![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি বা লেখক হয়ে অর্থ কামানো আমার জন্য একদম নিষিদ্ধ!!!
মায়াবী চেহারার পিছনে
বুনো শুয়োরের প্রতিচ্ছবি!
কখনো প্রেমিক, কখনো কবি!
শুদ্ধতার কৈলাসে বসা মহাদেব;
কখনো কৃষ্ণ রুপ, কখনো দুর্যোধন;
জয়-পরাজয়ে!
প্রেমের লেলিহান শিখা, বরফ হয়ে জমে থাকে;
হিমালয় হৃদয়ে!
দ্রৌপদির শাড়ি খুলতে গিয়ে
কখনো কি মনে হয় মা'য়ের শাড়ির কথা!
অথচ গঙ্গার পবিত্র জলে নিষ্পাপ হয়ে
রাতের আঁধারেই চাই বারবনিতা;
বড্ড বমি আসে, ঘৃনার আগুনে পোড়ে মন;
দেখলে এমন নিপুণ ভনিতা!
অথচ তাদের তো সাধু-সন্যাসী হবার কথা!
সর্বত্র হাটে-ঘাটে-মাঠে;
কিছু না পেলেই ঘুমিয়ে থাকা
শুয়োর জেগে উঠে!
২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: চমৎকার বাস্তব কবিতা।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪১
ফারজানা সুমা বলেছেন: ভালো লাগল পড়ে
বাংলা কবিতা