নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ। ব্লগে থাকতে চাই, শিখতে চাই।

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

হেল্প পোষ্ট !

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৯

বন্ধুরা, ১৯৮৪ সালে গ্রামের স্কুলে ৫ম শ্রেনীতে পড়া কবি আহসান হাবীবের বিখ্যাত "খেলা" কবিতার কয়েকটি চরণ শুধু মুখস্থ পারি। বাকীটুকু স্মৃতি শক্তি চরম বেঈমানী করায় আর পারছি না। গুগল মামার কাছ থেকেও তেমন কিছু পেলাম না। তাই আমার ব্লগার বন্ধুদের শরণাপন্ন হলাম। অভিজ্ঞ বন্ধুরা একটু হেল্পান।

খেলা
---আহসান হাবীব

"শীতের শেষে গিয়েছিলাম বাদামতলীর মেলা,
তিনটে মোটে পয়সা নিয়ে কাটিয়ে দিলাম বেলা।
অনেক করে ঘুরে-ফিরে
কিনে নিলাম লাঙ্গলটিরে।
তারে নিয়ে একা একা কাটাই এখন বেলা,
সাত সকালে উঠে করি জমি চাষের খেলা।
ধুলো দিয়ে আপন মনে আমন ফসল বুনি,
সোনার ধানের ডাক যে তখন হৃদয় ভরে শুনি।
নাওয়া-খাওয়া হয়না আমার কখন যে যায় বেলা,
লাঙ্গল চষি ফসল বুনি ফুরায় না মোর খেলা"।

----বাকী অংশ পারছি না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৪

আবিদা সিদ্দিকী বলেছেন: আমি তো সবে ৫ লাইন মনে করতে পারলাম!!! :(

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০২

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: আরেকটু চেষ্টা করে দেখুন বোন, হয়তোবা পুরোটাই মনে আসতে পারে। ধন্যবাদ বোন আবিদা সিদ্দিকী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.