![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
\'\'পৃথিবীতে প্রতিটি মানুষই নিজেকে ভালোবাসে\n এবং সে যেমনই হোক নিজেকে সুন্দর মনে করে \'\'\n________এম.এ.মামুন
১৯৮৬ সালের ৩১ শে মার্চ এশিয়া কাপ দিয়ে প্রথম ওয়ানডে ক্রিকেটে লাল সবুজদের পদচারণা শুরু হয়েছিলো পাকিস্তানের সাথে । এই ২৯ বছরে লাল সবুজ পতাকা নিয়ে দেশ বিদেশে বাংলাদেশকে অনেকবার বিজয়উল্লোসে মাতিয়েছেন টাইগাররা । একটি জয় আমাদের কাছে মনে হয়েছে একটি স্বাধীনতা । সেই নবীনতম দেশটি আজ অনেক চাড়াই উতড়াই পার হয়ে একটি দল হিসেবে বিশ্বে তাদের শক্তি জানান দিতে পেরেছে । ৩০০ ম্যাচ খেলে লাল সবুজদের অর্জন ৮৮ জয় ! ম্যাচ হিসেবে জয় কম হলেও প্রতিটি জয়ই ছিলো লাল সবুজদের উপরে উঠার একেকটি পারদ । এ পর্যন্ত সর্বোচ্চ ম্যাচ খেলেছেন মোহাম্মদ আশরাফুল ১৭৫, সর্বোচ্চ উইকেট আবদুর রাজ্জাক ২০৭, সর্বোচ্চ রান করেছেন সাকিব আল হাসান ৪১৭৩ ।প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু এবং বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা । এরই মধ্যে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একটি ক্রিকেটপাগল জাতি হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে । শুভ কামনা রইলো সেই বীর টাইগারদের জন্যে যারা লাল সবুজ পতাকাকে বিশ্বে বার বার পরিচয় করিয়ে দিচেছ এককটি জয়ের মাধ্যমে । এগিয়ে যাক লাল সবুজ পতাকা এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেট ।
________এম.এ.মামুন
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:০৫
সাইয়ান মামুন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ । ভালো থাকুন শুভকামনা রইলো । বাংলাদেশ এই একটি জায়গায় এক হয়ে যায় ।
২| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪২
ইমতিয়াজ ১৩ বলেছেন:
এ পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য গুলো হল:
১. ওয়েষ্ট ইন্ডিজ কে একবার এবং নিউজিল্যান্ডকে ২ বার বাংলা ওয়াশ করা। (টেস্ট ও ওয়ানডে)
২. ১৯৯৭ সালে কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা।
৩. ২০১১ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা।
৪. সাকিব আল হাসানের মত বিশ্বমানের অল-রাউন্ডার পাওয়া।
আর না পাওয়ার মধ্যে
১. দেশের বাহিরে কোন আন্তর্জাতিক খেলায় আমাদের দেশের আম্পায়ার আম্পায়ারিং করতে না পারা।
শুভ কামনা টিম বাংলাদেশের জন্য।
০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:০৬
সাইয়ান মামুন বলেছেন: আপনি ঠিক বলেছেন । অনেক ধন্যবাদ মন্তব্যের জন্যে ভালো থাকুন শুভ কামনা ।
৩| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: ৩. ২০১১ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা।
না হয়ে
হবে
৩. ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমি ২০১৯ বিশ্বকাপ নিয়ে আশাবাদী ।