নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু:খের কান্নায় কষ্ট বেশী, আর আনন্দের কান্নায় সুখ বেশী দুটির অনুভুতি দুরকম ! _____এম.এ.মামুন

সাইয়ান মামুন

\'\'পৃথিবীতে প্রতিটি মানুষই নিজেকে ভালোবাসে\n এবং সে যেমনই হোক নিজেকে সুন্দর মনে করে \'\'\n________এম.এ.মামুন

সাইয়ান মামুন › বিস্তারিত পোস্টঃ

আমি আধুনিকতা চাই আমি ফ্যাশন চাই কিন্তু বিকৃত সংস্কৃতি চর্চা চাই না ?

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

আধুনিকতার ছোয়ায় বেড়ে উঠছে তরুন প্রজন্মরা ;কিন্তু তারা কি নিজেদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারছে ? নাকি সংস্কৃতির কালো ছোয়ায় গাঁ ভাসিয়ে দিচ্ছে । যেভাবে চারদিকে ফুসেঁ উঠছে বিকৃত সংস্কৃতি তাতে করে নতুন প্রজন্মের তরুন তরুনীরা কতোটুকু নিজেদের প্রস্তুত করছে । যেভাবে তরুন তরুনীদের ব্রেইনকে বিপথে ঠেলে দিচ্ছে তাতে করে অচিরেই সামাজিক অবক্ষয় নেমে আসবে ! সুশীলরাও হারিয়ে যাচ্ছে বিকৃত সংস্কৃতির দিকে !
শিক্ষা ও জনসংখ্যা যেখানে আমাদের জন্যে একটি বাধা, সেখানে সংস্কৃতি নতুন প্রজন্মকে যেভাবে মগজধোলাই দিচ্ছে তাতে করে তরুন তরুনীরা বিকৃত সংস্কৃতির নামে যেভাবে তাদের উঠতি বয়সকে কাজে লাগাচ্ছে তাতে করে সমাজ অবক্ষয়ের জন্যে যথেষ্ট । আজ তরুন তরুনীরা সংস্কৃতিকে একটি ফ্যাশন হিসেবে ব্যবহার করছে এতে করে শাররিক মানসিক সবক্ষেত্রেই নৈতিক পদস্থলন হচ্ছে । এতে করে বর্তমান প্রজন্ম এই সংস্কৃতির ধারাতে এক রকম অভ্যস্ত হয়ে উঠছে ।
আধুনিকতা যদি ফ্যাশন হয় দোষের কিছু নয়; কিন্তু আধুনিকতার নামে যদি সমাজে চলে বেহাপনা, নিলজ্জতা সেখানে উঠতি বয়সের তরুন তরুনীরা বিভিন্নভাবে নেশায় জড়িয়ে যাবে । এতে সমাজে বাড়বে দূর্নীতি! বাড়বে খুন ! বাড়বে ধর্ষণের মতো বিকৃত অপরাধ,আর এর মূল কারন বিকৃত সংস্কৃতি চর্চা যা সমাজে এখন একটি ব্যাধির মতো কাজ করছে । আমি সেই আধুনিকতা চাই, যা সমাজে তরুন তরুনীদের মাঝে সম্প্রতি সৌহাদ্য বজায় রাখবে । আমি সেই সংস্কৃতি চাই যা সমাজ থেকে দূর্নীতি, খুন ও ধর্ষণ বন্ধ করবে । আমি আধুনিকতা চাই, আমি ফ্যাশন চাই ;কিন্তু বিকৃত সংস্কৃতি চাই না যা সমাজে নতুন প্রজন্মকে প্রভাবিত করে !
.......এম.এ.মামুন.........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.