![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা গর্ব করে বলি আমাদের প্রধানমন্ত্রী , বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা ও সংসদ স্পিকার মহিলা ৷ এটা শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা ৷ রাষ্টের শীর্ষ স্থানে মহিলারা আছেন বা নেতৃত্ব দিচ্ছেন তার মানে নারীরা নিরাপদ ? মোটেও না ৷
১লা বৈশাখে একদল যুবক মহিলাদের উপর হামলা করে তাও আবার খুদ ঢাকা শহরে ৷ এদের নিন্দা জানানোর ভাষা আমার নাই, দিক্ষার ওই সব কাপরুষদের যারা মহিলাদের উপর হামলা চালিয়েছে ৷
ভুলে গেলে চলবেনা যে. এসব মহিলা আমাদের করোনা কারো মা , বোন , স্ত্রী বা মেয়ে ৷ অভিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দিস্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা হউক ৷
-একাউন্টেন্ট ছায়েদুল ইসলাম খালেদ MAAT
©somewhere in net ltd.