নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ। ব্লগে থাকতে চাই, শিখতে চাই।

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

শিক্ষার শ্রেষ্ঠ উপকরণ

২২ শে জুন, ২০১৬ সকাল ১১:২৯

এখানে সভ্যতা নতজানু
জাগেনা সুখ স্বপ্নের বর্ণীল রামধনু
কাগুজে ঘর, কঙ্কালসার, ক্ষুধার জ্বালা
কোন্‌ কালে কবে এসেছে খবরে
মানবতার মুখে ঝুলিয়েছে তালা।

পথের বাঁকে বিছানো পাত
ছেড়া জামা, ছেড়া শাড়ি, প্রসারিত দু'টি হাত
শুনিতে পাওনি, করুন আর্তনাদ?
ফুটপাতে তাদের সাথে ঘুমাও একটি রাত
বুঝবে, ওরা মানুষ কীবা অন্য জাত!
সাধ্যমত জ্বেলে দাও আলো, আশা ভরসার
বাতাসের গন্ধে জীবনের শুধু হাহাকার।

ওহে ভাই আর কত চাই, কি নিবি কবরে!
তফাত কোথায়, যাবে কোন নগরে
ধনী গরীব ফাঁক্কা, ইহা যাচেরই ধরণ
সুশীল শিক্ষার শ্রেষ্ঠ উপকরণ।

------------বন্ধু সৈয়দ হোসেন-এর ফেসবুক পেজ থেকে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা। তোমার বন্ধু সৈয়দ হোসেনকে অভিনন্দন।

২| ২২ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৬

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আপনাকেও অভিনন্দন স্যার। মহান আল্লাহ তা'আলার কাছে আপনার সুস্থতার জন্য দোয়া করছি।

৩| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫০

প্রামানিক বলেছেন: ওহে ভাই আর কত চাই, কি নিবি কবরে!
তফাত কোথায়, যাবে কোন নগরে
ধনী গরীব ফাঁক্কা, ইহা যাচেরই ধরণ
সুশীল শিক্ষার শ্রেষ্ঠ উপকরণ।


চমৎকার কবিতা। দুইজনকেই অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.