![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপারে অপ্রতিবন্ধ প্লাবন
উষৎ শরিরে
সহসা তমসা ছড়ালো নিশী,
আকৃতির নিড়ে।।
অনিন্দ্য প্রহর সব
হাঁটুতে মাথা গুঁজে -
পাঁজরের কাঁপুনি, দাঁতের সংগ্রাম
কৃষ্ণকায় ত্রিদিশেরে খোঁজে।।
অক্ষিপল্লবের ছলনা
কতক্ষন রাত্রি অবসাদকে ঠেকিয়ে রাখত জানিনা,
বদ্ধ আইরিসের বহু চোখাচুখি
এখনও নিতি নিতি বর্তমান.।
শুধু আপশোষ ওই রমার মায়া..
সক্রেটিসের আশ্বও পরাহত
প্রাংশু মনরুপ প্রাকারে ।।
২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৭
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: **মানুষের মন বড়োই জটিল আর বহুধা বিস্তৃত। কাকে ভালো লাগে কাকে সে ঘৃণা করে সেটা নিতান্তই মায়ার অন্তরালে চাপা থাকে। দার্শনিকও অনেকসময় মানব-মনের সঠিক ব্যাখা দিতে পারেন না। তাই সক্রেটিসের কথা এসেছে** ।
২| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭
নীল মনি বলেছেন: একটু কঠিন লেগেছে
৩| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩২
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: বোধগম্য করে তুলতে না পারায় দুঃখিত! পড়ার জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৮ রাত ১:৩১
চাঁদগাজী বলেছেন:
শেষ প্যারায় কি বুঝাতে চেয়েছেন?