নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আছি শূণ্যতার পূর্ণতায় এবং পূর্ণতার শূণ্যতায়। সকলের উপরে শান্তি বর্ষিত হোক।

তাহেরা সেহেলী

আমি আছি শূণ্যতার পূর্ণতায় এবং পূর্ণতার শূণ্যতায়। সকলের উপরে শান্তি বর্ষিত হোক।

তাহেরা সেহেলী › বিস্তারিত পোস্টঃ

ক্ষেপণাস্ত্র হবে প্রাণায়াম

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৬



কখনও কিছু লিখতে গেলে, জরুরী ও গুরুত্বপূর্ণ কাজে বসলে, প্রার্থনায় গেলে, ইত্যাদি সময়ে মস্তিষ্কে যা কিছু আছে সব কিলবিলিয়ে বেড়িয়ে পড়তে চায় উক্ত অসময়ে; ব্যাপারটা কিছুটা বমি উদগিরণ হওয়ার মতন।

বমি ঠেকিয়ে রাখলে যে অবস্থা হবে, ঠিক সেই তোলপাড় অবস্থা সৃষ্টি হয় মস্তিষ্কে কিন্তু, যেহেতু বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের হামলা হচ্ছে অভ্যন্তরে, তাই ঐ মিসাইল উৎক্ষেপণের খোঁজ কারও কাছে পৌঁচ্ছছে না। একেবারেই পৌঁছে না বললে ভুল হবে! নিকটে যদি ঘনিষ্ঠ কেউ থাকে তাহলে হয়তো আক্রান্ত ব্যক্তির হাবভাবে কিছুটা আঁচ করলেও করতে পারে তবে, সম্ভবনা ক্ষীণ। কারণ আক্রান্ত ব্যক্তি যদি যারপর নাই, অনুভূতি শূন্য হয় তবে, তার থেকে কোন বাহ্যিক প্রকাশ অমাবস্যার চাঁদ দেখার মত।

'মস্তিষ্কের বোঝা' খুব বেসামাল উপাদান, বিশেষ করে 'বোঝার উচ্ছিষ্ট'। অন্যসব জিনিসের মতই সেসব গলে, পঁচে, পোকামাকড় হয়, দুর্গন্ধ ছড়ায়, এবং ধীরে ধীরে দেহ তরীর সকল কলকব্জা, যেমনঃ রক্ত, হৃদয়, লিভার, কিডনি ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আক্রমণ চালায়। যা বিশ্রী একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও প্রক্রিয়া।

সুতরাং মস্তিষ্কে ভার বহন করা থেকে সাবধান থাকতে হবে। যেহেতু আমরা মানুষ, না চাইলেও অযাচিতভাবে কিছুনা কিছু ভ্রুকুটি আঁচড়ে পাচড়ে উঠে পড়বেই, সেইজন্য শত্রুকে পরাক্রান্ত করার মিসাইল তৈরি করতে হবে, এবং তা যদি হয় পারমানবিক তাহলে সোনায় সোহাগা। কিন্তু কিভাবে? "প্রাণায়াম" চর্চার মাধ্যমে।

"প্রাণায়াম" কি?
সুনির্দিষ্ট আসনে, নির্দিষ্ট মুদ্রায়, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে করা ব্যায়াম হচ্ছে প্রাণায়াম, যা যোগ ব্যায়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা এমন অস্ত্র যা সঠিকভাবে ব্যবহার না করলে, কেউই অনুমান বা অনুভব করতে পারবে না যে, এর শক্তি কতখানি! আমার কথা শুনে তুচ্ছ তাচ্ছিল্য না করে, ধৈর্য নিয়ে সঠিকভাবে শিখুন। কারণ এই ক্ষেপণাস্ত্র সকল ব্যক্তির থাকা উচিত, নিজের সার্বিক নিরাপত্তার স্বার্থে।

সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এই ব্যায়াম প্রায় সকলেই করতে পারেন। কিন্তু শুধুমাত্র শিখে ক্ষান্ত হলে চলবে না। আপনাকে অবশ্যই সঠিকভাবে শিখে, তা নিয়মিত চর্চা করতে হবে, এবং এর কোন অন্যথা নাই। 'নিয়্যত, চেষ্টা, চর্চা, প্রার্থনা, সম্মিলিতভাবে সাফল্যের চাবিকাঠি।'

'প্রশান্তি' নিজের ভিতরেই। সেই প্রশান্তির সাধনা নিজেকেই করতে হবে। সেই সাধনার জন্যে প্রয়োজন কিছুটা সময়, অধ্যাবসায়। সহযোগিতা প্রয়োজন হলে আমি আছি, অনেকেই আছে। শুধুমাত্র আপনার একটু সচেতনতা, ইচ্ছে, সময়, প্রয়োজন। শুভ কামনা!

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৮

ডার্ক ম্যান বলেছেন: "প্রাণায়াম এর লিঙ্ক কি দেওয়া যাবে। কি লিখে সার্চ দিতে হবে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০১

তাহেরা সেহেলী বলেছেন: নিজে করার আগে আপনার সমস্যা আগে জানতে হবে। সমস্যা বুঝে কিছু বাদ এবং যোগ করতে হয়। এ ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন। আপনার যা প্রয়োজন, তাছাড়া অন্যটা করা অনুচিত। *প্রাণায়াম* বা Pranayam লিখে দিলে সার্চ দিলেই হবে।

আমাকেও জানাতে পারেন অসুবিধা না থাকলে।
শুভ কামনা!

২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৪

প্রামানিক বলেছেন: আগে যোগ ব্যায়াম করতাম কিন্তু প্রণায়াম করি নাই

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩

তাহেরা সেহেলী বলেছেন: আবার শুরু করুন, এবং অবশ্যই আপনার জন্যে প্রযোজ্য প্রাণায়াম করুন।
শুভ কামনা।

৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: এগুলো করার সময় কৈ? ব্যস্ততা সব কিছু কেড়ে নিয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬

তাহেরা সেহেলী বলেছেন: এই ব্যস্ততা চলে, অসুস্থতায় ডাক্তারের কাছে যাওয়ার সময়, অলসতায়, তিন বেলা ওষুধ সেবনের সময়, শৌচাগারে, ঘুমোতে, খেতে যাওয়ার সময়!?

খেয়াল করে দেখেন, নিজের ভালো হয় এমন কাজ না করার জন্যে আমরা খুব বেশি অযুহাত হাতড়ে বেড়াই।

৪| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

ডার্ক ম্যান বলেছেন: বুবু সমস্যা তো কিছু আছে।
আপনার সাথে শেয়ার করা যায়। কিন্তু সবার সামনে তো সম্ভব না।
আপনি কি কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে যুক্ত??

৫| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

ডার্ক ম্যান বলেছেন: এটা করলে কি মানসিক অস্থিরতা যাবে?
আপনি লিখেছেন, এটা করলে নিয়মিত চর্চা করতে হবে।
এক ভারতীয় মহিলার একটা ভিডিও দেখলাম। কিন্তু আগা মাথা কিছু বুঝি না

৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১

ডার্ক ম্যান বলেছেন: আপনি যদি বিরক্তবোধ না করেন।
[email protected]

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

তাহেরা সেহেলী বলেছেন: কোন বিরক্তি নাই। ইমেইল দিয়েছি।

৭| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৯

কামাল১৮ বলেছেন: মস্তিস্কের ব্যায়াম।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৪

তাহেরা সেহেলী বলেছেন: সব কিছুর শুরু মস্তিষ্ক থেকেই তো হয়, সেজন্যে ওখানকার পরিমিত যত্ন প্রয়োজন আছে বৈকি!
তবে কাজ করবে সমস্ত দেহতরীতে। একদিন করলেই অনুভব করা যায়।

৮| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

তাহেরা সেহেলী বলেছেন: এর কি প্রয়োজন ছিলো, জনাব।
আপনি আমার করা মন্তব্যে কষ্ট নিয়েন না!
শুধুমাত্র বোঝাতে চেয়েছি, নিত্য দিনের মৌলিক কাজগুলোর মত ব্যায়াম করাও একটা কাজ; তা আমাদের সকলের জন্যে উত্তম।

