নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু:খের কান্নায় কষ্ট বেশী, আর আনন্দের কান্নায় সুখ বেশী দুটির অনুভুতি দুরকম ! _____এম.এ.মামুন

সাইয়ান মামুন

\'\'পৃথিবীতে প্রতিটি মানুষই নিজেকে ভালোবাসে\n এবং সে যেমনই হোক নিজেকে সুন্দর মনে করে \'\'\n________এম.এ.মামুন

সাইয়ান মামুন › বিস্তারিত পোস্টঃ

''বিজয়ের মাসে''

১৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:২১

আমি দেখিনি বিজয় শুধু শুনেছি
আমি দেখিনি বিজয় শুধু পড়েছি,
বিজয়ের মাসে তাই স্বাধীনতাকে করি স্মরণ ...
বিজয় দিবসে গাই মুক্তিযুদ্ধের গান !

করি আনন্দের বিজয়মেলা করি আনন্দ মিছিল
গাই স্বাধীনতার গান গাই শুধু বিজয়ের গান,
আমি বীর প্রতীক নই আমি বীর বিক্রমও নই!
শুনেছি শুধু বীর সন্তানদের কথা ।

পড়েছি বীর শ্রেষ্ঠদের বিজয় গাঁথা জয়মালা
ওরা বিজয় এনেছে ওরা স্বাধীনতা দিয়েছে,
হয়েছে অমর দেশে বিজয়ের বেশে
কেউ হারিয়েছে হাত কেউবা আবার পা !

কেউবা আবার জীবন দিয়েছে নিজেকে শহীদ করে !
দেশের জন্যে জীবন দিয়েছে রক্ত দিয়েছে শত,
মায়ের জন্যে মাটির জন্যে গেলো কতো প্রাণ শত
ধন্য মা ধন্য মাটি ধন্য বিজয়ের মাসে ।

তাজা রক্তে তাজা প্রাণে হলো বিজয় দেশ
১৬ই ডিসেম্বর বার বার মোরা পালন করি বেশ,
বিজয় রেলী বিজয়ের পতাকা উড়িয়ে দেই মোরা
একটি দেশ একটি জাতি মোরা জানি এ কথা ।
____এম.এ.মামুন
সময়কাল : ০৩/১২/২০১৪ইং
লন্ডন,যুক্তরাজ্য

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৯

সাইয়ান মামুন বলেছেন: বিজয়ের মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি । আসুন নতুনকে বরণ করার আগে পুরাতন সব দু:খকে ভুলে নতুন উদ্দম্যে এগিয়ে যায় । আসুন মাতৃভাষাকে ভালোবাসি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.