নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে আমি? এই প্রশ্নের উত্তর খুঁজি...!!

সরকার পল্লব

কবি বা লেখক হয়ে অর্থ কামানো আমার জন্য একদম নিষিদ্ধ!!!

সরকার পল্লব › বিস্তারিত পোস্টঃ

"নিষিদ্ধ গল্প" একুশের বই মেলায় আমার প্রথম উপন্যাস।

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০


"নিষিদ্ধ গল্প" একুশের বই মেলায় আমার প্রথম উপন্যাস।
ভিন্ন ভিন্ন পটভুমিতে আর্বতিত হতে থাকে উপন্যাসের কাহিনী। বর্তমান আর অতীতের মিশ্রনে এগিয়ে চলে গল্প। অনল নামের আধুনিক তরুনের জীবন থেকে শুরু করে সোলায়মান মাঝি, কানু জেলে এবং....।
সাম্রাজবাদী শোষন, আধুনিক রাস্ট্রীয় নির্যাতন, অনিয়ম, প্রথাগত নিয়ম ভাঙ্গার প্রতিবাদী তরুন অনলের জীবন, অন্যদিকে রাজতন্রের শোষন, নির্যাতন ও জমিদারী অত্যাচারের বিরুদ্ধে সোলায়মান মাঝি, কানু জেলের প্রতিবাদি, সংগ্রামী জীবন। একই সাথে বর্তমান সমাজ, রাস্ট্র ও রাজ প্রাসাদের ভিতরের নগ্ন চরিত্রগুলো, অনিয়ম আর অত্যাচারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ, রাজা, রাজশাসন, রাজার তোষামোদ কারীদের প্রতি তাদের যে ঘৃনা, অন্দরমহলের ভিতরে চার দেয়ালের মাঝে বন্দি হয়ে থাকা যে গল্প, অন্ধকার থেকে কখনোই আলোর মুখ দেখে না, সেই সব অন্ধকারের গল্পই আলোকিত হয়েছে "নিষিদ্ধ গল্প" উপন্যাসে। বর্তমান পটভুমি কে অতীতের সাথে আর অতীতের পটভুমি কে বর্তমানের সাথে নিপুণভাবে ফুটে তোলার চেষ্টা করা হয়েছে, আশা করি "নিষিদ্ধ গল্প" উপন্যাসটি সমসাময়িক উপন্যাস থেকে সম্পুর্ন ভিন্নতা এনে দিবে পাঠকদের মনে।
ধন্যবাদসহ
/সরকার পল্লব
৫ জানুয়ারী ২০১৭, ঢাকা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

কাছের-মানুষ বলেছেন: শুভ কামনা রইল আপনার উপন্যাসের প্রতি ।
ভাল থাকুন ।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৫

বিজন রয় বলেছেন: অভিনন্দন।
আপনার সফলতা কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.