নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাওর

আমার চুল আেছ

সাওর

আিম আম খাই

সাওর › বিস্তারিত পোস্টঃ

একজন উম্মি মানুষ দ্বীনকে কিভাবে মানবে? কুরআন হাদিস পড়ে, না কোন আলেমের দেখান পথে?

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

তালুকদার ভাই; আমারতো খুব সীমিত জ্ঞান আর আশা করি আল্লাহ্'তো আপনাকে অনেক জ্ঞান দিয়েছেন। তাই বলছিলাম কি আমি যে দালিলসহ লেখাটা পাঠিয়েছি পারলে আপনি তার জবাব দিন।

আর আপনি একটা প্রশ্ন করেছেন যে, “একজন উম্মি মানুষ দ্বীনকে কিভাবে মানবে? কুরআন হাদিস পড়ে, না কোন আলেমের দেখান পথে? উত্তর দিবেন।”

উত্তর ঃ “উম্মি” শব্দের অর্থ “নিরক্ষর” অর্থাৎ যিনি লিখতে এবং পড়তে জানেন না। একজন উম্মি মানুষ দ্বীনকে পালন করবেন- প্রথমে তিনি জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন- (সূরা যুমার, ৩৯/৯, সূরা আলাক্ব, ৯৬/১-৫), রসূলুল্লাহ্ (দ.) বলেছেন, সকল মুসলিম নারী ও পুরুষের উপর জ্ঞান অর্জন করা ফরজ (সূত্র ?)। দ্বিতীয়ত তিনি কি শিখবেন সেটা নিশ্চিত করতে হবে। যদি তিনি কুরআন ও হাদিস শিখেন তাহলে তিনি সূরা নাহল, ১৬/৪৩-৪৪ নং আয়াতে বর্ণিত ফর্মূলা অনুযায়ী শিখবেন। সেখানে বলা হয়েছে “...আর যদি তোমাদের জানা না থাকে তাহলে জ্ঞানীদের থেকে জেনে নাও দালিল-প্রমানসহকারে...” -সূরা নাহল, ১৬/৪৩-৪৪। তাই আমরা আলিমদের কাছ থেকে শিখব কিন্তু অনুসরণ করব কুরআন ও হাদিসের।

মূলতঃ আল্লাহ্ কুরআন ও হাদিসে আলিমদের অনেক সম্মান দিয়েছেন কিন্তু তাদের অনুসরণ করতে নিষেধও করেছেন (সূরা আ’রাফ, ৭/৩, সূরা তাওবাহ, ৯/৩১, সূরা আহযাব, ৩৬/৬৬-৬৭)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.