নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি পড়তে, গান করতে, লিখতে আর কল্পনাকে!

সঞ্জীব ব্যানার্জী

।অস্তিত্ব লেখনীতে, বিশ্বাস অনামিকায়।

সঞ্জীব ব্যানার্জী › বিস্তারিত পোস্টঃ

নিশীর নীড়ে

২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৯

সকাল হলেই আরেকটি তারিখ
কালের মহাসমুদ্রপৃষ্ঠে মিলিয়ে যাবে।
এক থেকে একত্রিশ সবই মিলিয়ে যায়..
শুধু চেনা-হৃদনিহীত মুহুর্তগুলি
বারে বারে পরিযায়ী পাখি হয়ে
একুল_ওকুল উড়ে চলে।
তারা গন্তব্যহীন, চির যাযাবর আর অমরনশীল ।
আজ কেউ ঘুমোয়নি!
আমার সঙ্গে সকলে যেন
একাত্ত্ব হয়ে গেছে!
নির্জনতাবিলাসী আমি বারবার হৈচৈ থেকে
নিজেকে উপড়ে তুলে আনি।।
কিন্তু মিছিল হয়ে যায় হাজারের।
সত্যিই তাই,
আজ আমার সঙ্গে রাত জাগছে
আমপাতা, তার মুকুল,..
গাঁদাগাছের কুড়ি, আগাম সকালের
আশায় আছে,
কাল মেলে ধরবে নিজেকে।।
কার্নিসে রাখা নুড়ি পাথরেরও
চোখে নেই ঘুম।
সেও আকাশেতে তাকিয়ে!
কতো ধুলো জমাট বেঁধে যে পড়ে আছে
একা কার্নিসে।
নিজের মধ্যে লক্ষ লক্ষ চাপা বেদনা,
তাই সে কঠিন।
নানা শব্দ... আসে আর চলে যায় চিরতরে,
তারাও মৃত্যুহীন সড়কে
হাঁটছে এলোমেলো।
সবাই জেগে এ রাতে..
শুধু কিছু ছলনা রয়েছে ঘুমের ভান করে।।

রোমাঞ্চিত হই, কতো মহান কবিতার লাইনগুলি!
কাউকে বাদ দেয়না বেশ
নিজের আপাদমস্তক সাজিয়ে তোলে ব্রহ্মান্ডের প্রতিটি কনা দিয়ে।।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর।

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৮

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: ধন্যবাদ...

২| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৯

মনিরুল ইসলাম বাবু বলেছেন: চমৎকার চিত্রকল্প ।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৪

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.