো লিখেছেন :) শুভ কামনা রইল

২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১০

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: ধন্যবাদ গ্রহন করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.