নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু:খের কান্নায় কষ্ট বেশী, আর আনন্দের কান্নায় সুখ বেশী দুটির অনুভুতি দুরকম ! _____এম.এ.মামুন

সাইয়ান মামুন

\'\'পৃথিবীতে প্রতিটি মানুষই নিজেকে ভালোবাসে\n এবং সে যেমনই হোক নিজেকে সুন্দর মনে করে \'\'\n________এম.এ.মামুন

সাইয়ান মামুন › বিস্তারিত পোস্টঃ

যে দেশে ফাঁসির বিধান বাতিল !

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৯

কিছু সৈনিকের ভূল ফাঁসির কারনে বৃটিশ সরকার তাদের দেশ থেকে ফাঁসির বিধানটি বাতিল করে দেয়! বৃটেনে কিছু মানুষকে হত্যার কারনে দেশটির সর্বোচচ আদালত কিছু সৈন্যদের বিরুদ্ধে ফাঁসির রায় দেয় এবং সরকার তা কার্যকর করে কিন্তু পরে তা ভুল প্রমানিত হয় যে, আসলেই তারা প্রকৃত হত্যাকারী ছিলেন না । ঘটনার আসল রহস্য উতঘাটিত হলে দেখা যায় যে, হত্যাকান্ডটি অন্য কেউ করেছেন এতে করে কিছু নিরপরাধ মানুষের প্রাণ চলে গেলো যা কখনোই ফিরে পাওয়া যাবে না,তাই সরকার দেশটিতে কাউকে ফাঁসি না দিয়ে যাবতজীবন কারাদন্ডের বিধান চালু করেন । বৃটিশ সরকার হয়তো তাদের সততা ও আইনের সঠিক প্রয়োগের কারনে ফাঁসির বিধানটি বাতিল করেছেন;কিন্তু ইসলাম ও কোরআনে কি বলে ? যদি কেউ কাউকে ইচছকৃতভাবে হত্যা করে তাহলে হত্যার বদলে তাকে ফাঁসি দাও এখানে প্রকৃত হত্যাকারীর কথা বলা হয়েছে। বর্তমানে প্রকৃত হত্যাকারীরা হয়তো আইনের ফাক ফোরক দিয়ে বের হয়ে যায় অনেক সময় নিরপরাধ মানুষগুলোর জীবন চলে যায় । কিন্তু অবশ্যই ফাঁসির বিধান থাকা উচিত এবং থাকতে হবে তাহলে অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না ? ফাঁসির বিধান চালু থাকলে মানুষের ভেতর অপরাধ প্রবনতা কম থাকে । কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বে যেখানে অপরাধ কোনো বিষয়ই না ! আইন তার নিজস্ব গতিতে চলে না! আইন চলে বিশেষ বিশেষ ক্ষেত্রে তবে আসলেই কি কিছু কিছু ক্ষেত্রে প্রকৃত অপরাধীরা সাজা পায় ? নাকি তারা ধরা ছোয়ার বাহিরেই থেকে যায় ।
...........এম.এ.মামুন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.