![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো এক শীতের জ্যোৎস্নাস্নাত রাতে শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে তোমার হাতটি ধরে হাঁটবো। শিশিরের ফোঁটা গুলো আমার পায়ে শিশির নুপুর পড়িয়ে দিবে।আর তুমি ঘাস ফুল নিয়ে আমার খোঁপায় পড়িয়ে দিবে।তখনি জোনাকি পোকার দল এসে হাজির হবে রংবে রং এর প্রজাপতিদের নিয়ে।তারা আমাদের ঘিরে একটা বলয় সৃষ্টি করবে।সে বলয়ের মধ্যে জ্যোৎস্নার আলোতে ভিজব আমরা দুজন।আমার চোখের মায়ায় তুমি নিজেকে হারাবে অন্য একরাজ্যে।তখনই চন্দ্রসুধা এসে আমাদের আমন্ত্রণ করবে তার রাজ্যে যাওয়ার জন্য সাথে থাকবে চন্দ্রাবতীর প্রহরীরা।তার আমাদের নিয়ে যাওয়ার জন্য ফুলের ভেলা নিয়ে হাজির হবে।সে ফুলের ভেলায় বসে আমরা পৌঁছে যাবো চন্দ্রাবতীর দেশে।সেথায় আমায় পড়ানো হবে জ্যোৎস্নার তৈরি শাড়ি, মাথায় পড়ানো হবে হবে প্রজাপতির ক্রাওন আর পায়েতো আছে আমার শিশিরের তৈরি নুপুর।তুমি বরাবরের মতই আমার প্রেমে পড়বে।তুমি শুধু আমায় অপলক দেখবে আর ভাববে ইসস আমার নামটা যদি চন্দ্রাবতী হত তাহলে মন্দ হত না।
পর্ব-১
সুমি আমার বাসার কাজের মেয়ে।গত ৬মাস ধরে আমার বাসায় কাজ করে।এই মেয়েটাকে আমার সব সময় অসহ্য লাগে...দেখতে শ্যামলা বর্ণের,বয়স ১০/১১ হবে গ্রাম থেকে এসেছে।গত ৬মাসে ও যে আমার হাতে মাইর খাই নাই এমন একটা দিন নাই...মেয়েটাকে দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যাই..কেন খারাপ হয় তাও জানি না...
গোসল করে বের হয়ে দেখি সুমি আমার রুম ঝাড়ু দিচ্ছে,
-কিরে তুই এখন ঝাড়ু দিচ্ছিস নাস্তাটা বানাবি কখন??
-আপা নাস্তা বানাই ফেলছি,এখন শুধু আপনার রুমটাই ঝাড়ু দেয়ার বাকি..
-এখন ঝাড়ু দেয়া লাগবে না..এখন ঝাড়ু দিতে গেলে সব বালু আমার গায়ে পরবে...তোর ভাইয়াও ফ্রেশ হতে যাচ্ছে আমাদের জন্য নাস্তাটা টেবিলে সাজিয়ে রাখ আজকে আমাদের দুজনকেই তাড়াতাড়ি বের হতে হবে..এই যাও তুমি গোসলটা করে নাও
-আইচ্ছা আফা..
-আর শুন তনু কি ঘুম থেকে উঠেছে?
-না আফা,, আন্টিতো ওহনো ঘুমাই..
-ওহ আচ্ছা তুই যা নাস্তা টেবিলে দে...
তনু আমার একমাত্র মেয়ে..৫ বছর বসয়..আমি আর রাফি দুজনেই চাকরি করাতে মেয়েকে ঠিক মত সময় দিতে পারি না..সকাল ৮টাই বের হই অফিস ৯টাই ছুটি হয় ৫টাই বাসাই আসতে আসতে আমাদের দুজনের ৭টা বাজে তাই সুমিকে রাখা...আমার মেয়েকে সঙ্গ দেয়ার জন্য..
-তনু মা ও তনু মা,উঠো সকাল হইছে...আম্মু আর তোমার আব্বুতো অফিসে যাবো..উঠো সোনা আমাদের সাথে নাস্তা খাবা..
-আম্মু আর একটু ঘুমাই না
-সোনা আমাদের সাথে নাস্তাটা খেয়ে আবার ঘুমাইও..এখন যদি উঠো তাহলে আমি অফিস থেকে আসার সময় তোমার জন্য একটা ভিডিওগেম নিয়ে আসবো
-সত্যি আম্মু??! উম্মাহ আমার আম্মু কত্ত ভালো..(তনু)
তনু উঠে আমার গলা ঝরিয়ে ধরলো...দরজাই তাকাতেই দেখি সুমি আমাদের দিকে কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে দেখচ্ছে...
