নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু:খের কান্নায় কষ্ট বেশী, আর আনন্দের কান্নায় সুখ বেশী দুটির অনুভুতি দুরকম ! _____এম.এ.মামুন

সাইয়ান মামুন

\'\'পৃথিবীতে প্রতিটি মানুষই নিজেকে ভালোবাসে\n এবং সে যেমনই হোক নিজেকে সুন্দর মনে করে \'\'\n________এম.এ.মামুন

সাইয়ান মামুন › বিস্তারিত পোস্টঃ

প্রযুক্তির কাছে হারিয়ে গেছে হাতে লেখা চিঠি !

২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৭

এমন এক সময় ছিলো মানুষের কাছে সংবাদ ও যোগাযোগের প্রধান মাধ্যম ছিলো হাতে লেখা চিঠি এবং মানুষ তার আপনজন ও কাছের মানুষের নিকট খরব পৌছানোর জন্যে চিঠির ওপরই নির্ভর করতেন ! দেশ বিদেশে প্রিয়জনের কাছে খবর ও সংবাদ বিনিময়ের মাধ্যমটি আজ হারিয়ে গেছে । বেশিদিন আগের কথা নয় আজ থেকে ৮/৯ বছর আগেও চিঠিই ছিলো যোগাযোগের জন্যে মানুষের প্রধান ভরসা ! সময়ের পরির্বতন ও প্রযুক্তি আবিস্কারের কাছে এই চিঠি এখন যাদুঘরে ! যদিও দাপ্তরিক ও অফিস আদালতে এখনও কিছু কিছু প্রচলিত আছে ;কিন্তু সময় ও প্রযুক্তি যেভাবে মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে হয়তো কিছুদিন পর তাও আর থাকবে না ! সময় ও চাহিদা এমন একটি বিষয় যা মানুষের আগের প্রয়োজনীয় ভাবনাগুলোকে পরির্বতন করে দেয় তেমনি এক সময়ের এই প্রয়োজনীয় ও সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হাতে লেখা চিঠি হারিয়ে গেছে ! যেমনি হারিয়ে গেছে আমাদের দেশের কিছু জনপ্রিয় খেলা যে খেলাগুলো সবার কাছে জনপ্রিয় ছিলো । এক ক্রিকেট আর কম্পিউটার গেমস্ এসে গ্রামের সেই খেলাগুলো এখন আর নেই ।
তেমনি হাতে লেখা চিঠি এক সময় যোগাযোগের জন্যে সবার প্রিয় মাধ্যম হলেও আধুনিক প্রযুক্তির কাছে টিকে থাকতে পারেনি । মোবাইল আর ইন্টারনেট প্রযুক্তির কাছে আজ বিলুপ্তির পথে ।
চিঠিপত্রের আধান প্রদান কমে যাওয়ার কারনে পোষ্ট অফিসেও মানুষ আর আগের মতো আসা যাওয়া করে না তাই আগের তুলনায় ডাকঘর বা পোষ্টঅফিসের প্রয়োজনীয়তাও কমে গেছে বিভিন্ন অফিসিয়াল কাগজপত্র ও প্রসাশনিক ফাইল আধান প্রদানেই ব্যবহৃত হয় এই মাধ্যম । আবহমান কাল ধরেই নতুনকে বরন করার প্রবনতা ও পুরাতনকে পেছনে ঠেলে দেয়া আমাদের স্বভাব ! তাই একেক সময় একেকটি জনপি্রয় মাধ্যম ও জনপ্রিয় বাহন আমরা আমাদের কাছ থেকে অজান্তেই বিলুপ্ত হয়ে যায় ! তখন শুধু স্মৃতি হয়ে থাকে মানুষের কাছে এসব মাধ্যমগুলো তেমনিই হাতে লেখা চিঠি একটি ! হাতে লেখা চিঠির কারনে ইংরেজী ও বাংলা দুটি লেখাই চর্চা থাকতো এখন পড়াশুনা শেষ হয়ে গেলে হাতের লেখাও আর চর্চা থাকে না তাই একটা পেলে আরেকটা হারাতেই হয় আর প্রযুক্তির কাছে এটাই এখন নিয়মে পরিনত হয়ে গেছে ।
........এম.এ.মামুন........

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৪

হেমলক, ধুতুরা ও অন্যান্য বলেছেন: হ.. ভাই এহন আর কেউ চিডি লেহেনা :(

প্রেম- পত্তর ও না :P

এহন লেটেস্ট সবাই এসেমেয় নাইলে ফেবু কে সব কিছু হয় :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.