নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু:খের কান্নায় কষ্ট বেশী, আর আনন্দের কান্নায় সুখ বেশী দুটির অনুভুতি দুরকম ! _____এম.এ.মামুন

সাইয়ান মামুন

\'\'পৃথিবীতে প্রতিটি মানুষই নিজেকে ভালোবাসে\n এবং সে যেমনই হোক নিজেকে সুন্দর মনে করে \'\'\n________এম.এ.মামুন

সাইয়ান মামুন › বিস্তারিত পোস্টঃ

মানুষের কথাও একটা শিল্প !

০৮ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:২২

পৃথিবীতে মানুষ যা কিছু করে সব কিছুই শিল্প হিসেবে পরিগনিত হবে যদি না,সেটা হয় মানুষের মংগলের জন্যে,কল্যানের জন্যে । যেমনি শিল্পীর ছবি আকা ,একজন ফুটবলারের ফুটবল খেলা ,একজন ক্রিকেটারের ব্যাটিং অর্থ্যাত মানুষ সুন্দর করে অন্যের সামনে যা ফুটিয়ে তুলতে পারে ।
আমরা অনেক সময় সহকর্মী,বন্ধুবান্ধব,পরিচিতজন,আত্নীয় বা শ্রদ্বেয়ভাজন ও সম্মানিত কারো সাথে যখন কোনো কথা বলি আমরা সকলেই হয়তো চেষ্টা করি নিজের কথাকে অন্যের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে ; কিন্তু ভাষায় আঞ্চলিকতা থাকার কারনে হয়তো অনেক সময় একটি ভালো কথাও অনে্য খারাপভাবে নিতে পারে । তারপরও বিশেষ করে যারা শিক্ষিত তারা হয়তো চেষ্টাও করে থাকেন নিজের কথাকে অন্যের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে ;কিন্তু সমস্যা হচ্ছে যারা ভালোভাবে নিজের ভাবটাকে অন্যের সামনে প্রকাশ করতে হয়তো চেয়েছে,যে শুনছে সে হয়তো উত্তরটা আরো ভালোভাবে আশা করেছেন বা যে বলেছেন সে হয়তো উত্তরটা আরো সুন্দরভাবে দিতে পারতেন ;কিন্তু উত্তরটা সুন্দরভাবে না পাওয়ার কারনে সে ব্যক্তি হয়তো উক্ত ব্যক্তিকে ভূল বুঝতে ও খারাপও ভাবতে পারে ! এতে করে বন্ধু বান্ধব,সহকর্মী,গুরুজনরা ও নিজের খুব কাছের মানুষগুলোও ভূল ভাবতে পারে আমাদের !
তাই আমরা যখন একে অপরের সাথে কথা বলবো যাতে ওই ব্যক্তি আমায় কথায় কোনো ধরনের কষ্ট বা মনক্ষুন্ন না হয় সেদিকগুলো আমাদের অবশ্যই একটু খেয়াল রাখা উচিত । কথা সঠিক মতো উপস্থান না করার কারনে এতে করে আমরা আমাদের খুব আপনজনদের সাথেও ভূল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে । এর কারন হয়তো আমরা নিজেরাও বুঝতে পারবো না যে,সে আমাকে কেন ভূল বুঝছে এবং এর কারনে আপনার প্রতি উক্ত ব্যক্তির একটি ভূল ধারনা সৃষ্টি হবে । তাই যেকোনো মানুষের সাথেই কথা বলতে আমরা একটু সর্তকতা অবলম্বন করবো । যাতে আমাদের কথার দ্বারা অনন্তত কেউ মনে কষ্ট ও ভূল না বুঝে !মনে রাখা প্রয়োজন যে,মানুষের কথাটাও একটা শিল্প যে শিল্প দিয়ে মানুষের খুব কাছে চলে যাওয়া যায় ও যে শিল্প দিয়ে মানুষের সাথে সুসর্ম্পক বজায় করা যায় । যে শিল্প দিয়ে মানুষের মন জয় করা যায় ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.