![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাসের গুপ্ত সুড়ঙ্গে লাল ঘোড়ার দাবড়ানি !
৭১'এ ফিরে যাবার জন্য ২০১৫ নয়, বরং জাতিকে ৭১'এ ফিরিয়ে নেয়া হবে স্বাধীনতার ক্ষতগুলি উসকে দিয়ে ৪৭'এর পথে যাত্রা ;
- উল্টো রথযাত্রার অনুঘটক কারা ?
৭১ কি তবে একটি অমীমাংসিত ইস্যু ছিল ?
স্বাধীনতার সুফল পেতে আত্মত্যাগী মানুষ গুলো তো থেমে নেই । তবে পিছিয়ে গিয়ে কোন হিসাব দোররাতে চায় চিহ্নিত একটি গোষ্ঠীর তল্পিবাহকরা ? কাদের চোখের বিষ কাঁটা এ উন্নতিকে ক্ষত-বিক্ষত করতে মরিয়া ?
স্বাধীনতার দলিলে স্বাক্ষরকারী পাকিস্তান-ভারত চুক্তি কি এতোদিনে আলোতে আসতে শুরু করেছে ?
কাঁটা ঘায়ে নুনের ছিটার মতো ত্রি-দেশীয় স্বাধীনতা খতপত্র কেন ৭১'এর বাংলাকে রক্তাক্ত শ্মশানে পরিণত করতে চলেছে ? জাতি বিভক্তি তো ৪৭'এই প্রকৃত অধিকার ও মূল্যবোধের দ্বার খুলে দিয়েছিল চির অবহেলিত পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীিকে ; আর এঅঞ্চলের মানুষের স্বাধিকারের দীর্ঘ সংগ্রামই সে পথে চলতে সাহস যুগিয়েছিল তাদের । পূর্ব পাকিস্তান ব্যাতিত পশ্চিম পাকিস্তানীদের পক্ষে একক ভাবে দ্বি-জাতি তত্ত্বকে বাস্তবায়ন করা সম্ভবও ছিলনা । সেই ধারার অর্জনে ৭১ সৃষ্টি হতে পেরেছিল অনিবার্যভাবে।
মুসলিম রাষ্ট্র তো অবশ্যই, তবে কোন অবস্থাতেই এটা ইসলাম শাসিত রাষ্ট্র হবার জন্য ধর্মীয় যুদ্ধ ছিলনা ।
তেমনি ধর্মীয় মূল্যবোধকে দাবিয়ে রাম-বামের স্বপ্নতরী ভাসাবার কোন চেতনা বিধৌত কারিশমাও সেখানে ছিলনা ।
তবে মুসলিম শিকড়েই সেটা স্বাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে রূপ নিয়েছিল । অন্য ধর্মাবলম্বীদের জন্য স্বাধিকারের লড়াই হলেও মুসলমানদের জন্য তা ছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা রক্ষা এবং মূল্যবোধ ও মর্যদার লড়াই ।
তার প্রমাণ, এই উপমহাদেশে একমাত্র বাংলাদেশের বাঙ্গালী মুসলমানরাই ধ্যানে, জ্ঞানে, মুক্তচিন্তা ও অধিকারে উন্নতির চরম শীর্ষে স্থান করে নিতে পেরেছে । কারো দয়াদাক্ষিণ্য বা বন্ধুত্বের বাকবাকুম মন্ত্রে নয় ।
বড় প্রমাণ, চাণক্যবন্ধু ভারতে তো মুসলমানদের উন্নতি পড়ে থাক, জীবনযাপন করাই তাদের জন্য দুঃসাধ্য ব্যাপার ।
এই বাস্তবতাকে যারা বর্তমানে অবাস্তবতার দিকে ঠেলে দিয়ে ৭১'এ ফিরে যাবার গীত গেয়ে চলেছে তারাই প্রকৃত স্বাধীনতার শত্রু । কারণ, বাংলাদেশের প্রতিনিধিত্ব ছাড়া ৭১'এ পাকিস্তান-ভারত টেবিলে বসে যে উল্টো রথের যাত্রাচুক্তি করেছিল, ৭৫'এর পটপরিবর্তন সে কপট যাত্রাকে রুদ্ধ করে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হয় ।
৭১'এর ষড়যন্ত্র যাত্রা যেমন রুখে দিয়েছিল স্বাধীনতার গর্বিত মুক্তিযোদ্ধারা, তেমনি কোন বিরঙ্গনা বা মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানেরা বা নতুন প্রজন্মের কোন সাহসী সৈনিক সেই যাত্রায় আবার নেতৃত্ব দিবে সেটাই সবার কাম্য ।
গুপ্ত সুড়ঙ্গ দিয়ে রাম-বামের কানেক্টিভিটি,
মুসলিম বাঙ্গালীর স্বাধীনতাকে রুখতে পারবে না,
ইন-শা-আল্লাহ
সংগৃহীত
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬
মোহা: আবু সাঈদ হাওলাদার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯
দাউদ খান বলেছেন: চালিয়ে যান ভাই