নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু:খের কান্নায় কষ্ট বেশী, আর আনন্দের কান্নায় সুখ বেশী দুটির অনুভুতি দুরকম ! _____এম.এ.মামুন

সাইয়ান মামুন

\'\'পৃথিবীতে প্রতিটি মানুষই নিজেকে ভালোবাসে\n এবং সে যেমনই হোক নিজেকে সুন্দর মনে করে \'\'\n________এম.এ.মামুন

সাইয়ান মামুন › বিস্তারিত পোস্টঃ

};-''মাটি ও ফুল''};-

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৬

ফুল কখনো বলেনি আমাকে সুখোনা
মাটি কখনো বলেনি আমাকে চেপোনা
মাটি ও ফুল ওরা স্বার্থ দেখেনি -
মাটির মানুষ এখানো মাটি হতে পারিনি !...
ফুলের মতো উদার হতে পারেনি
মাটি চূর্ণবির্চূণ হয় ওরা পুড়ে পুড়ে ছাই হয়
ফুলও সুবাস ছড়ায় বিলিয়ে দেয় গন্ধসুধা
মাটি পুড়ে পুড়ে ইমারত গড়ে
ফুলের মালা আলোকিত করে সবাইকে
আমি মাটির মতো হতে চাই ?
আমি ফুলের মতো হতে চাই ?
বাস্তবতা আমাকে ফুলের মতো হতে দেয়না !
বাস্তবতা আমায় মাটির মতো করতে পারেনি !
আমি মাটিকে ভালোবাসি
আমি ফুলকে ভালোবাসি !
ওদের মতো হতে পারিনি-
আমি যে মানুষ !
______এম.এ.মামুন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.