৯| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

পবন সরকার বলেছেন: ব্যায়াম সবারই করা দরকার। উপকারী পোষ্ট।

২১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১১

তাহেরা সেহেলী বলেছেন: আমি উৎসাহ দেয়ার চেষ্টা করছি সবাই কে কিন্তু, কেউ উৎসাহ নিচ্ছে বলে মনে হচ্ছেনা ☹️

১০| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

হাসান মাহবুব বলেছেন: আমি খুবই ফিটনেস সচেতন, তবে প্রানায়াম এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সম্পর্কে ধারণা কম বা নেই। বিশেষ করে যোগব্যায়াম আমার পছন্দের না একদম। তবে প্রানায়ামটা মনে হয় ট্রাই করে দেখা যেতে পারে।

২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০০

তাহেরা সেহেলী বলেছেন: দয়া করে চেষ্টা করে দেখুন!
একদিন করুন, ভালো লাগলে নআহয় নিয়মিত করবেন। শুভ কামনা।

১১| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩২

আঁধারের যুবরাজ বলেছেন: প্রাণায়াম খুব উপকারী। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট রয়েছে। কিছু প্রাণায়াম পেটের জন্য ভালো। বিষেশ করে যারা সিক্স প্যাক বানাতে চায় ,তারা "কপালভাতি প্রাণায়াম" করতে পারে।

২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০১

তাহেরা সেহেলী বলেছেন: যাক একজন তো পেলাম, সহমতের।
শুকরিয়া জনাব।

১২| ২১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪০

অপু তানভীর বলেছেন: একজন সহ ব্লগারের জন্য কয়েকটা আর্টিকেল লিখে দেওয়া কাজ করেছিলাম কয়েকদিন আগে । তার ভেতরে ব্রেথওয়ার্ক নিয়ে একটা আর্টিকেল ছিল । সেখানেই এই শব্দটার সাথে প্রথম পরিচয় । আমি সেটা লেখার জন্য বেশ কিছু আর্টিকেলও পড়েছিলাম । পরে নিজেও ট্রাই করেছিলাম। বেশ কিছু যাবৎ চালিয়েও গিয়েছিলাম । এটা আসলেই বেশ উপকারী.

২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৫

তাহেরা সেহেলী বলেছেন: মনে হচ্ছে, হাফ ছেড়ে বাঁচলাম; @আঁধারের যুবরাজ আর আপনি, আপনারা দুজন সাক্ষ্য দিলেন সেজন্য।
শুকরিয়া জনাব!

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৪

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: breathing exercise কিছুটা আয়ত্ত্ব করছি। কিন্তু এটা তেমন একটা বুঝি নাই। কোনো ভিডিও সাজেস্ট করতে পারবেন?

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২১

তাহেরা সেহেলী বলেছেন: সার্চ দিয়ে বেছে নিতে হবে পছন্দ মত।
নাহলে আমার কাছে করতে পারেন।
শুভ কামনা।

১৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার মাঝে মধ্যে উদাস লাগে, কোন কোন সময় এমনিতে মাথাটা একটু গরম হয়ে যায়। আমার কোনটা নেওয়া উচিত?
আপনার কাছে করতে হলে কি করতে হবে?

২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:০০

তাহেরা সেহেলী বলেছেন: খেয়াল করুন তো শ্বাস নেওয়ার সময় পেট উঁচু হচ্ছে, নাকি বুক উঁচু হচ্ছে?
নিয়ম হচ্ছে অক্সিজেন প্রবেশের সময় পেট ফুলে উঠবে, এবং ছেড়ে দেওয়ার সময় একদম চেপে যাবে।
আপাতত এই কাজটা খেয়াল করে করবেন, ঠিক আছে? তারপর আমাকে জানাবেন কোন পার্থক্য বুঝতে পারছেন কিনা।

আমার সাথে করতে হলে ইনরোল করতে হবে। সে আপনি চাইলে করবেন, আগে এই চর্চাটা করুন পরীক্ষামূলকভাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.