নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি পড়তে, গান করতে, লিখতে আর কল্পনাকে!

সঞ্জীব ব্যানার্জী

।অস্তিত্ব লেখনীতে, বিশ্বাস অনামিকায়।

সঞ্জীব ব্যানার্জী › বিস্তারিত পোস্টঃ

। মা স্বপ্ন দেখছে ।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:১২

স্তব্ধ ঘরটাতে আত্মমগ্ন বালকটি হঠাৎ একটা ঝাঁকুনি খেল।
পালঙ্ক নড়ছে।চেয়ে দেখে ঘুমন্ত মা-কে .. মা স্বপ্ন দেখছে! তাই বোধহয় ঘুমের মধ্যে নড়ে চড়ে উঠছে, ঠোঁটগুলো কাঁপছে, বন্ধচোখে ব্যাস্ততা, কুঞ্চিত ভ্রু।
মা মাঝেমাঝেই স্বপ্ন দেখে তবে আজ তার সন্মোহনকে যে ঝাঁকুনিটি চুর্নবিচুর্ন করল, তা ভাবিয়ে তুলল কল্পবিলাসি বালককে।
সত্যিই তো! মা কতো স্বপ্ন দেখে তাকে নিয়ে.. কতো অভিলাশ দানা বেঁধেছে তার মনে,। "কল্পনাতে ভাত জোটেনা" কথাটি স্কুলের গনিত স্যার বলেছিলেন। আর গণিত স্যারের বলার কারনেই আজও মোনে লাল তুলিতে লেখা ঐ কথাটি। কারন গননা বড়ো কঠিন। মা ও স্বপ্নে গননা করছে। তাই সন্মোহন কেটে গেল । নুয়ে বসে সমাকলনের সমস্যা সমাধানের জন্য। ঠিক সেই সময় সমাকলন থেকে একটা উহ্য কবিতা উঠে এল। চটপট লিখে ফেলবে ভেবে আরেকটু গাঢ় চিন্তা করতে শুরু করল... ।
স্তব্ধ ঘর... হঠাৎ দ্বীতিয় ঝাঁকুনি!.... মা স্বপ্ন দেখছে!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রোপিক না দিলে, আপনার লেখা পড়ব না।

২| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৩

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: দেব নিশ্চয়ই। বর্তমান ব্রাউজার কাজ করছেনা।

৩| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চালিয়ে যান।

৪| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৬

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: পাশে থাকুন এভাবেই। !:#p

৫| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: দাদা আপনার ক্ষুদ্র গল্পটি বড় ভাল লাগল।
এত অল্পকথায় যে সুন্দর গল্প হতে পারে তা আপনি দেখিয়ে দিলেন।
সময় পেলেই আপনার পোষ্টগুলো আমার পড়ে নিতে হবে।
শুভ কামনা।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২১

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: আপনার ভালো লাগল জেনে আপ্লুত হলাম।আরও ভালো লাগানোর চেষ্টায় আছি। সাদর আমন্ত্রন । 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.