নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি পড়তে, গান করতে, লিখতে আর কল্পনাকে!

সঞ্জীব ব্যানার্জী

।অস্তিত্ব লেখনীতে, বিশ্বাস অনামিকায়।

সঞ্জীব ব্যানার্জী › বিস্তারিত পোস্টঃ

।। একটি নিশীথের কথা ।।

২২ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৩

আমিও অবিকল তোমার মতো ছিলাম।
শৈশবের আমিটার সঙ্গে সমকালিন তুমি নিশ্চয়ই পেরে উঠতে না।
আসলে ছোটোবেলায় ভেদাভেদের কবলে পড়িনি,
কিমবা পড়েও বুঝিনি!
অনেক প্রানবন্ত ছিল আজকের এই
অস্থিচর্মসার দেহ!
হয়তো তোমাকেউ ছাড়িয়ে যতো।
সেই শৈশবের প্রানোচ্ছাস থেকে
আজকের জির্নতা অনেকটা পথ!
যতই বড়ো হয়েছি পারিপার্শ্বিক পরিবেশ জটিল হয়ে গেছে!
হাতের মাটির পুতুল ছিনিয়ে কোদাল ধরিয়েছে অন্নহীন জঠর..
দশম শ্রেণী উত্তীর্ন হওয়ার আগেই
খাতা-কলম কেড়েছে পারিবারিক চাহিদা..
নবম শ্রেনীতে অঙ্কতে একশোয় একশো পেয়েছিলাম!
মনে পড়ে? সেবছর তুমি মোটেই
পঁয়ত্রিশ পেয়েছিলে!
ভুলে গেছো নিশ্চয়,
আমি ভুলিনি।।
আজ সেই একশো পাওয়া
প্রিয় ছাত্রটি পঁয়ত্রিশের কারখানায়
একশো মজুরের মধ্যে একজন!
দুমড়ানো শিরদাঁড়ায় ধানের বস্তা
আর চিবুক বেয়ে ঘাম।
অর্থব্যাবস্থা আজ শৈশবের
ভেদাভেদহীন দুই প্রানীকে জগতের দু-প্রান্তরে সরিয়ে দিয়েছে।
জানতে পারলে হয়তো পঁয়ত্রিশ পাওয়া তুমিটা ব্যাঙ্গ করবে!

তাই তোমাকে আজও বলিনি,
তোমার ফ্যাক্টরি _র কাঁচাপাকা দাঁড়িতে জির্ন দেহের প্রানীটি
তোমারই শৈশববন্ধু নিশীথ।।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:২২

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: :((

২| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৪

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর লিখেছেন ।
বেশ ভালো লাগলো ।
ব্লগে স্বাগতম

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২১

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: ধন্যবাদ। সঙ্গে থাকুন।

৩| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সঞ্জীব ব্যানার্জী?

আপনি কি ওপার বাংলা থেকে লিখেন?

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৪

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: কেন বলুনতো? :|

৪| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জানার ইচ্ছে হল, তাই!:)

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: আজ্ঞে হ্যাঁ এপার বাংলা। তবু তো *** বাংলা ***

৫| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পশ্চিম বঙ্গের ৫-৬ জন ব্লগে নিয়মিত লিখে। তাদের সাথে আমার ভাল সম্পর্ক। তাই আপনাকে জিজ্ঞাসা করেছিলাম।

আপনি নিয়মিত লিখুন। আশা করি দ্রুত প্রথম পাতায় আসবেন।

৬| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১

মিথী_মারজান বলেছেন: ওরে বাবা!
কি দারুন কবিতা!
যতই পড়ছি আপনার গুনমুগ্ধ পাঠক হয়ে যাচ্ছি।
শুভ কামনা সঞ্জীব।:)

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: মন্তব্য পেয়ে আপ্লুত। সৃষ্টিকর্ম এগোবে। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.