-তুই এখানে কি করছিস?(আমি)
-না আফা নাস্তা দিসি টেবিলে তাই আপনারে ডাকতে আসচ্ছি..(সুমি)
-শুন তনুরে ফ্রেশ করে দে আমি রেডি হয়ে নি..(আমি)
-অরণি তাড়াতাড়ি রেডি হউ না হলে আজও তোমার জন্য আমার দেরি হবে...(রাফি)
-আসচ্ছি (আমি)
-তুমি রেডি হয়ে গেছো?!আচ্ছা তুমি নাস্তার টেবিলে গিয়ে বসো আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসচ্ছি(আমি)
-হুম(রাফি)
আমি রেডি হয়ে গেলাম ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছি এমন সময় সুমি এসে দরজাই ঝাড়ু নিয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে...ওরে দেখেই আমার মেজাজ খারাপ হয়ে গেল
-কি দেখছিস??আমার রূপ কি বেয়ে বেয়ে পরছে??এখানে কেন আসচ্ছিস??(আমি)
-না আফা মানে রুম ঝাড়ু দিতে আসচ্ছি..আপনার হইছে কিনা তাই দাঁড়াই আছি..
-লিপস্টিক লাগিয়ে রেখে দিয়ে বললাম, যত্তসব...কালকে থেকে আমি রেডি হওয়ার সময় আমার রুমে আসবি না...বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম..
তনুকে নাস্তা খাইয়ে আমি আর রাফি অফিসের জন্য বের হবো,
-শুন ভুয়া আসলে বলবি আজকে মুরগি রান্না করতে, রাতের জন্যও একসাথে রান্না করতে বলবি আর শুন তনুর ঠিক মত খেয়াল রাখবি যখন যা খেতে চাই তাই বের করে দিবি,অপরিচিত কেউ আসলে দরজা খুলবি না আর তনু যেন রান্না রুমে না যাই সে দিকে খেয়াল রাখবি সারাক্ষণ তনুর সাথেই থাকবি...বুঝচ্ছিস??
-আইচ্ছা আফা(সুমি)
তারপর আমি আর রাফি বেরিয়ে পরলাম....
আমাদের বাসাই আসতে আসতে ৭টা বাজলো..
ফ্রেশ হয়ে ড্রেসিংটেবিলের সামনে দাঁড়াতে দেখি আজকে সকালে আমি যে লিপস্টিকটা দিয়ে গেছি ওটা নেই নিশ্চয় এটা সুমিয়ে চুরি করছে মেয়েটারে আজকে আমি শেষ করেই ফেলবো..
-সুমি সুমি
-জ্বি আফা
-আমার লিপস্টিক কি করছিস??কই লুকাই রাখসোস??
-আফা কিসের লিপস্টিক?? আমি কিছু ধরি নাই..
-আবার মিথ্যা কথা বলিস!! (সুমির চুলের মুঠি ধরে টেনে ওর গালে কষে দুটা চড় লিগিয়ে দিলাম...)
এখনো সময় আছে ভালোই ভালোই বল কই রাখছোস??
-আল্লাহর কসম আফা বিশ্বাস করেন আমি নি নাই আমি হাঁচা কথা বলতেছি
-কি হচ্ছে অরণি? ওকে এভাবে মারতেছো কেনো?(রাফি)
-এই চুরুনী আমার লিপস্টিকটা চুরি করছেতো করছে আবার মিথ্যাও বলতেছে যে নেই নাই ওরে মারবো নাতো কি আদর করবো??(আমি)
-আম্মু তোমার লিপস্টিকটাতো আমি নিছিলাম আমার পিকুকে লাগানোর জন্য (তনু)
তনুর কথাটা শুনে কি করবো বুঝতে পারতেছিলাম না,সুমির চুলটা ছেড়ে দিলাম..
-তনু মা কোনো জিনিষ ধরলে তা আবার ঠিক জায়গাই রেখে দিতে হয়...সামনে থেকে আর এমন ভুল করবা না...বুঝচ্ছো মা??(আমি)
-আচ্ছা ঠিক আছে আম্মু।(তনু)
রাফি তনুকে কোলে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে কিছু বলছে না...আমিও কি বলবো তা বুঝতে পারতেছি না..
রাতে খাওয়ার পরে তনুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ও রুমে শুতে আসলাম,
-এখনি ঘুমাবা?(রাফি)
-হুম বলেই আমি শুয়ে পরলাম..
-অরণি তোমার সাথে কিছু কথা ছিল।(রাফি)
-বলো..(আমি)
চলবে......
ফেসবুক আইডির লিংকঃ https://www.facebook.com/sanjidabegum.kingz
©somewhere in net ltd.