![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপরাধ আমি স্বীকার করেছি
তবুও তুমি এলেনা,
অনুতাপের আগুনে পোড়েছি
তুমিতো পরশ পেলেনা ।।
তোমার ডিএনএ অনুর
সঙ্কেত আমি পড়েছি,
আমার আয়ু কত দিন আছে
তাও আমি জেনেছি।
তোমার আছে শত আয়ু,
ভাগ্য আমার, তোমার মত হলোনা ।।
আমার কোষ কণিকার দ্বিগুন বিভাজন
হয়েছে ২৫ বার,
অর্ধ জীবনে আসবে তুমি,
নইলে দেখা পাবেনা ।।
হিম হয়ে আমি থাকবো পথের পাশে
শত বছর, তোমার আসার আশে ?
আসলে তুমি জাগব আমি
কথা কি তখন বলবেনা? ।।
বি:দ্র: মানুষের মস্তিস্কের নিউরোণ কোষের সংখা দেড় হাজার কোটি । জীন কণিকার নির্ধারিত ৫০ বার বিভাজন হয়।
তরল নাইট্রোজনে জিন ভিজিয়ে রাখলে বিভাজন হয়না ।আবার স্বাভাবিক তাপ মাত্রায় রাখলে বিভাজন আরম্ভ হয় ।
২| ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:০১
ঋষাণ বলেছেন: "অনুতাপের আগুনে পুরেছি"
বুঝিলাম না অর্থ, পুরেছি একটি চলিত শব্দ, সঠিকভাবে বলিলে Bangla Slang word. এর ব্যবহার নাই বলিলেই চলে। অর্থ হইতাছে ভরিয়াছি চলিত ভাষায় "ভরেছি"।
তাহা হইলে অর্থ দাড়াইলো, "অনুতাপের আগুনে ভরেছি"। একটু বুঝাইয়ে বলা যাইবে কি, ঠিক কি ভরিতে চাহিয়াছেন?
৩| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৭
সরদার হারুন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।আমার লিখতে ভুল হয়েছে ।ওখানে হবে "পোড়েছি " । অনুতাপের আগুনে পোড়া ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
কট্টর সায়েন্টিক ভাবনাকে পদ্যে প্রকাশ করেছেন, ভালো।