নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাওর

আমার চুল আেছ

সাওর

আিম আম খাই

সাওর › বিস্তারিত পোস্টঃ

মুহাম্মাদ জামান আপনি একটা প্রশ্ন করলেন মাযহাবিরা/বিদ'আতীরা কি করে মুশরিক হয়?

০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৪০

মুহাম্মাদ জামান আপনি একটা প্রশ্ন করলেন মাযহাবিরা/বিদ'আতীরা কি করে মুশরিক হয়?



ভাই আমি কুরআন থেকে দালিল দিয়েছি যে, মাযহাবিরা মুশরিক (সূরাহ্ রূম, ৩০/৩১-৩২)।



সূরাহ্ রূম, ৩০/৩১-৩২ নং আয়াতে বলা হয়েছে যে, ‍"...তোমরা মুশরিক হয়ো না, যারা দ্বীনকে ভাগ-ভাগ করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে...।"



এই আয়াতে উল্লেখ করা হয়েছে যে, দ্বীনকে ভাগ করলে মুশরিক হয়ে যাবে। মাযহাবিরা কি দ্বীনকে ভাগ করেনি? যেমন- ইসলাম + হানাফী = দুই টুকরা, ইসলাম + মালেকী = দুই টুকরা, ইসলাম + শাফেয়ী = দুই টুকরা, ইসলাম + হাম্বলী = দুই টুকরা, ইসলাম + সালাফী = দুই টুকরা, ইসলাম + আহলে হাদিস = দুই টুকরা, ইসলাম + হেফাযতে ইসলাম = দুই টুকরা ইত্যাদি।



বিদ'আহতীরা মুশরিক আমি দালিল পেশ করেছি সূরাহ্ মায়েদাহ্, ৫/৩। এই আয়াতে আল্লাহ্ বলছেন যে,



‍"আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম"



আর বিদ'আতীরা দ্বীনকে পরিপূর্ণ মনে করেনা বিধায় তারা দ্বীনের মধ্যে নতুন নতুন নিয়ম বা প্রথা উদ্ভাবন করার মাধ্যমে এই আয়াতকে অস্বীকার করে কাফির হয়েছে।



এরপর আমি দিয়েছি সূরা শুরা, ৪১/২১ নং আয়াত। এই আয়াতে আল্লাহ্ বলছেন যে,



"তাদের কি এমন অংশীদার (শুরাকা) রয়েছে যে, তাদের দ্বীনের ব্যাপারে শারী'আহ্ রচনা করে যার অনুমতি আল্লাহ্ দেননি!"



এই আয়াতটি বলছে যে, দ্বীনের ব্যাপারে এমন শারী'আহ্ রচনা করা যার অনুমতি কুরআন ও হাদিসে নেই এমন শারী'আহ বা আইন-কানুন বিধি বিধান রচনা করা শিরক্ । অর্থাৎ কুরআন ও হাদিসে নেই এমন যত নিয়ম বা প্রথা চালু বা তৈরী হবে তা সবই শিরকের অন্তর্ভূক্ত হবে। তাহলে বিদ'আহ্ কি নতুন নিয়ম নয়? যা কুরআন ও হাদিসে নেই। এই কারণেই বিদ'আতীরা মুশরিক হয়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.